পবিত্র মোহন দে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পবিত্র মোহন দে 
Pandit pabitra mohan dey
পবিত্র মোহন দে
জন্ম (1937-05-01) ১ মে ১৯৩৭ (বয়স ৮৬)
ময়মনসিংহ, বাংলা প্রদেশ, ব্রিটিশ ভারত 
উদ্ভবময়মনসিংহ
বাদ্যযন্ত্রতবলা 

পবিত্র মোহন দে (জন্মঃ ১ মে, ১৯৩৭)[১] একজন বাংলাদেশী তবলা বাদক।[২] যন্ত্রসঙ্গীতে অবদান স্বরূপ তিনি ২০১৬ সালে শিল্পকলা পদকে ভূষিত হন।[৩][৪] সংস্কৃতিতে অবদানের জন্য ২০২৩ সালে তাকে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়।[৫]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

মোহন দে ১৯৩৭ সালের ১লা মে মাসে চুকাইতলা, আকুয়া, ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি তার বড় ভাই মিঠুন দে এর কাছ থেকে তবলা বাজানো শিখেন। তার পরিবার সঙ্গীতচর্চার সাথে জড়িত। পবিত্র মোহন দে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের শাস্ত্রীয় গানের আসরে গিয়েছিলেন। তাদের মধ্যে নাজবাত আলী খান, বাপিন চন্দ্র দাস, সামির কুমার দাস, বিজয় ভট্টাচার্য, আমানাত আলী খান, ফতেহ আলী খান, আলাউদ্দিন খান, রশিদ খান, পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ এবং চিন্ময় লাহিড়ি অন্যতম।[৬]

কর্মজীবন[সম্পাদনা]

মোহন দে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU) সঙ্গীত বিদ্যালয়ের তবলা শিক্ষক হিসেবে কাজ করেছেন।[৬] তিনি ঐতিহ্যপরম্পরায় বেনারস ও ফারুকাবাদ ঘরানার অনুসারী হলেও লোকজ ধারাকে শাস্ত্রীয় ধারার সঙ্গে সমন্বিত করতে সমর্থ হয়েছিলেন। ১৯৫৬ সালে সতীনাথ মুখোপাধ্যায় ও উৎপলা সেনের সঙ্গে, ১৯৫৯ সালে সালামৎ-নাজাকাৎ আলীর সঙ্গে, ১৯৬০ সালে প্রখ্যাত গায়ক তালাত মাহমুদ ও সরোদের মহাপ্রতিভা আলী আকবর খানের সঙ্গে তিনি তবলা সংগত এবং তাদের প্রশংসা অর্জন করেন। ২০০৯ সালে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ তাকে রবীন্দ্রপদক প্রদান করে।[৭]

পুরস্কার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পবিত্র মোহন দে" [Pabitra Mohan Dey]। Kaler Kantho  একের অধিক |কর্ম= এবং |সংবাদপত্র= উল্লেখ করা হয়েছে (সাহায্য) (সাহায্য)
  2. Mainul Hassan (মার্চ ২৪, ২০০৯)। "Jatiyo Rabindra Sangeet Shammilan '09 ends"The Daily Star। সংগ্রহের তারিখ জুলাই ১৯, ২০১৭  একের অধিক |কর্ম= এবং |সংবাদপত্র= উল্লেখ করা হয়েছে (সাহায্য) (সাহায্য)   (সাহায্য)
  3. "BSA to confer Shilpakala Padak on July 20"The Daily Star। জুলাই ১৯, ২০১৭। সংগ্রহের তারিখ জুলাই ১৯, ২০১৭  একের অধিক |কর্ম= এবং |সংবাদপত্র= উল্লেখ করা হয়েছে (সাহায্য) (সাহায্য)
  4. "সাতজন পাচ্ছেন শিল্পকলা পদক | manobkantha.com"Daily Manobkantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. প্রতিবেদক, বিশেষ। "স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন নয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠান"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১১ 
  6. Aminul Islam (জুলাই ৪, ২০১৫)। "Tabla maestro Pandit Pabitra Mohan Dey recognised"The Daily Star। সংগ্রহের তারিখ জুলাই ১৯, ২০১৭  একের অধিক |কর্ম= এবং |সংবাদপত্র= উল্লেখ করা হয়েছে (সাহায্য)একের অধিক |work= এবং |newspaper= উল্লেখ করা হয়েছে (সাহায্য)
  7. "গানের যুগ সারথি"Bengal Classical Music Festival (ইংরেজি ভাষায়)। ২০১৬-১০-২০। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৪ 
  8. "গানের যুগ সারথি"। Bengal Classical Musical Fest। সংগ্রহের তারিখ জুলাই ১৯, ২০১৭ 
  9. "পবিত্র মোহন দে | Srijon Music BD" (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৪ 
  10. Team, Samakal Online। "শিল্পকলা একাডেমি পদক ঘোষণা"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৪