মাধবপুর উপজেলা
মাধবপুর | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে মাধবপুর উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৬′৪″ উত্তর ৯১°১৭′৪৭″ পূর্ব / ২৪.১০১১১° উত্তর ৯১.২৯৬৩৯° পূর্বস্থানাঙ্ক: ২৪°৬′৪″ উত্তর ৯১°১৭′৪৭″ পূর্ব / ২৪.১০১১১° উত্তর ৯১.২৯৬৩৯° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | হবিগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ২৯৫ বর্গকিমি (১১৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩,১৯,০১৬ জন[১] |
সাক্ষরতার হার | |
• মোট | ৪০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৩৩০ ![]() |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৩৬ ৭১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
মাধবপুর উপজেলা বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা। সোনাই নদীর তীরে অবস্থিত মাধবপুর উপজেলাটি মুক্তিযুদ্ধের অন্যতম পীঠস্থান; এখানেই স্বাধীনতা যুদ্ধের সাংগঠনিক কাঠামো সম্পর্কিত প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং এর ফলশ্রুতিতে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টর ও ৩টি ব্রিগেড ফোর্সে বিভক্ত করে সূচিত হয় আনুষ্ঠানিক প্রতিরোধ যুদ্ধের।[২][৩]
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা সদর হতে ৪৯ কিলোমিটার দূরত্বে অবস্থিত মাধবপুর উপজেলাটির আয়তন ২৯৫ বর্গ কিলোমিটার;[১] যার উত্তরে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলা, দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে চুনারুঘাট উপজেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে ব্রাহ্মণবাড়ীয়া সদর ও নাসিরনগর উপজেলা অবস্থিত।[৪] মাধবপুর উপজেলার ভৌগোলিক অবস্থান ২৪.১০২৮° উত্তর অক্ষাংশ এবং ৯১.২৯১৭° পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে।[৫] সোনাই ও বোয়ালিয়া - এই উপজেলার প্রধান দুটি নদী।[৬]
ইতিহাস[সম্পাদনা]
১৮০৪ সালে প্রথম মাধবপুর থানা প্রতিষ্ঠিত হয় এবং মাধবপুর থানা থেকে ১৯৮৩ সালের ১ আগস্ট তারিখে উপজেলায় উন্নীত হয়।
নামকরণ[সম্পাদনা]
মুক্তিযুদ্ধে মাধবপুর[সম্পাদনা]
তেলিয়াপাড়ার যুদ্ধ - ৪ এপ্রিল, ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উধ্বতন সেনা কর্মকর্তারা তেলিয়াপাড়ায় ২য় ইষ্ট বেঙ্গলের সদরদপ্তরে সমবেত হন। চা বাগান পরিবেষ্টিত পাহাড়ী এ অঞ্চলে জেনারেল এম এ জি ওসমানী, লে: কর্ণেল আব্দুর রব, লে: কর্ণেল সালাউদ্দিন মোহাম্মদ রেজা, মেজর কাজী নুরুজ্জামান , মেজর খালেদ মোশাররফ, মেজর নুরুল ইসলাম, মেজর শাফায়াত জামিল , মেজর মইনুল হোসাইন চৌধুরীসহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন সেদিন। সেদিনের সভায় চারজন সিনিয়র অফিসারকে যুদ্ধকালীন কর্মক্ষেত্র ভাগ করে দেয়া হয়; সিলেট-বাহ্মণবাড়ীয়া এলাকায় মেজর শফিউল্লা, কুমিল্লা-নোয়াখালী এলাকায় মেজর খালেদ মোশাররফ, চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রাম এলাকায় মেজর জিয়াউর রহমান এবং কুষ্টিয়া-যশোর এলাকায় মেজর আবু ওসমান চৌধুরীকে যুদ্ধ পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করা হয়। এই সভাতেই মুক্তিবাহিনী সাংগঠনিক ভাবে পরিপুষ্ট হয়ে উঠে এবং জেনারেল এম এ জি ওসমানীর নেতৃত্ব গ্রহণ করা হয়।
ভৌগোলিক উপাত্ত[সম্পাদনা]
ভূপ্রকৃতি[সম্পাদনা]
মৃত্তিকা[সম্পাদনা]
নদ-নদী[সম্পাদনা]
মাধবপুর উপজেলাটি সোনাই নদীর তীরে অবস্থিত। এছাড়াও রয়েছে খাসটি নদী, বোয়ালিয়া নদী।
সাংষ্কৃতিক বৈশিষ্ঠ্য[সম্পাদনা]
উরিস্সাা,দেসুয়ালি, বিহারি,ভুজপুরি
উৎসব[সম্পাদনা]
খেলাধুলা[সম্পাদনা]
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
মাধবপুর উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম মাধবপুর থানার আওতাধীন।[৭]
- ১নং ধর্মঘর
- ২নং চৌমুহনী
- ৩নং বহরা
- ৪নং আদাঐর
- ৫নং আন্দিউড়া
- ৬নং শাহজাহানপুর
- ৭নং জগদীশপুর
- ৮নং বুল্লা
- ৯নং নোয়াপাড়া
- ১০নং ছাতিয়াইন
- ১১নং বাঘাসুরা
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারী অনুসারে এই উপজেলায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৫৬% এবং মোট জনসংখ্যা ৩,১৯,০১৬ জন (প্রায়); যার মধ্যে ১,৫৫,৮৮২ জন পুরুষ এবং ১,৬৩,১৩৪ জন নারী।[১] এখানে প্রতি বর্গ কিলোমিটারে ১,০৮৪ জন লোকের বাস; যারা মোট ৬২,৩০০ টি খানাতে বসবাস করেন।[৮] মাধবপুরে মোট ভোটার সংখ্যা ১,৮৭,২৫৫ জন; যার মধ্যে ৯২,৬৫৯ জন পুরুষ এবং ৯৪,৫৯৬ জন মহিলা ভোটার।
- ধর্ম
এখানে ইসলাম ও হিন্দু ধর্মের মানুষ বসবাস করে। এছাড়াও এখানে রয়েছে চা-জনগোষ্ঠী ও বাউল সম্প্রদায়।
স্বাস্থ্য[সম্পাদনা]
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স - ১টি (৫০ শয্যা বিশিষ্ট);
- উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র - ১৬টি।
শিক্ষা[সম্পাদনা]
এখানে শিক্ষার গড় হার ৪০%; পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৪২% এবং মহিলাদের মধ্যে ৩৮%। এখানে রয়েছেঃ
- সরকারি প্রাথমিক বিদ্যালয় - ১৪৬টি,
- জুনিয়র উচ্চ বিদ্যালয় - ২টি,
- উচ্চ বিদ্যালয় - ২২টি (সহশিক্ষা - ১৮, বালিকা - ৩, বালক - ১),
- মাদ্রাসা - ৫টি (দাখিল - ৪, আলিম - ১)
- কলেজ - ৭টি (স্কুল এন্ড কলেজ -৪, সহপাঠ - ৩)।
কৃষি[সম্পাদনা]
অর্থনীতি[সম্পাদনা]
- শিল্প-প্রতিষ্ঠান
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
- সড়কপথ
- রেলপথ
- মোট রেলপথ -
- রেল স্টেশন - ৩টি।
- নৌপথ
- নদী বন্দর - ২টি।
কৃতী ব্যক্তিত্ব[সম্পাদনা]
- আহমদ আবদুল কাদের –– ইসলামি চিন্তাবিদ ও রাজনীতিবিদ, খেলাফত মজলিসের মহাসচিব (জ. ১৯৫৫)
- মৌলানা আসাদ আলী - রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক;[২]
- ড: মোহাম্মদ ফরাসউদ্দিন (জন্মঃ ১৮ এপ্রিল ১৯৪২) - বাংলাদেশ ব্যাংকের সপ্তম গভর্ণর;
- অধ্যাপক ডাঃ শাহনেওয়াজ চৌধুরী - চিকিৎসক, রাজনীতিবিদ;
- মাহবুব আলী - বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী
দর্শনীয় স্থান ও স্থাপনা[সম্পাদনা]
- সুরমা চা বাগান - তেলিয়াপাড়া;[২]
- মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধ - তেলিয়াপাড়া;[২]
- বাঘাসুরা রাজবাড়ী - বাঘাসুরা;
- শাহ সোলেমান ফতেহগাজী-এর মাজার - শাহজীবাজার;
- ফ্রুটস ভ্যালী - শাহজীবাজার;
- শাহজীবাজার তাপ বিদ্যুৎ উত্পাদন কেন্দ্র - শাহজীবাজার।
- আদাঐর জমিদার বাড়ি
বিবিধ[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (জুন ২০১৪)। "এক নজরে মাধবপুর"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি ও বেসিস। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ "যেখানে রণাঙ্গনকে ভাগ করা হয় ১১ সেক্টরে"। দৈনিক মানবজমিন। ৪ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৫।
- ↑ "তেলিয়াপাড়া দিবস আজ"। দৈনিক যায়যায়দিন। ৪ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৫।
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "মানচিত্রে মাধবপুর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৮ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৫।
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "ভৌগলিক পরিচিতি"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৮ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৫।
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "নদ-নদী"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৮ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৫।
- ↑ "ইউনিয়নসমূহ - মাধবপুর উপজেলা"। madhabpur.habiganj.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২০।
- ↑ "Area, Households, Population, Density by Residence and Community" (PDF)। Bangladesh Bureau of Statistics (BBS), Government of the People's Republic of Bangladesh। সংগ্রহের তারিখ ২০১৫-১১-২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিভ্রমণে মাধবপুর উপজেলা সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে। |
- বাংলাপিডিয়ায় মাধবপুর উপজেলা
- মাধবপুর উপজেলা - জাতীয় তথ্য বাতায়ন।
![]() |
সিলেট বিভাগ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |