বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
![]() প্রাতিষ্ঠানিক লোগো | |
সংক্ষেপে | বারি |
---|---|
গঠিত | ৫ এপ্রিল, ১৯৭৩ |
ধরন | সরকারি |
আইনি অবস্থা | সক্রিয় |
সদরদপ্তর | জয়দেবপুর, গাজীপুর |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা ও ইংরেজি |
মহাপরিচালক | ড. দেবাশীষ সরকার |
প্রধান অঙ্গ | কৃষি মন্ত্রণালয় |
ওয়েবসাইট | বারি |
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের সর্ব বৃহৎ একটি গবেষণা প্রতিষ্ঠান যা ২০৫ টির ও বেশি কৃষি বিষয়ক ফসলের গবেষণা কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটি জয়দেবপুর, গাজীপুরে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি ডা.কাজী এম বদরুদ্দোজা দ্বারা স্থাপিত হয়েছে।
ইতিহাস ও গঠন[সম্পাদনা]
১৮৮০ সালে ব্রিটিশ ফেমিন কমিশনের রিপোর্টের ভিত্তিতে 'বেঙ্গল ল্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্ট' প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে কৃষি বিভাগকে এই ডিপার্টমেন্টের আওতামুক্ত করে 'পরমাণু কৃষি গবেষণাগার' প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রপতির আদেশ নং ৩২- বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ আদেশ, ১৯৭৩ বলে ৫ এপ্রিল, ১৯৭৩ সালে এই প্রতিষ্ঠানের নাম ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট’ এ পরিবর্তন করে স্বায়ত্তশাসিত করা হয়।[১]
কার্যক্রমসমূহ[সম্পাদনা]
- মাটি ও পানির বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে উদ্ভাবিত ফসলের বিভিন্ন জাতের মূল্যায়ন।
- কৃষিক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমাধানে বিভিন্ন অঞ্চলে গবেষণা কেন্দ্র, উপকেন্দ্র, প্রকল্প এলাকা এবং খামার প্রতিষ্ঠা করা।
- দক্ষতার সাথে কৃষি কার্যক্রম পরিচালনার জন্য কৃষকদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা।
উইং সমূহ[সম্পাদনা]
গবেষণা কেন্দ্রসমূহ[সম্পাদনা]
- কন্দাল ফসল গবেষণা কেন্দ্র[৬]
- উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র[৭]
- তৈল বীজ গবেষণা কেন্দ্র[৮]
- উদ্ভিদ কৌলি সম্পদ কেন্দ্র[৯]
গবেষণা বিভাগসমূহ[সম্পাদনা]
- মৃত্তিকা বিজ্ঞান বিভাগ[১০]
- কৃষিতত্ত্ব বিভাগ[১১]
- কৃষি পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ[১২]
- সরেজমিন গবেষণা বিভাগ[১৩]
- উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ[১৪]
- উদ্ভিদ প্রজনন বিভাগ[১৫]
- কৃষি অর্থনীতি বিভাগ[১৬]
- মেশিনারী মেরামত ও রক্ষণাবেক্ষণ বিভাগ[১৭]
- ফার্ম মেশিনারী বিভাগ
- পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ[১৮]
- সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ[১৯]
- বীজ প্রযুক্তি বিভাগ[২০]
- খামার বিভাগ[২১]
- উদ্ভিদ শারীরতত্ত্ব বিভাগ[২২]
- কীটতত্ত্ব বিভাগ[২৩]
- জীব প্রযুক্তি বিভাগ[২৪]
- অনিষ্টকারী মেরুদন্ডী প্রাণী বিভাগ[২৫]
উপাদানভুক্ত কৃষি কলেজ[সম্পাদনা]
- বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট[২৬]
- পটুয়াখালী কৃষি কলেজ
- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ফসল গবেষণা কেন্দ্র[সম্পাদনা]
- কন্দ শস্য গবেষণা কেন্দ্র[২৬]
- গম গবেষণা কেন্দ্র
- উদ্যান পালন সংক্রান্ত গবেষণা কেন্দ্র
- ডাল গবেষণা কেন্দ্র
- তেল শস্য গবেষণা কেন্দ্র
- মসলা গবেষণা কেন্দ্র
আরো দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "পটভূমি, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "গবেষণা, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "সেবা, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "প্রশিক্ষণ, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "পরিকল্পনা, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "কন্দাল, বিএআরআই" (পিডিএফ)। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "উদ্যানতত্ত্ব, বিএআরআই" (পিডিএফ)। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "তৈল বীজ, বিএআরআই" (পিডিএফ)। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "উদ্ভিদ কৌলি, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "মৃত্তিকা বিজ্ঞান, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "কৃষিতত্ত্ব, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "কৃষি পরিসংখ্যান, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "সরেজমিন গবেষণা, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "উদ্ভিদ রোগতত্ত্ব, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "উদ্ভিদ প্রজনন, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "কৃষি অর্থনীতি, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "মেরামত ও রক্ষণাবেক্ষণ, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "পোস্টহারভেস্ট, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "সেচ ও পানি ব্যবস্থাপনা, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "বীজ প্রযুক্তি, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "খামার, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "উদ্ভিদ শারীরতত্ত্ব, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "কীটতত্ত্ব, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "জীব প্রযুক্তি, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "অনিষ্টকারী মেরুদন্ডী প্রাণী, বিএআরআই"। bari.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ ক খ "Bangladesh Agricultural Research Institute - Banglapedia"। en.banglapedia.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-২১।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- বারি গ্রন্থাগার: www
.barilibrary .org