কাচালং সরকারি কলেজ
অবয়ব
(কাচালং ডিগ্রী কলেজ থেকে পুনর্নির্দেশিত)
![]() | এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
প্রাক্তন নাম | কাচালং ডিগ্রী কলেজ |
---|---|
ধরন | সরকারি কলেজ |
স্থাপিত | ১৯৮২ |
অবস্থান | , , বাংলাদেশ |
অধিভুক্তি | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম জাতীয় বিশ্ববিদ্যালয় |
কাচালং সরকারি কলেজ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে অবস্থিত একটি সরকারি কলেজ। কাচালং নদীর নামে কলেজটির নামকরণ করা হয়েছে । ১৯৮২ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ সালের ১২ আগস্ট কলেজটিকে জাতীয়করণ করা হয়।
শিক্ষক-শিক্ষিকা
[সম্পাদনা]- দেব প্রসাদ দেওয়ান, অধ্যক্ষ
- মোঃ নজরুল ইসলাম, উপাধ্যক্ষ
পরিচিতি
[সম্পাদনা]রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি এক অপরূপ সৌন্দর্যে ভরা একটি উপজেলা। ১৯৮২ সালে গড়ে ওঠা কাচালং কলেজের সাথে বাঘাইছড়ির রয়েছে নিবিড় সম্পর্ক। অনেক বছর ধরে এই প্রতিষ্ঠানটির মাধ্যমে অনেক ছাত্র অালো ছড়িয়েছে এ বাঘাইছড়ি সহ সারা দেশজুড়ে। দেশের অতন্দ্র সীমান্ত প্রহরী বিজিবি ব্যাটালিয়নের পরই চোখে পড়ে সুনিবিড় পরিবেশে প্রতিষ্ঠিত হওয়া কাচালং সরকারি কলেজ। অার পাশে রয়েছে বিজিবি কর্তৃক পরিচালিত অপরূপ সৌন্দযের এই এগত্তর পার্ক। সবকিছু মিলে এক মনোরম পরিবেশের সাথে নিবিড় সর্ম্পকের সাথে মিশে আছে কলেজটি।