রাণীগাঁও ইউনিয়ন
রাণীগাঁও | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে রাণীগাঁও ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১১′৩৩.০০০″ উত্তর ৯১°৩৫′৪৩.০০১″ পূর্ব / ২৪.১৯২৫০০০০° উত্তর ৯১.৫৯৫২৭৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | হবিগঞ্জ জেলা |
উপজেলা | চুনারুঘাট উপজেলা ![]() |
স্থাপিত | ১৯৯৯ |
সরকার | |
• ইউপি চেয়ারম্যান | মোঃ আবু ছালেহ শফিকুর রহমান |
আয়তন | |
• মোট | ৬,৪৭৯ হেক্টর (১৬,০১১ একর) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩১,৯১৪ |
• জনঘনত্ব | ৪৯০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৩৬ ২৬ ৬৬ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
রাণীগাঁও ইউনিয়ন বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা।
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
এই ইউনিয়নের আয়তন ৫৬.৭০ বর্গ কি.মি.। এখানকার প্রধান নদীর নাম করাঙ্গী নদী।
ইতিহাস[সম্পাদনা]
প্রশাসনিক বিন্যাস[সম্পাদনা]
৫ টি মৌজা নিয়ে গঠিত এই ইউনিয়টিতে গ্রামের সংখ্যা ৪৩ টিঃ[১]
- মৌজা -
- গ্রাম - পীরেরগাও, গাভীগাও, চাটপাড়া, বিরামপুর, গাজীগঞ্জ, আবদুল্লাপুর,পারকুল, বরজুষ, মিরাশী, কালেঙ্গা, আছিপুর, আতিকপুর, পাচগাতিয়া, পাচারগাও, তেলিমারা, হরিনমারা, হাজিপুর, বিশ্রাবন, ফরিদপুর, হাকাজুড়া, মনিপুর, তারাশুল, জীবধরছড়া, শাহাপুর, কালিকাপুর, ইসলামপুর, কাউয়াতিতা, আব্দুর রহিমপুর, হরিশংকরপুর, রাণীগাও, রাজাকুনা, তাহেরপুর, বরইউড়া, বাগুলা, হবিবউল্লা, আঠালিয়া, নাছিমাবাদ, কমলপুর এবং তাহিরপুর।
বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্যগণ শপথ গ্রহণ করে ২০১১ সালের ১২ আগস্ট তারিখে এবং প্রথম সভায় মিলিত হয় ঐ একই বছর ২৫ আগস্ট তারিখে; ফলে এর মেয়াদ উর্ত্তীন হবে ২০১৬ সালের ২৭ জুলাই তারিখ।
জনসংখ্যা উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এই ইউনিয়নের লোক সংখ্যা ৪১২২৬ জন (প্রায়)।[১]
শিক্ষা[সম্পাদনা]
এখানকার শিক্ষার হার ৫৩ %। এখানে মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা নিম্নরূপ:[১]
- সরকারী প্রাথমিক বিদ্যালয় - ১২টি,
- বে-সরকারী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় - ১৪টি,
- উচ্চ বিদ্যালয় - ১টি,
- মাদ্রাসা - ২টি।
অন্যান্য স্থাপনা[সম্পাদনা]
কৃষি[সম্পাদনা]
অর্থনীতি[সম্পাদনা]
- হাট/বাজার সংখ্যা - ৬টি।
কৃতি ব্যক্তিত্ত্ব[সম্পাদনা]
- হেমাঙ্গ বিশ্বাস - প্রখ্যাত সঙ্গীতাজ্ঞ।
বিবিধ[সম্পাদনা]
- ঐতিহাসিক / পর্যটন স্থান - গ্রীণল্যাণ্ড পার্ক,সাতছড়ি জাতীয় উদ্যান,খোয়াই নদীর পাড়, পারকুল চা বাগান, রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
- রাণীগাঁও ইউনিয়ন - জাতীয় তথ্য বাতায়ন।