মুন্সিগঞ্জ সদর উপজেলা
মুন্সিগঞ্জ সদর | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে মুন্সিগঞ্জ সদর উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৭′৪৬″ উত্তর ৯০°৩২′২৯″ পূর্ব / ২৩.৪৬২৭৮° উত্তর ৯০.৫৪১৩৯° পূর্বস্থানাঙ্ক: ২৩°২৭′৪৬″ উত্তর ৯০°৩২′২৯″ পূর্ব / ২৩.৪৬২৭৮° উত্তর ৯০.৫৪১৩৯° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মুন্সিগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ১৬০.৭৯ বর্গকিমি (৬২.০৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৩,৯৯,৫৬০ |
• জনঘনত্ব | ২,৫০০/বর্গকিমি (৬,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫০.৬১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৫৯ ৫৬ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
মুন্সিগঞ্জ শহর বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত একটি ছোট শহর ও ও মুন্সিগঞ্জ জেলার প্রধান উপজেলা।
অবস্থান[সম্পাদনা]
এই উপজেলার উত্তরে ধলেশ্বরী নদী, শীতলক্ষা নদী ও নারায়ণগঞ্জ জেলা, দক্ষিণে পদ্মা নদী ও শরীয়তপুর জেলা, পশ্চিমে টংগিবাড়ী উপজেলা, পূর্বে মেঘনা নদী ও গজারিয়া উপজেলা।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
মুন্সিগঞ্জ সদর উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ০৯ টি।
- শিলই ইউনিয়ন
- আধারা ইউনিয়ন
- বাংলাবাজার ইউনিয়ন
- পঞ্চসার ইউনিয়ন
- রামপাল ইউনিয়ন
- বজ্রযোগীনি ইউনিয়ন
- চরকেওয়ার ইউনিয়ন
- মোল্লাকান্দি ইউনিয়ন
- মহাকালি ইউনিয়ন
উপাত্ত[সম্পাদনা]
- ইউনিয়নের সংখ্যা ৯ টি।[২]
আধারা চর, কেওয়ার, পঞ্চসার, বজ্রযোগিনী, বাংলা বাজার, মহাখালী, মোল্লাকান্দি, রামপাল, শিলই।
- গ্রাম ৯৭টি
- মৌজা ১০১টি
- পৌরসভা ১ টি
- লোক সংখ্যা ৩,২৮,২৭২ জন
- পুরুষ ১,৭২,৫৫৬ জন
- মহিলা ১,৫৫,৭১৬ জন
- পরিবারের সংখ্যা ২৬২৭০
- সর: প্রাথ: বিদ্যা: ৬৬
- বেসরকারী রেজি: প্রাথমিক বিদ্যালয় ০৩
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় -
- মাধ্যমিক বিদ্যালয় ১২ টি
- মহবিদ্যালয় ০২ টি
- মাদ্রাসা ৬৫ টি
- ভোকেশনাল ইনস্টিটিউশন ১ টি
- অকৃষি জমি পরিমাণ ১৭৫৫.০৬ একর
- খাদ্য গুদাম ২টি
- আশ্রয়ন প্রকল্প/আবাসন প্রকল্প ১+১=২টি
- পুকুর ৯০৭ টি
- খেয়া ঘাট/ নৌকা ঘাট ৬ টি
- টিউবয়েল ৪৭১৯ টি
- হাট/ বাজার ২০ টি
- ডাকঘর ১৮টি
- ব্যাংক ০৮ টি
- টেলিফোনসংস্থাসহ ৩০০ টি
- বিদ্যুতায়িত গ্রাম ৭৯টি
- রেজিস্টার্ড ক্লাব ৪৪ টি
- মসজিদ ১৭১ টি
- মন্দির ৫ টি
- গীর্জা -
- সরকারী/ আধা সরকারী রেস্ট হাউজ ৩ টি
- সরকারী হাসপাতাল ১টি
- শয্যা সংখ্যা ৫০
- ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ৭টি
- কমিউনিটি ক্লিনিক
- উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ১টি
- পশু হাসপাতাল ১টি
- পাকা রাস্তা (কিঃ মিঃ) ২০.০৭ কিঃ মিঃ
- কাঁচা রাস্তা ১৭৭.২৬ কিঃ মিঃ
- মোট জমির পরিমাণ ৫২১৮.২৫ একর
- কৃষি জমির পরিমাণ ৩৪৬৩.১৯ একর
- এনজিও ৫টি
- স’মিল ৮টি
- ইট ভাটা ৪টি
- হিমাগার ৩টি
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
- শ্যামানন্দ সেন (১৯০১ - ২৫ জুন ১৯৮০) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।
- হাসান ফকরী - কবি, গীতিকার, নাট্যকার ও প্রাবন্ধিক।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে মুন্সীগঞ্জ সদর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৬ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।
- ↑ বাংলাপিডিয়া
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
১. সরকারি হরগঙ্গা কলেজ। ২. প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। ৩. রামপাল মহাবিদ্যালয়। ৪. মুন্সীগঞ্জ কলেজ। ৫. মুন্সীগঞ্জ মহিলা কলেজ। ৬. মিরকাদিম হাজী আমজাদ আলী ডিগ্রি কলেজ। ৭. বছিরন নেছা উচ্চ বিদ্যালয়। ৮. রামপাল এন বি এম উচ্চ বিদ্যালয়। ৯. সুখবাসপুর শ্যামলনী উচ্চ বিদ্যালয়। ১০. বানিয়াল উচ্চ বিদ্যালয়। ১১. কে.কে গভ. উচ্চ বিদ্যালয়। ১২. এভিজেএম বালিকা উচ্চ বিদ্যালয়। ১৩. মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়।