কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
| কক্সবাজার স্টেডিয়াম, কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম, শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার | |
| অবস্থান | লাবনী সমুদ্র সৈকত, কক্সবাজার |
|---|---|
| দেশ | বাংলাদেশ |
| প্রতিষ্ঠা | ২০১৩ |
| ধারণক্ষমতা | ৭৮০০ |
| স্বত্ত্বাধিকারী | বাংলাদেশ ক্রিকেট বোর্ড |
| পরিচালক | বিসিবি |
| ভাড়াটে | বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল |
কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেটি শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নামেও পরিচিত, পর্যটকের শহর কক্সবাজারে একটি স্টেডিয়াম। স্টেডিয়ামটি কক্সবাজার সদর উপজেলাধীন ঝিলংজা মৌজায় অবস্থিত।[১][২] এই স্টেডিয়ামটি ২০১৪ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০-র সংক্ষিপ্ত ভেন্যুর তালিকা ছিল। তবে যথাযথ সময়ে নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় এখানে কোন ম্যাচ আয়োজন করা হয়নি। কক্সবাজারে এটাই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু। ৩ সেপ্টেম্বর, ২০১৩ তে স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করা হয়। প্রায় সাত হাজার ৮০০ দর্শক ধারণক্ষম হবে স্টেডিয়ামটি। প্রয়াত শেখ কামালের নামে স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।[৩] সৈকতের লাবণী পয়েন্টে পর্যটন করপোরেশনের গলফ মাঠে ৫১ একর জমিতে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটি নির্মাণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।২৩ ফেব্রুয়ারি ২০১৪ স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়।[৪]
অন্যান্য ব্যবহার
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "১৯৫টি স্টেডিয়াম-স্থাপনার নাম পরিবর্তন"। Bangla Tribune। ২৮ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫।
- ↑ "কক্সবাজার জেলা"। কক্সবাজার জেলা। ৩০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯।
- ↑ "কক্সবাজার স্টেডিয়ামের জন্য আরও সময় চাইবে বিসিবি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯।
- 1 2 "শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন আজ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯।
- ↑ "বদলে গেল ১৯৫টি স্টেডিয়াম-স্থাপনার নাম"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫।