মোবারক আহমদ খান
মোবারক আহমদ খান | |
---|---|
নাগরিকত্ব | বাংলাদেশি |
জাতীয়তা | বাংলাদেশি |
কর্মক্ষেত্র | কৃষি ও জৈব বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান[১] |
প্রতিষ্ঠান | বাংলাদেশ পাটকল করপোরেশন |
পরিচিতির কারণ | সোনালী ব্যাগ[২], জুটিন আবিষ্কারক |
উল্লেখযোগ্য পুরস্কার | বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক (২০১৫) |
ওয়েবসাইট www |
মোবারক আহমদ খান একজন বাংলাদেশি বিজ্ঞানী যিনি পাটের বাণিজ্যিক ব্যবহার ও সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে ১৯৯০-এর দশক থেকে গবেষণা করছেন। বিজ্ঞানভিত্তিক গবেষণা ডাটাবেজ স্কোপাসের তথ্যানুসারে, বৈশ্বিকভাবে পাট বিষয়ক গবেষণায় তাঁকে প্রধান একজন বিজ্ঞানী বলে মনে করা হয়।[৩][৪] তিনি বর্তমানে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন।[২][৫] তাঁর বিভিন্ন আবিষ্কারের মধ্যে উল্লেখযোগ্য হলো, পাট থেকে উদ্ভাবিত সোনালী ব্যাগ[৬][৭], পাটের তৈরি জুটিন নাম ঢেউটিন, পাটের তৈরি হেলমেট ও টাইল্স।[৫]
শিক্ষা ও কর্মজীবন[সম্পাদনা]
মোবারক আহমদ খান শিক্ষাজীবনে রসায়নে স্নাতক ও স্নাতোকত্তর ডিগ্রী নেওয়ার পর পলিমার এবং তেজস্ক্রিয় রসায়নে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) প্রধান বৈজ্ঞানীক উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন।[২][৮]
আবিষ্কার[সম্পাদনা]
মোবারক আহমদ খান ২০০৯ সালে পাটের তেরি ঢেউটিন উদ্ভাবন করে যা জুটিন নামে পরিচিত।[৫] জুটিন তৈরিতে তিনি পাটের সঙ্গে ব্যবহার করেনে পলিমারের মিশ্রণ। ২০১৬ সালে তিনি মানবদেহের জন্য ক্ষতিকারক ফরমালিনের বিকল্প হিসেবে অ-ক্ষতিকারক চিতোজান তৈরি করে করেন। সম্প্রতি তিনি পাট থেকে পরিবেশবান্ধব সোনালী ব্যাগ তৈরি করেছেন যা বর্তমানে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হচ্ছে। এছাড়ও তিনি পাট দিয়ে অসংখ্য নিত্যপ্রয়োজনীয় জিনিস উদ্ভাবন করেছেন।
পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]
পাট বিষয়ক গবেষণায় সাফল্যের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ বিজ্ঞান একাডেমি মোবারক আহমদকে ২০১৫ সালে স্বর্ণপদক প্রদান করে।[৫] এছাড়া তিনি ২০১৬ সালে জাতীয় পাট পুরস্কার ও ২০১৭ সালে ফেডারেশন অব এশিয়ান কেমিক্যাল সোসাইটি পুরস্কারে ভূষিত হন।[৩] বিশ্বের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান তার কাজের উপর নথিপত্র প্রকাশ করে। ১৯৯৮ সালে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্যসূত্রের প্রকাশনা ‘হুজ হুতে’ তার নাম প্রকাশ করা হয়।[৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Scopus preview - Scopus - Author details (Ahmad, Mubarak U.)"। www.scopus.com। line feed character in
|শিরোনাম=
at position 18 (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ ক খ গ "পলিথিনের বিকল্প হতে পারে পাটের পলিমার"। ৮ এপ্রিল ২০১৮।
- ↑ ক খ গ http://www.tip.grad.chula.ac.th/wp_cutip/wp-content/uploads/Biography-of-Prof.Khan_.pdf
- ↑ "ড. মুবারক আইসি ইউতে দোয়া কামনা"। Daily Nayadiganta।
- ↑ ক খ গ ঘ "পাটের নতুন দিগন্ত"।
- ↑ "'পাট থেকে পচনশীল পলিব্যাগ তৈরি করছে বিজ্ঞানীরা' - জাতীয় - The Daily Ittefaq"।
- ↑ Independent, The। "Mubarak Ahmad Khan"।
- ↑ "বাংলাদেশেই তৈরি হচ্ছে পাটের পলিমার ব্যাগ"। ২২ এপ্রিল ২০১৮ – www.bbc.com-এর মাধ্যমে।