বিষয়বস্তুতে চলুন

চৌফলদণ্ডী ইউনিয়ন

স্থানাঙ্ক: ২১°৩১′২৯″ উত্তর ৯২°১′৫″ পূর্ব / ২১.৫২৪৭২° উত্তর ৯২.০১৮০৬° পূর্ব / 21.52472; 92.01806
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চৌফলদণ্ডী
ইউনিয়ন
৬নং চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদ
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
চৌফলদণ্ডী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চৌফলদণ্ডী
চৌফলদণ্ডী
চৌফলদণ্ডী বাংলাদেশ-এ অবস্থিত
চৌফলদণ্ডী
চৌফলদণ্ডী
বাংলাদেশে চৌফলদণ্ডী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৩১′২৯″ উত্তর ৯২°১′৫″ পূর্ব / ২১.৫২৪৭২° উত্তর ৯২.০১৮০৬° পূর্ব / 21.52472; 92.01806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাকক্সবাজার সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমুজিবুর রহমান
আয়তন
 • মোট১৪.৭১ বর্গকিমি (৫.৬৮ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩২,৩৫৪
 • জনঘনত্ব২,২০০/বর্গকিমি (৫,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট২৭.০৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭০২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

চৌফলদণ্ডী বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত কক্সবাজার সদর উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

চৌফলদণ্ডী ইউনিয়নের আয়তন ৩৬৩৬ একর (১৪.৭১ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যা

[সম্পাদনা]

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী চৌফলদণ্ডী ইউনিয়নের লোকসংখ্যা ৩২,৩৫৪ জন। এর মধ্যে পুরুষ ১৬,৭০৯ জন এবং মহিলা ১৫,৬৪৫ জন।[]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

কক্সবাজার সদর উপজেলার মধ্যাংশে চৌফলদণ্ডী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ০৯ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে ঈদগাঁও ইউনিয়ন; উত্তরে জালালাবাদ ইউনিয়নপোকখালী ইউনিয়ন; পশ্চিমে মহেশখালী চ্যানেল, মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নমহেশখালী পৌরসভা, দক্ষিণ-পশ্চিমে খুরুশকুল ইউনিয়ন এবং দক্ষিণে ভারুয়াখালী ইউনিয়নরামু উপজেলার রশিদনগর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

চৌফলদণ্ডী ইউনিয়ন কক্সবাজার সদর উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কক্সবাজার সদর মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • রাখাইনপাড়া
  • উত্তরপাড়া
  • ডেইলপাড়া
  • দক্ষিণপাড়া
  • কালু ফকিরপাড়া
  • নতুন মহাল
  • ভোয়ালিয়াপাড়া
  • হিন্দুপাড়া
  • বণিকপাড়া
  • আদর্শপাড়া
  • আলিয়াপাড়া
  • নাপিতপাড়া
  • বেপারীপাড়া
  • পশ্চিমপাড়া
  • খোনকারখীল
  • কোনারপাড়া
  • পুকুরিয়াঘোনা
  • মাইজপাড়া
  • ঘোনাপাড়া
  • বাজারপাড়া
  • সিকদারপাড়া
  • হায়দারপাড়া
  • খামারপাড়া

[]

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

চৌফলদণ্ডী ইউনিয়নের সাক্ষরতার হার ২৭.০৪%।[] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
মাধ্যমিক বিদ্যালয়

[]

মাদ্রাসা

[]

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • সবুজবাগ আদর্শ শিক্ষা নিকেতন
  • নতুন মহাল জলিলিয়া কেজি স্কুল

[]

প্রাথমিক বিদ্যালয়
  • আলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর রাখাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খোনকারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চৌফলদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ রাখাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নতুন মহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম চৌফলদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম চৌফলদণ্ডী হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পুকুরিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়

[]

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

চৌফলদণ্ডী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কক্সবাজার-চৌফলদণ্ডী সড়ক এবং ঈদগাঁও-চৌফলদণ্ডী সড়ক। যোগাযোগের প্রধান মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা, টমটম, জীপ, রিকশা ও অটোরিক্সা।

খাল ও নদী

[সম্পাদনা]

চৌফলদণ্ডী ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে চৌফলদণ্ডী নদী যার উৎপত্তি মহেশখালী চ্যানেল হতে এবং দক্ষিণ প্রান্ত দিয়ে রোয়াংঘাটা খাল প্রবাহিত হয়ে মহেশখালী চ্যানেলে পতিত হয়েছে। এছাড়া রয়েছে ইছাখালী খাল।[]

হাট-বাজার

[সম্পাদনা]

চৌফলদণ্ডী ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল চৌফলদণ্ডী বাজার, মিয়া বাজার এবং নতুন মহাল বাজার।[] চৌফলদণ্ডী বাজারে সপ্তাহের প্রতি রবিবার ও বুধবার হাট বসে যেখানে পাশের ইউনিয়নের তথা পোকখালী, ভারুয়াখালী, খুরুস্কুল,ও ঈদগাহ থেকে লোকজন বাজার করতে আসে। একমাত্র এ বাজারেই তাজা সামুদ্রিক মাছ পাওয়া যায়। গ্রামের ওয়াপদা (ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি) সাইটে বসে মাছ এবং নাপ্পির সবচেয়ে বড় বাজার যেখানে দেশের দূরদূরান্ত থেকে মানুষ মাছ ও নাপ্পি কিনতে আসে। এখানকার শুটকি এবং কাঁকড়ার কদর অনেক বেশি যা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানী করা হয়। শুধু তাই নয়, দেশের প্রথম কৃত্রিম উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাঁকড়া প্রজনন কেন্দ্র এই চৌফলদণ্ডীতেই। কাঁকড়া চাষ করে বাংলাদেশের রপ্তানি আয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে নতুন পথ দেখিয়েছেন চৌফলদণ্ডীর অংছিন রাখাইন। এই অংছিন কাঁকড়া চাষের সফলতা দেখিয়ে ঢাকায় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) হাত দিয়ে স্বর্ণপদক গ্রহণ করেন।

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • চৌফলদণ্ডী-খুরুশকুল সংযোগ সেতু[]
  • দক্ষিণারাম বৌদ্ধবিহার, উত্তর পাড়া বৌদ্ধবিহার।
  • লাল গুদাম (পর্তুগীজ আমলে নির্মিত একটি দূর্গ বর্তমানে এর কিছু ধ্বংসাবশেষ রয়েছে।)
  • প্যারাবন
  • চিংড়ি ঘের ও লবণের মাঠ ।

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]
  • খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, চেয়ারম্যান, জেলা পরিষদ, কক্সবাজার। মুক্তিযুদ্ধকালীন সংসদ সদস্য (সদর-মহেশখালী আসন)।

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • বর্তমান চেয়ারম্যান: মুজিবুর রহমান

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কক্সবাজার সদর উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - চৌফলদন্ডী ইউনিয়ন - চৌফলদন্ডী ইউনিয়ন"chowfaldandi.coxsbazar.gov.bd। ২৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭ 
  3. "মাধ্যমিকবিদ্যালয় - চৌফলদন্ডী ইউনিয়ন - চৌফলদন্ডী ইউনিয়ন"chowfaldandi.coxsbazar.gov.bd 
  4. "মাদ্রাসা - চৌফলদন্ডী ইউনিয়ন - চৌফলদন্ডী ইউনিয়ন"chowfaldandi.coxsbazar.gov.bd 
  5. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - চৌফলদন্ডী ইউনিয়ন - চৌফলদন্ডী ইউনিয়ন"chowfaldandi.coxsbazar.gov.bd 
  6. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41207&union=10[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "খাল ও নদী - চৌফলদন্ডী ইউনিয়ন - চৌফলদন্ডী ইউনিয়ন"chowfaldandi.coxsbazar.gov.bd। ২৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭ 
  8. "হাট বাজারের তালিকা - চৌফলদন্ডী ইউনিয়ন - চৌফলদন্ডী ইউনিয়ন"chowfaldandi.coxsbazar.gov.bd 
  9. "দর্শনীয়স্থান - চৌফলদন্ডী ইউনিয়ন - চৌফলদন্ডী ইউনিয়ন"chowfaldandi.coxsbazar.gov.bd। ২৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]