বিষয়বস্তুতে চলুন

মৃন্ময় গুহ নিয়োগী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডক্টর

মৃন্ময় গুহ নিয়োগী
জন্ম১ জানুয়ারি ১৯৫৭
জাতীয়তাবাংলাদেশি
মাতৃশিক্ষায়তনঅসলো বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
পুরস্কারস্বাধীনতা পুরস্কার-২০২১

মৃন্ময় গুহ নিয়োগী (জন্ম: ১ জানুয়ারি ১৯৫৭) হলেন একজন বাংলাদেশী কৃষি বিজ্ঞানী। বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য তিনি ২০২১ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।[][]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

মৃন্ময় গুহ নিয়োগী ১ জানুয়ারি ১৯৫৭ সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট এবং নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

মৃন্ময় গুহ নিয়োগী ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রজেক্ট লিডার।

গবেষণাকর্ম

[সম্পাদনা]

মৃন্ময় গুহ নিয়োগী রংপুর দিনাজপুর রুরাল সার্ভিসে কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন গবেষণা ও উন্নয়নের মাধ্যমে স্বল্পমেয়াদী ও আগাম জাতের আমন ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বোরো ধান কাটার পর গাছের গোড়া থেকে যে কুশি বের হয় তা থেকে একটি অতিরিক্ত যান আবাদের প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে তিনি কাজ করেছেন। স্থানীয় পর্যায়ে হাইব্রিড ধানের বীজ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি স্বল্পমেয়াদি আউশ ধান আবাসতে জনপ্রিয় করে বোরো ও আমন মৌসুমের মাঝে পতিত জমিতে একটি অতিরিক্ত ফসল উৎপাদনে সফল হন।

সম্মাননা

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]