পঞ্চসার ইউনিয়ন
পঞ্চসার ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে পঞ্চসার ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৭′৩০″ উত্তর ৯০°৩২′৩০″ পূর্ব / ২৩.৪৫৮৩৬০° উত্তর ৯০.৫৪১৭৬০° পূর্বস্থানাঙ্ক: ২৩°২৭′৩০″ উত্তর ৯০°৩২′৩০″ পূর্ব / ২৩.৪৫৮৩৬০° উত্তর ৯০.৫৪১৭৬০° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মুন্সিগঞ্জ জেলা |
উপজেলা | মুন্সিগঞ্জ সদর উপজেলা ![]() |
প্রতিষ্ঠা | ১৯৮৪ |
আয়তন | |
• মোট | ১২.২৭ বর্গকিমি (৪.৭৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৫৬,৪২৩ |
• জনঘনত্ব | ৪,৬০০/বর্গকিমি (১২,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৮.৮৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
পঞ্চসার ইউনিয়ন বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত মুন্সীগঞ্জ সদরের একটি ইউনিয়ন।
ভৌগলিক উপাত্ত[সম্পাদনা]
পঞ্চসার ইউনিয়নের মোট আয়তন ৩০৩২ একর (১২.২৭ বর্গ কিমি)। [১]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী পঞ্চসার ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ৫৬৪২৩ জন। এদের মধ্যে ২৯৮৭২ জন পুরূষ এবং ২৬৫৫১ জন মহিলা।[১]
ইতিহাস[সম্পাদনা]
যতদূর জানা যায় ১৯৪৭ সালের দেশ ভাগের পূর্বে অত্র ইউনিয়নের ৯৫% জনসাধারন হিন্দু ছিল। অত্র পঞ্চসার ইউনিয়নের নাম করন করার সময় হিন্দু জমিদারগন এক সভায় বসেন। উক্ত সময়ে পঞ্চসার ইউনিয়ন এলাকায় ৫টি স্বাস্থ্যবান ষাঁড় একই সাথে চলাফেরা করিত। হিন্দু অধিবাসীগন গো-পূজা করিত এবং সৌভাগ্যের প্রতীক মনে করে উক্ত সভায় অত্র ইউনিয়নের নাম 'পঞ্চসার' রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।[২]
শিক্ষা[সম্পাদনা]
শিক্ষার হার ৪৮.৮৪%।
- উচ্চ বিদ্যালয়- ০৪টি
- প্রাথমিক বিদ্যালয়- ১১টি[৩]
অর্থনীতি[সম্পাদনা]
কৃতী ব্যক্তিত্ব[সম্পাদনা]
প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ- সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশ সরকার।[৪]
দর্শনীয় স্থান[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "মুন্সিগঞ্জ সদর উপজেলা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।
- ↑ "পঞ্চসার ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।
- ↑ "পঞ্চসার ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।
- ↑ "পঞ্চসার ইউনিয়ন/প্রখ্যাত ব্যাক্তিত্ব"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯।