সিরাজ সাঁই
সিরাজ সাঁই ছিলেন বাঙালি বাউল সাধক এবং দার্শনিক, যিনি ফকির সিরাজ, দরবেশ সিরাজ, সিরাজ সাঁই, সিরাজ শাহ ইত্যাদি নামেও পরিচিত। তিনি বাউল গানের প্রবক্তাদের মধ্যে উল্লেখযোগ্য।[১] মরমী গান চর্চা ছাড়াও তিনি পেশায় পালকি বাহক ছিলেন।[২] বাউল সম্রাট লালন তার নিকট বাউলধর্মে দীক্ষিত হন[৩] এবং জীবদ্দশায় লালন তার বহু গানে সিরাজ সাঁইয়ের কথা উল্লেখ করেন। লালনের গুরু হিসেবেই পরবর্তীতে তিনি পরিচিতি লাভ করেন। বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে সিরাজ সাইয়ের সমাধি অবস্থিত। তবে এও জনশ্রুতি আছে যে কুষ্টিয়ার কুমারখালি ছেউড়িয়ায় দরবেশ সিরাজ সাঁই এবং লালন সাঁই একই ছাদের নিচে শায়িত। লালন সমাধির ডানে অর্থাৎ পশ্চিম পাশে পালক মাতা মতিজান বিবির সমাধি এবং মতিজান বছর বিবির সমাধি ডানে অর্থাৎ দেয়ালের বাইরে পশ্চিমের বারান্দায় সিরাজ সাঁইয়ের সমাধি। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান কর্তৃক লালন সাঁইজির সমাধি (মাজার) নির্মাণের সময় মুল ভবনের বাইরে সিরাজ সাঁইয়ের সমাধি পড়ে যায়। সে কথার খানিকটা ধারণা পাওয়া যায় লালন সাঁইজির গানে; সে আর লালন এক ঘরে রয় তবু লক্ষ যোজন ফাঁকরে।। আমি একদিনও না দেখিলাম তারে....
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আনোয়ারুল করীম (জানুয়ারি ২০০৩)। "বাউল"। সিরাজুল ইসলাম; আমিরুল ইসলাম চৌধুরী (অনলাইন) (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া (অনলাইন)। বাংলাদেশ: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন ৯৮৪-৩২-০৫৭৬-৬। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭।
- ↑ সরকার, মিলন (৫ জুলাই ২০২০)। "'খুলবে কেনে সে ধন ও তার গাহেক বিনে'"। গ্লোবাল টেলিভশন। ৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ আনোয়ারুল করীম (জানুয়ারি ২০০৩)। "লালন শাহ"। সিরাজুল ইসলাম; আমিরুল ইসলাম চৌধুরী (অনলাইন) (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া (অনলাইন)। বাংলাদেশ: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন ৯৮৪-৩২-০৫৭৬-৬। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭।
..সিরাজ সাঁই নামে একজন মুসলমান ফকির তাঁকে মুমূর্ষু অবস্থায় বাড়িতে নিয়ে সেবা-শুশ্রূষা দ্বারা সুস্থ করে তোলেন। পরে লালন তাঁর নিকট বাউলধর্মে দীক্ষিত হন..।