মুহম্মদ মনসুর উদ্দিন
মুহম্মদ মনসুর উদ্দীন | |
---|---|
জন্ম | মুহম্মদ মনসুর উদ্দীন ৩১ শে জানুয়ারি, ১৯০৪ সাল মুরারীপুর, পাবনা |
মৃত্যু | ১৯ সেপ্টেম্বর, ১৯৮৭ সাল |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
পেশা | চাকরিজীবী |
পরিচিতির কারণ | লোকসাহিত্য সংগ্রাহক, গবেষক |
পুরস্কার | বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৫) একুশে পদক (১৯৭৬) স্বাধীনতা পুরস্কার (১৯৮৪) |
মুহম্মদ মনসুর উদ্দিন (৩১ জানুয়ারি ১৯০৪ – ১৯ সেপ্টেম্বর ১৯৮৭) ছিলেন বাংলাদেশী লোকসঙ্গীত, লোকসাহিত্য সংগ্রাহক ও লোকসাহিত্যবিশারদ। তিনি সাহিত্যে অবদানের জন্য ১৯৬৫ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ১৯৮৪ সালে স্বাধীনতা পুরস্কার এবং শিক্ষায় অবদানের জন্য ১৯৭৬ সালে একুশে পদক লাভ করেন।[১]
জন্ম
[সম্পাদনা]১৯০৪ সালে পাবনা জেলার সুজানগর উপজেলার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম জায়দার আলী মাতার নাম জিউয়ারুন নেসা।
শিক্ষা জীবন
[সম্পাদনা]১৯২১ সালে কৃতিত্বের সঙ্গে প্রবাশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯২৬ সালে বি এ পাস করেন। ১৯২৮ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন।মুহম্মদ মনসুর উদ্দীন ছাত্র হিসেবে মেধাবী ছিলেন । কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডিয়ান ভার্নাকুলার্সে প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করে তিনি এমএ পাস করেন। তার আগে আর কোনো মুসলিম ছাত্র প্রথম শ্রেণী পায়নি ।মাত্র দশম শ্রেণীতে পড়ার সময় তিনি লোকসাহিত্য সংগ্রহের কাজ শুরু করেন।লোকসাহিত্য সংগ্রহে মুহম্মদ মনসুর উদ্দীনের আত্মনিবেদন ঘটে প্রবাসী পত্রিকা পাঠে, যা কলকাতা থেকে প্রকাশিত হত এবং পত্রিকাটির ওই সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সংগৃহীত লালনের গান ছাপা হয়, যা কিশোর কবি মুহম্মদ মনসুর উদ্দীনকে লালনের গান সংগ্রহে অনুপ্রেরণা জোগায় ।পরবর্তী সময়ে প্রত্যক্ষ অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। আহমদ শরীফের ভাষায়: নব যৌবনে রবীন্দ্রনাথের স্নেহধন্য ও অবনীন্দ্রনাথের আদরপুষ্ট হয়েছিলেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]কর্মজীবন শুরু করেন ১৯৩১ সালে সরকারি চাকুরি দিয়ে, স্কুল সাব ইন্সপেক্টর রূপে। বিভিন্ন কলেজে অধ্যাপনার পর চাকুরি শেষ করেন ১৯৫৯ সালে বাংলা ভাষা ও সাহিত্যের প্রফেসর হিসেবে। ১৯৫২ সালে সরকারি মাসিক পত্রিকা মাহে নও এর সম্পাদক ছিলেন ছয় মাসের জন্য।
সংগ্রহ
[সম্পাদনা]মুহম্মদ মনসুর উদ্দীনের প্রথম সংগ্রহ ছিল নিজ গ্রাম পাবনার মুরারীপুরের প্রেমদাস বৈরাগীর কাছ থেকে সংগৃহীত লালনের একটি গান পাঠিয়ে দেন প্রবাসীতে যা ছাপা হয় ১৩৩০ সালের আশ্বিন সংখ্যায়। তার মাধ্যমে আমরা পেয়েছি ত্রয়োদশ খণ্ডে হারামণির মতো লোকসংগীতের অমূল্য সংগ্রহ। এছাড়াও তিনি লিখেছেন বাংলা সাহিত্যে মুসলিম সাধনার মতো তিন খণ্ডে বিভক্ত গবেষণাগ্রন্থ। তার রচিত মোট গ্রন্থসংখ্যা ৪২টি। অমূল্য সব কাজের স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে পেয়েছেন অনন্য সব সম্মান, স্বীকৃতি, সংবর্ধনা, পদক। তার জীবনের শতাব্দীর কয়েক দশক তিনি কাটিয়েছেন রাজধানী ঢাকাতেই। তার ছিল হুঁকোবিলাস, জুতা ও ইংরেজিপ্রীতি।তিনি আসলে ছিলেন এক বিশ্ব মানব। বাউল-ফকিরদের সঙ্গে তার ছিল নিবিড় যোগাযোগ। তাকে নিয়ে আসাদ চৌধুরী লিখেছেন: যে-গভীর সত্যবাণী নিরক্ষর গীতিকার কবিদের/ ঠোঁটে ঠোঁটে কেঁদে উঠেছিলো—/ তাকে তুমি ছড়ালে নিখিলে।[২]
প্রকাশনা
[সম্পাদনা]- লোকসাহিত্যঃ
- ১১ খণ্ডে সংগৃহীত লুপ্ত ও লুপ্তপ্রায় লোকসাহিত্যের সংকলন হারামনি
- লোককাহীনির সংকলন শিরণী (১৯৩২)
- হাসি অভিধান
- বাংলা ইডিয়ম সংকলন (১৯৫৭)
- উপন্যাসঃ
- সাতাশে মার্চ
- বঙ্গ সাহিত্যের ইতিহাসঃ
- বাংলা সাহিত্যে মুসলিম সাধনা, ৩খন্ড একত্রে (১৯৮১)
- গানের সংকলনঃ
- শত গান (১৯৬৭)
- ইরানের কবি (১৩৭৫ বঙ্গাব্দ)
- আওরঙ্গজেব (অনুবাদ, ১৯৭০)
- রূপকথা সংকলনঃ
- ঠকামি (১৯৫৯)
- মুসকিল আসান (২য় সং ১৯৫৯)
- অন্যান্যঃ
- হাসির পড়া (১৯৬৩)
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]মৃত্যু
[সম্পাদনা]১৯৮৭ সালের ১৯শে সেপ্টেম্বর
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মনসুরউদ্দীন, মুহম্মদ"। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৪, ২০১৯।
- ↑ ক খ রশীদ, কাজল (৩১ জানুয়ারি, ২০১১)। "সহজ মানুষ"। দৈনিক প্রথম আলো। ২০২০-০২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ই ফেব্রুয়ারি, ২০১১। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাঙালি লেখক
- বাংলাদেশী পুরুষ লেখক
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী
- সাহিত্যে স্বাধীনতা পুরস্কার বিজয়ী
- ১৯০৪-এ জন্ম
- ১৯৮৭-এ মৃত্যু
- পাবনা জেলার ব্যক্তি
- শিক্ষা ও গবেষণায় একুশে পদক বিজয়ী
- ১৯৭৬-এ একুশে পদক বিজয়ী
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- ২০শ শতাব্দীর ঔপন্যাসিক
- বাংলাদেশী পুরুষ ঔপন্যাসিক
- ২০শ শতাব্দীর পুরুষ লেখক
- বাংলাদেশী লোকাচারবেত্তা
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলা ভাষার লেখক
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- ঢাকা কলেজের শিক্ষক
- ভারতীয় লোককাহিনি
- বাংলা লোকসাহিত্য
- স্বাধীনতা পুরস্কার বিজয়ী
- একুশে পদক বিজয়ী