সুরমা জাহিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুরমা জাহিদ
জন্ম (1978-07-09) ৯ জুলাই ১৯৭৮ (বয়স ৪৫)
নরসিংদী জেলা, রায়পুরা থানার রাজাবাড়ি গ্রাম
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
পেশালেখক, মানবধিকার কর্মী, গবেষক, কথা-সাহিত্যিক
পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৭), বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক (২০২১), স্বাধীনতা পুরস্কার (২০২৩), অনন্যা শীর্ষ দশ পুরস্কার (২০১৬)।

সুরমা জাহিদ একজন বাংলাদেশী লেখক, মানবাধিকার কর্মী এবং গবেষক। মুক্তিযুদ্ধে সাহিত্যে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তাঁকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।[১] গবেষণা ও প্রশিক্ষণে বিশেষ অবদানের জন্য তিনি ২০২৩ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে।[২] ২০২১ সালে তাঁকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান করা হয়।[৩] তিনি ২০১৬ সালে অনন্যা শীর্ষ দশ পুরস্কার প্রাপ্ত হন।[৪]

শৈশব ও পড়ালেখা[সম্পাদনা]

সুরমা জাহিদ জন্মগগ্রহণ করেন নরসিংদী জেলার রায়পুরা থানার রাজাবাড়ি গ্রামে ১৯৭৮ সালের নয় জুলাই। পিতা মরহুম আলফাজ উদ্দিন আহমেদ, মাতা মরহুম আম্বিয়া আকতার।[৫]

নরসিংদী জেলার রায়পুরা থানার জিরাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শুরু করেন। পরবর্তীতে মরজাল কাজী মো: বশির উচ্চ বিদ্যালয়ে ও তারপর লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। অলিমুদ্দিন ডিগ্রি কলেজ থেকে পড়ালেখা সমাপ্ত করেন। [৬]

কর্মজীবন[সম্পাদনা]

তার স্বামী সরকারি চাকরিজীবী হওয়ার সুবাদে মফস্বলে থাকতে হয় তাকে। ১৯৯২ সালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মৎস্য কর্মকর্তা হিসাবে পদায়িত হন তার স্বামী। সেখানে একজন বীরাঙ্গনা আছেন এমন খবর পেয়ে তিনি দেখা করেন তাঁর সঙ্গে। সেই বীরাঙ্গনার মুখে তাঁর জীবনের করুণ কাহিনী শুনে সেদিনই সিদ্ধান্ত নেন তাদের নিয়ে কাজ করবেন।[৬] ২০০১ সালে ময়মনসিংহের ভালুকায় বিমলা নামে এক বীরাঙ্গনাকে দিয়ে তিনি কাজ শুরু করেন। তিনি দেশের যে প্রান্তেই বীরাঙ্গনাদের খোঁজ পেয়েছেন, সেখানেই গিয়েছেন। এরই মধ্যে ধারাবাহিকতায় তিনি প্রায় ৬৫০ বীরাঙ্গনার সাক্ষাৎকার গ্রহণ করেছেন।[৬]

প্রকাশনা[সম্পাদনা]

  1. বীরাঙ্গনা সমগ্র ১
  2. বীরাঙ্গনা সমগ্র ২
  3. বীরাঙ্গনা সমগ্র ৩
  4. বীরাঙ্গনা সমগ্র ৪
  5. বীরাঙ্গনাদের কথা
  6. ১৯৭১ সম্ভ্রম হারানো নারীদের করুণ কাহিনী
  7. একাত্তরে নির্যাতিত নারীদের ইতিহাস
  8. একাত্তরে বীরমাতাদের অজানা কথা
  9. একাত্তরের যুদ্ধে নির্যাতিত নারী
  10. সম্ভ্রমের বিনিময়ে স্বদেশ
  11. এই সংগ্রামে আমিও আদিবাসী বীরাঙ্গনা
  12. বীরমাতাদের জীবন-কথা
  13. Violated in 1971
  14. The Anguish of Oppressed Women in 1971
  15. We, The WarBabies
  16. কিশোরীদের দেখা একাত্তরের ভয়াবহ স্মৃতি
  17. কিশোরীদের দেখা মুক্তিযুদ্ধ
  18. আমরা মুক্তিযুদ্ধ দেখেছি
  19. নির্যাতিত শৈশব
  20. আমরা যুদ্ধশিশু
  21. বীর নারী মুক্তিযোদ্ধার কথা
  22. মুক্তিযুদ্ধে বীর নারী
  23. মুক্তিযুদ্ধে ৫০ বীর মুক্তিযোদ্ধা
  24. ১৯৭১ পাকিস্তানে আটকে পড়া বাঙালি
  25. একাত্তর এবং আমরা
  26. বাঙালি জাতীয়তাবাদ ও বঙ্গবন্ধু
  27. বহির্বিশ্বে গণমাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ
  28. বর্হিবিশ্বে গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  29. মুক্তিযুদ্ধ এবং একটি প্রেমের গল্প
  30. নিষিদ্ধ-অনিষিদ্ধ বারবনিতাদের জীবন কথা
  31. দেখে এলাম সিঙ্গাপুর
  32. দক্ষিণ আফ্রিকার গল্প
  33. প্রতিরোধের অধিকার
  34. খন্ডক
  35. না! আর যাব না
  36. অন্যরকম চাওয়া
  37. আজ বসন্তের দিন
  38. সোনার পালঙ্কে আমি একা

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তার স্বামী মো: জাহিদ হোসেন প্রাক্তন মৎস কর্মকর্তা। তাদের দুই সন্তান রয়েছে।[৫]

পুরস্কার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bangla Academy award goes to 12"। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০ 
  2. প্রতিবেদক, বিশেষ। "স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন নয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠান"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১১ 
  3. UNB, Dhaka (২০২১-০৮-০৮)। "5 personalities receive 'Bangamata Begum Fazilatun Nesa Mujib Award'"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২১ 
  4. "অনন্যা শীর্ষ দশ সম্মাননা প্রদান"web.archive.org। ২০১৯-০৮-২২। ২০১৯-০৮-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০১ 
  5. "সুরমা জাহিদ: আমি আমার নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি"। ৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০ 
  6. "বীরাঙ্গনাদের আপনজন সুরমা জাহিদ"। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০ 
  7. "স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন নয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠান"প্রথম আলো। ৯ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩ 
  8. "পুরস্কারপ্রাপ্তদের তালিকা" [Winners list]। বাংলা একাডেমি। ৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০ 
  9. "অনন্যা শীর্ষ দশ ২০১৬ সম্মাননা প্রদান"। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০ 
  10. "পাঞ্জেরী ছোটকাকু শিশুসাহিত্য পুরস্কার পেলেন যারা"। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০ 
  11. Desk, Prothom Alo English। "Five women receive 'Bangamata Begum Fazilatun Nesa Mujib Award'"Prothomalo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২১