সিলেট সদর উপজেলা
সিলেট সদর | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে সিলেট সদর উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°৫৩′৩০″ উত্তর ৯১°৫৩′০″ পূর্ব / ২৪.৮৯১৬৭° উত্তর ৯১.৮৮৩৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
সিলেট-১ | ১ |
আয়তন | |
• মোট | ৩০১.৮১ বর্গকিমি (১১৬.৫৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৩,৪৯,২৬৬ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩১০০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৬২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
সিলেট সদর বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত একটি উপজেলা।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]সিলেট সদর উপজেলা ২৪°৪৩´ উত্তর অক্ষাংশ হতে ২৪°৭৭´ উত্তর অক্ষাংশের এবং ৯১°৪০´ পূর্ব দ্রাঘিমা হতে ৯১°০১´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই উপজেলার উত্তরে কোম্পানীগঞ্জ উপজেলা, গোয়াইনঘাট উপজেলা, ও জৈন্তাপুর উপজেলা; দক্ষিণে ফেঞ্চুগঞ্জ উপজেলা ও বালাগঞ্জ উপজেলা, পূর্বে জৈন্তাপুর উপজেলা ও গোলাপগঞ্জ উপজেলা, পশ্চিমে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা ও বিশ্বনাথ উপজেলা।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]সিলেট সিটি কর্পোরেশনের ৪২ টি ওয়ার্ড ছাড়াও সিলেট সদর উপজেলায় বর্তমানে ৮টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম মোট ৫টি মেট্রোপলিটন থানার আওতাধীন।
ক্রম নং | মেট্রোপলিটন থানা | আওতাধীন এলাকা |
---|---|---|
০১ | কোতোয়ালী | ওয়ার্ড (৩০ টি): ১নং, ২নং, ৩নং, ৪নং, ৫নং, ৬ নং ৭নং ৮নং , নং ৯নং, ১০নং, ১১নং, ১২নং, ১৩নং, ১৪নং, ১৫নং, ১৬নং, ১৭নং, ১৮নং, ১৯ নং ২০ নং ২১নং ২২নং, ২৩নং ২৪ নং ৩১নং ৩২ নং ৩৩ নং ৩৪নং ৩৫ নং ৩৬ নং |
০২ | জালালাবাদ | ইউনিয়ন (৪টি): ১নং জালালাবাদ, ২নং হাটখোলা, ৭নং মোগলগাঁও এবং ৮নং কান্দিগাঁও |
০৩ | বিমানবন্দর | ওয়ার্ড (৩টি): ৬নং, ৭নং এবং ৮নং |
ইউনিয়ন (২টি): ৩নং খাদিমনগর এবং ৬নং টুকের বাজার | ||
০৪ | শাহপরাণ | ওয়ার্ড (১০টি) : ১৯নং, ২০নং, ২১নং এবং ২৪নং ৩১ নং ৩২নং ৩৩ নং ৩৪ নং ৩৫ নং ও ৩৬নং |
ইউনিয়ন (২টি): ৪নং খাদিমপাড়া এবং ৫নং টুলটিকর | ||
০৫ | দক্ষিণ সুরমা | ওয়ার্ড (২টি): ২৫নং এবং ২৭নং |
ইতিহাস
[সম্পাদনা]ঐতিহ্য
[সম্পাদনা]এখানে দেশের সমস্ত জাতীয় দিবস এবং উৎসব আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়। ধর্মীয় গুরুত্বপূর্ণ দিনগুলো ও যথাযথ গাম্ভীর্যের সাথে পালন করা হয়। হযরত শাহ জালাল এর মাজার জিয়ারত এখানে অবস্থিত।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]জনসংখ্যা ৩,৪৯,২৬৬ জন। এর মধ্যে পুরুষ ১,৮০,৪৩৫ জন এবং মহিলা ১,৬৮,৮৩১ জন।
শিক্ষা
[সম্পাদনা]শহরাঞ্চলে শিক্ষার হার ৬৬.৯%। গড় শিক্ষার হার পুরুষ ৫০.৬ %, মহিলা ৪৪.০%। সিলেট বিভাগের উচ্চ শিক্ষার সমস্ত প্রতিষ্ঠান এখানে অবস্থিত। বাংলাদেশের প্রথম সারির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত।[২] এছাড়াও রয়েছে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ,[৩] এবং কৃষি শিক্ষার জন্য বিশেষায়িত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
আরও আছে সিলেট গভর্নমেন্ট কলেজ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ,[৪] মুরারিচাঁদ কলেজ,[৫], ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজি, সিলেট সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট। উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য রয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, মদনমোহন কলেজ, স্টেট কলেজ,ওমেন্স কলেজ সিলেট, গভর্নমেন্ট কলেজ সিলেট এবং সিলেট ল কলেজ। এছাড়াও রয়েছে ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় - লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি।
এখানে কিছু বেসরকারি মেডিকেল কলেজ ও রয়েছে, যাদের নাম- জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ এবং পার্কভিউ মেডিকেল কলেজ।[৬]
অর্থনীতি
[সম্পাদনা]উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- জেনারেল আতাউল গণি ওসমানি- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
- হুমায়ূন রশীদ চৌধুরী- সাবেক স্পিকার
- সাইফুর রহমান-সাবেক অর্থমন্ত্রী
- আবুল মাল আবদুল মুহিত- সাবেক অর্থমন্ত্রী
- আবুল কালাম আব্দুল মোমেন -পররাষ্ট্রমন্ত্রী
- ডা.শাহলা খাতুন -জাতীয় অধ্যাপক
বিবিধ
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে সিলেট সদর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Shahjalal University of Science and Technology ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ ডিসেম্বর ২০০৯ তারিখে Varsity Admission. Retrieved on 25 May 2009.
- ↑ MAG Osmani Medical College Retrieved on 25 May 2009.
- ↑ Sylhet Engineering College The Daily Star. 9 November 2008. Retrieved on 25 May 2009.
- ↑ Mohammad Shafiqul Islam (25 March 2007) Inter University Debate Competition: Metropolitan University Team Champion The Daily Star. Retrieved on 25 May 2009.
- ↑ Jalalabad Ragib-Rabeya Medical College and Hospital
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |