রূপাপাত ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°২৩′৩২″ উত্তর ৮৯°৪১′১″ পূর্ব / ২৩.৩৯২২২° উত্তর ৮৯.৬৮৩৬১° পূর্ব / 23.39222; 89.68361
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রূপাপাত
ইউনিয়ন
৯নং রূপাপাত ইউনিয়ন পরিষদ
রূপাপাত ঢাকা বিভাগ-এ অবস্থিত
রূপাপাত
রূপাপাত
রূপাপাত বাংলাদেশ-এ অবস্থিত
রূপাপাত
রূপাপাত
বাংলাদেশে রূপাপাত ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২৩′৩২″ উত্তর ৮৯°৪১′১″ পূর্ব / ২৩.৩৯২২২° উত্তর ৮৯.৬৮৩৬১° পূর্ব / 23.39222; 89.68361 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাফরিদপুর জেলা
উপজেলাবোয়ালমারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

রূপাপাত ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার একটি ইউনিয়ন[১][২]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

বোয়ালমারী উপজেলা হতে রূপাপাত ইউনিয়নের দূরত্ব ৮ কি.মি.। সীমানা- উত্তরে শেখর ইউনিয়ন ও পরমেশ্বরদী ইউনিয়ন। দক্ষিণে আলফাডাঙ্গা উপজেলাগোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা এবং মুকসুদপুর উপজেলা। পূর্বে কুমার নদ ও সালথা উপজেলা। পশ্চিমে আলফাডাঙ্গা উপজেলা ও শেখর ইউনিয়ন।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

গ্রামের সংখ্যাঃ- ২০টি। গ্রাম সমূহ- কাটাগড়, বন্ডপাশা, সূর্যোগ, কলিমাঝি, দেউলী, জাগেরদেউলী, ইছাডাঙ্গা, বিন্নাহুড়ি, বনমালীপুর, সুতালিয়া, টোংরাইল, বিষ্ণপুর, পচামাগুরা, মোড়া, কুমরাইল, তেতুলিয়া, পূর্বমোড়া, কালিনগর, রূপাপাত, কদমী।

ওয়ার্ড নং নির্বাচনি এলাকা সমূহ[সম্পাদনা]

ওয়ার্ড নং সংখ্যা- ৯টি।

১/ কাটাগড়

২/ বন্ডপাশা+সূর্যোগ

৩/ বনমালীপুর+বিন্নাহুড়ি+ইছাডাঙ্গা

৪/ কলিমাঝি+দেউলী+জাগেরদেউলী

৫/ সুতালিয়া+টোংরাইল+বিষ্ণপুর

৬/ মোড়া+পূর্বমোড়া+কুমরাইল

৭/ রূপাপাত

৮/ কালিনগর+তেতুলিয়া

৯/ পচামাগুরা+কদমী

আয়তন, জনসংখ্যা ও জিও কোড[সম্পাদনা]

ইউনিয়নের নাম-রূপাপাত ইউনিয়ন , ইউনিয়নের জিও কোড-৮৫, ইউনিয়নের আয়তন-৫৯০০ একর, ইউনিয়নের মোট জনসংখ্যা-১৯৩৩১, পুরুষ-৯৬৫৭, মহিলা-৯৬৭৪।

শিক্ষা[সম্পাদনা]

উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ[সম্পাদনা]

  • কাটাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাটাগড় বাস্কো নিকেতন স্কুল
  • কাটাগড় শাগীর শাহ্ দেওয়ান দাখিল মাদ্রাসা
  • কাটাগড়+কলিমাঝি+সূর্যোগ হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসা
  • বন্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বন্ডপাশা হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসা
  • বন্ডপাশা আদর্শ উচ্চ বিদ্যালয়
  • বন্ডপাশা হাজেরা মকবুল কলেজ
  • সূর্যোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বনমালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়
  • কলিমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রূপাপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়

রেলওয়ে স্টেশন[সম্পাদনা]

ইউনিয়নের প্রধান সড়ক পথ[সম্পাদনা]

  • রূপাপাত ইউনিয়নের প্রধান এবং প্রথম প্রবেশ দ্বার এলাকা কাটাগড়। কাটাগড় থেকে রূপাপাত পর্যন্ত ৯ কি.মি. হাই ওয়ে সড়ক প্রসস্থ আছে এবং এই সড়কে মোট ৮টি সেতু আছে। এই সরকের নাম আলফাডাঙ্গা - বোয়ালমারী - মুকসুদপুর হাইওয়ে সরক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। যেমনঃ-(বাস, ট্রাক, পিকআপ, মাহিন্দ্রা, সিএনজি, ইজি বাইক, মোটরসাইকেল, বাইসাইকেল, রিকশা, পিকআপ ভ্যান) ইত্যাদি যানবাহন চলাচল করে থাকে।

উল্লেখযোগ্য হাট/বাজার[সম্পাদনা]

  • কাটাগড় বাজার
  • বনমালীপুর বাজার
  • রূপাপাত বাজার

বানিজ্যিক এলাকা[সম্পাদনা]

  • কাটাগড়

সবচেয়ে উন্নত এলাকা[সম্পাদনা]

  • কাটাগড়
  • বন্ডপাশা
  • বনমালীপুর
  • রূপাপাত

সর্বোচ্চ মাদ্রাসা/মসজিদের এলাকা[সম্পাদনা]

  • কাটাগড়

উল্লেখযোগ্য খেলার মাঠ[সম্পাদনা]

  • কাটাগড়+সহস্রাইল স্কুল মাঠ
  • কাটাগড় নওচর মাঠ
  • কাটাগড় মাদ্রাসা মাঠ
  • বন্ডপাশা স্কুল মাঠ
  • বনমালীপুর স্কুল মাঠ
  • রূপাপাত ময়রা মাঠ

উল্লেখযোগ্য মেলা[সম্পাদনা]

  • কাটাগড় মেলা

আয়তনে সর্বোচ্চ এলাকা[সম্পাদনা]

  • কাটাগড়
  • কলিমাঝি
  • রূপাপাত

জনসংখ্যায় সর্বোচ্চ এলাকা[সম্পাদনা]

  • কাটাগড়
  • কলিমাঝি
  • রূপাপাত

উল্লেখযোগ্য দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • কাটাগড় দেওয়ান শাগীর শাহ্ মাজার শরীফ
  • কাটাগড় মোংলার বিল
  • কাটাগড় রেল স্টেশন এবং রেল লাইন ও জংশন
  • কাটাগড় ন্যাতির বিল
  • সূর্যোগ রেল সেতু বা বড় পোল
  • কালিনগর কালি বাড়ির কালি মন্দির

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান চেয়ারম্যান- আজিজার রহমান মোল্লা

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক চেয়ারম্যানগণের নাম মেয়াদ কাল
বাবু মনোরঞ্জন সাহা ২৫ জুলাই ১৯৭৪-২৮ ফেব্রুয়ারি ১৯৭৭
আঃ হালিম মোল্লা ২৮ ফেব্রুয়ারি ১৯৭৭-২ মার্চ ১৯৮৪
বাবু মনোরঞ্জন সাহা ২ মার্চ ১৯৮৪-১২ আগস্ট ১৯৮৮
আঃ ওয়াদুদ মোল্লা ১২ আগস্ট ১৯৮৮-২৪ জুন ১৯৯২
মোঃ হিমায়েত হোসেন মোল্লা ২৪ জুন ১৯৯২-১০ মে ২০০৩
মোঃ আজিজার রহমান মোল্লা ১০ মে ২০০৩-৮ আগস্ট ২০১১
মোঃ আজিজার রহমান মোল্লা ৮ আগস্ট ২০১১-২৬ ডিসেম্বর ২০২১
মোঃ আজিজার রহমান মোল্লা ২৭ ডিসেম্বর ২০২১-বর্তমান

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রূপাপাত ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০ 
  2. "বোয়ালমারী উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০