অরন্য চিরান
অবয়ব
অরন্য চিরান | |
---|---|
জন্ম | ২০ ডিসেম্বর |
জাতীয়তা | বাংলাদেশি |
মাতৃশিক্ষায়তন | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
পেশা | শিক্ষকতা, সমাজসেবা |
পুরস্কার | স্বাধীনতা পুরস্কার (২০২৪) |
অরন্য চিরান (জন্ম ২০ ডিসেম্বর) হলেন একজন বাংলাদেশি শিক্ষক, কবি ও সমাজসেবক। তিনি ক্ষুদ্র নৃ-গোষ্টী গারো জাতিসত্বার কবি ও গবেষক হিসেবেও পরিচিত। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২৪ সালে বাংলাদেশের জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান করে।[১]
জীবনী
[সম্পাদনা]অরন্য চিরান ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দিঘলবাগ গ্রামে ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতিতে এমফিল ডিগ্রি লাভের পর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছেন।[২] তিনি বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী সংগঠন ঐক্য পরিষদের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ প্রতিবেদক, বিশেষ (১৫ মার্চ ২০২৪)। "স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ বিশিষ্টজন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৪।
- ↑ "ময়মনসিংহের তিন বিশিষ্টজন স্বাধীনতা পদকে ভূষিত"। বহুমাত্রিক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৪।
- ↑ "মন্ত্রণালয় না থাকায় সমতলের আদিবাসীরা বঞ্চিত হচ্ছে : মেসবাহ কামাল"। Protidiner Bangladesh। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৪।