জামালগঞ্জ উপজেলা
জামালগঞ্জ | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে জামালগঞ্জ উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫৯′০″ উত্তর ৯১°১৪′০″ পূর্ব / ২৪.৯৮৩৩৩° উত্তর ৯১.২৩৩৩৩° পূর্বস্থানাঙ্ক: ২৪°৫৯′০″ উত্তর ৯১°১৪′০″ পূর্ব / ২৪.৯৮৩৩৩° উত্তর ৯১.২৩৩৩৩° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সুনামগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ৩৩৮.৭৪ কিমি২ (১৩০.৭৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৩৮,৯৮৫ |
• জনঘনত্ব | ৪১০/কিমি২ (১১০০/বর্গমাইল) |
স্বাক্ষরতার হার | |
• মোট | ২৯.৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩০০০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
জামালগঞ্জ বাংলাদেশের সুনামগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
পরিচ্ছেদসমূহ
অবস্থান[সম্পাদনা]
জামালগঞ্জ উপজেলার উত্তরে তাহিরপুর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলা, দক্ষিণে খালিয়াজুড়ি উপজেলা ও দিরাই উপজেলা, পূর্বে সুনামগঞ্জ সদর উপজেলা এবং পশ্চিমে মোহনগঞ্জ ও ধর্মপাশা উপজেলা।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
ইতিহাস[সম্পাদনা]
জামালগঞ্জ-এর নামকরণে ভাটীপাড়ার বয়োবৃদ্ধ জমিদার মরহুম এখলাছুর রহমান চৌধুরীর মতামত প্রণিধানযোগ্য। ১৯৬৪ সালে জনাব এখলাছুর রহমান চৌধুরীর দেয়া তথ্য থেকে জানা যায় যে, তাঁদের বংশের পূর্ব পুরুষগণের মধ্যে জামাল ফারুকী নামে একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। তাঁকে স্মরণীয় করে রাখার জন্য ভাটীপাড়া এস্টেট কর্তৃক নতুন ক্রয়কৃত দুটি তালুকের নামকরণ করা হয় জামালগড় ও জামালপুর। অতঃপর সাচনা বাজারের সঙ্গে নদীর পশ্চিমপাড়ে প্রতিযোগিতামূলক একটি নতুন বাজার প্রতিষ্ঠিত হলে এর নামকরণ করা হয় জামালগঞ্জ। “জামাল”-আরবী শব্দ-এর অর্থ মনোরম বা সুন্দর এবং “গঞ্জ”শব্দের অর্থ বাজার বা যেখানে ক্রয়-বিক্রয় করা হয়। আবার “গঞ্জ”অর্থ শহরও বোঝায়। সে বিচারে জামালগঞ্জ হচ্ছে সুন্দর বা মনোরম শহর।[২]
আয়তন[সম্পাদনা]
বর্তমানে আয়তন ৩৩৮.৭৪ বর্গকিঃমিঃ।
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
শিক্ষা প্রতিষ্টান[সম্পাদনা]
অর্থনীতি[সম্পাদনা]
নদনদী[সম্পাদনা]
জামালগঞ্জ উপজেলায় আছে সুরমা নদী
কৃতী ব্যক্তিত্ব[সম্পাদনা]
এই এলাকার কৃতী ব্যক্তিদের মধ্যে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম গোলাম কিবরিয়া এবং সংগীত শিল্পী হিমাদ্রি শেখর রায় অন্যতম। এছাড়া মাদারী শাহ ছিলেন এই এলাকার একজন আধ্যাত্ত্বিক সূফি সাধক।
বিবিধ[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে বিশ্বম্ভরপুর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ জুলাই, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ জেলা তথ্য বাতায়ন
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |