বিষয়বস্তুতে চলুন

গোপালপুর ইউনিয়ন, আলফাডাঙ্গা

স্থানাঙ্ক: ২৩°১৭′৭″ উত্তর ৮৯°৪৩′৫″ পূর্ব / ২৩.২৮৫২৮° উত্তর ৮৯.৭১৮০৬° পূর্ব / 23.28528; 89.71806
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোপালপুর ইউনিয়ন
ইউনিয়ন
২নং গোপালপুর ইউনিয়ন পরিষদ
গোপালপুর ইউনিয়ন ঢাকা বিভাগ-এ অবস্থিত
গোপালপুর ইউনিয়ন
গোপালপুর ইউনিয়ন
গোপালপুর ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
গোপালপুর ইউনিয়ন
গোপালপুর ইউনিয়ন
বাংলাদেশে গোপালপুর ইউনিয়ন, আলফাডাঙ্গার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৭′৭″ উত্তর ৮৯°৪৩′৫″ পূর্ব / ২৩.২৮৫২৮° উত্তর ৮৯.৭১৮০৬° পূর্ব / 23.28528; 89.71806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাফরিদপুর জেলা
উপজেলাআলফাডাঙ্গা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

গোপালপুর ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন বা প্রশাসনিক এলাকা।[][]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা থেকে এ ইউনিয়নটির দুরত্ব মাত্র ৪.৫ কিলোমিটার। ইউনিয়নের দক্ষিণে ও পূর্বে টগরবন্দ ইউনিয়ন, উত্তরে বানা ইউনিয়নআলফাডাঙ্গা ইউনিয়ন এবং পশ্চিমে মধুমতি নদী অবস্থিত।

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

গোপালপুর ইউনিয়নে মোট ১৯টি গ্রাম রয়েছে। গ্রাম সমূহের নাম হলো:[]

ক্রম নং. গ্রামের নাম ওয়ার্ড নং
০১ বাজড়া ১ নং ওয়ার্ড
০২ কুলধর ২ নং ওয়ার্ড
০৩ টেঘরডাঙ্গা ৩ নং ওয়ার্ড
০৪ পবনবেগ ৩ নং ওয়ার্ড
০৫ গোপালপুর ৩ নং ওয়ার্ড
০৬ নওয়াপাড়া ৪ নং ওয়ার্ড
০৭ ছাতিয়ারগাতি ৪ নং ওয়ার্ড
০৮ কামারগ্রাম ৫ নং ওয়ার্ড
০৯ চর নওয়াপাড়া ৫ নং ওয়ার্ড
১০ নগরকান্দা ৬ নং ওয়ার্ড
১১ চান্দড়া ৬ নং ওয়ার্ড
১২ বাকাইল ৭ নং ওয়ার্ড
১৩ কাতলাসুর ৭ নং ওয়ার্ড
১৪ বানিয়াগাতি ৭ নং ওয়ার্ড
১৫ কুচিয়াগ্রাম ৮ নং ওয়ার্ড
১৬ দিগনগর ৮ নং ওয়ার্ড
১৭ ফুলবাড়িয়া ৮ নং ওয়ার্ড
১৮ চর কুচিয়াগ্রাম ৯ নং ওয়ার্ড
১৯ পাড়াগ্রাম ৯ নং ওয়ার্ড

আয়তন ও জনসংখ্যা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি হিসাব অনুযায়ী এ ইউনিয়নের মোট আয়তন ১৯.৬০ বর্গকিলোমিটার এবং মোট জনসংখ্যা ১৮,৫৬৩ জন (প্রায়)।[]

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

উপজেলা সদর থেকে ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা:[]

  • উপজেলা সদর থেকে গোপালপুর বাজার পর্যন্ত অটোরিক্সা করে জনপ্রতি ১৫ টাকা থেকে ২০ টাকা।
  • গোপালপুর বাজার থেকে গোপালপুর খেয়াঘাট এবং বাজড়া পর্যন্ত অটোরিক্সা করে জনপ্রতি ১০ টাকা, ভ্যানে ১০‌ টাকা থেকে ১৫‌ টাকা।
  • গোপালপুর বাজার থেকে কুচিয়াগ্রাম বটতলা পর্যন্ত অটোরিক্সা করে জনপ্রতি ১০ টাকা।
  • কুচিয়াগ্রাম বটতলা থেকে পাড়াগ্রাম, পবনবেগ, দিগনগর বাজার পর্যন্ত অটোরিক্সা করে জনপ্রতি ২৫ টাকা, ভ্যানে ৩০ টাকা।

হাট-বাজার

[সম্পাদনা]

এ ইউনিয়নে ৩টি হাট-বাজার রয়েছে। এগুলো হলো:[]

  1. গোপালপুর বাজার
  2. কুচিয়াগ্রাম বটতলা বাজার
  3. দিগনগর বাজার

গোপালপুর বাজারে প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার হাট বসে এবং কুচিয়াগ্রাম বটতলা বাজারে রবিবার ও বুধবারে হাট বসে।

জনপ্রতিনিধি

[সম্পাদনা]

বর্তমান চেয়ারম্যান: মোঃ সাইফুল খান।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "গোপালপুর ইউনিয়ন"gopalpurup.faridpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩ 
  2. "আলফাডাঙ্গা উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩ 
  3. "এক নজরে গোপালপুর"। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২৪ 
  4. "যোগাযোগ ব্যবস্থা"। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২৪ 
  5. "হাট-বাজারের তালিকা"। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২৪ 
  6. "জনপ্রতিনিধিবৃন্দ"। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২৪