বাঘাইছড়ি ইউনিয়ন
বাঘাইছড়ি | |
---|---|
ইউনিয়ন | |
৩২নং বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বাঘাইছড়ি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৯′১৬″ উত্তর ৯২°১৫′৫৯″ পূর্ব / ২৩.১৫৪৪৪° উত্তর ৯২.২৬৬৩৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | রাঙ্গামাটি জেলা |
উপজেলা | বাঘাইছড়ি উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | সুনিল বিহারী চাকমা |
আয়তন | |
• মোট | ২৩.৩১ বর্গকিমি (৯.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১০,৯৬৫ |
• জনঘনত্ব | ৪৭০/বর্গকিমি (১,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪১.৫৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৫৯০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বাঘাইছড়ি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]বাঘাইছড়ি ইউনিয়নের আয়তন ৫৭৬০ একর (২৩.৩১ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ৯,৮২৬জন। এর মধ্যে ৮,১৭৬জন বৌদ্ধ, ১,৬২১জন মুসলিম, ২৩জন হিন্দু, ৩জন খ্রিস্টান ও ৩জন অন্যান্য ধর্মের অনুসারী।[২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বাঘাইছড়ি উপজেলার দক্ষিণাংশে বাঘাইছড়ি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার।[৩] এ ইউনিয়নের উত্তরে মারিশ্যা ইউনিয়ন ও বাঘাইছড়ি পৌরসভা; পশ্চিমে বাঘাইছড়ি পৌরসভা, কাচালং নদী ও খেদারমারা ইউনিয়ন; দক্ষিণে সারোয়াতলী ইউনিয়ন এবং পূর্বে ভারতের মিজোরাম প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]বাঘাইছড়ি ইউনিয়ন বাঘাইছড়ি উপজেলার আওতাধীন ৩২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঘাইছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি শিজক এবং বাঘাইছড়ি এ ২টি মৌজা নিয়ে গঠিত।[৩] এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৪]
- জীবতলী
- ছনহলা আদাম
- নবছড়া
- মধ্যম বাঘাইছড়ি
- তালুকদার পাড়া
- বড় কচুছড়ি
- বাঘাইছড়ি
- ১নং রাবার বাগান
- পূর্ব লাল্যাঘোনা
- বেপারী পাড়া
- সোনামিয়া মাস্টার পাড়া
- বটতলী
- উগলছড়ি
- ২নং রাবার বাগান
- ছোট কচুছড়ি
- নিউ লাল্যাঘোনা
- লম্বাছড়া
- উগলছড়ি মুখ বটতলা
- মোরঘোনাছড়া
- বুঁইয়োছড়া
- এইটগ্যাটে
- পূর্ব গবছড়ি
- বদঙ্গছড়া
- দোসর
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]বাঘাইছড়ি ইউনিয়নের সাক্ষরতার হার ৪১.৫৯%।[১] এ উপজেলায় ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৩]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উগলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কচুছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জীবতলী কে এল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- থকখুলা কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দোসর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নিউ লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্যম উগলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোরঘোনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লম্বাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শিশক দোসর সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]বাঘাইছড়ি উপজেলা সদর থেকে বাঘাইছড়ি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক বাঘাইছড়ি-বরকল সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম অটোরিক্সা ও মোটর সাইকেল।
খাল ও নদী
[সম্পাদনা]বাঘাইছড়ি ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে কাচালং নদী। এছাড়া রয়েছে শিজক খাল, বাঘাইছড়ি খাল, উগলছড়ি খাল, গবছড়ি খাল এবং কচুছড়ি খাল।[৮]
হাট-বাজার
[সম্পাদনা]বাঘাইছড়ি ইউনিয়নের প্রধান হাট-বাজার হল দোসর বাজার।[৯]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- কাচালং আর্য্যপুর ধর্মোজ্জ্বল বন বিহার[১০]
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: সুনিল বিহারী চাকমা[১১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "বাঘাইছড়ি উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ ক খ গ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;rangamati.gov.bd
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যা"। baghaichariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "উচ্চ মাধ্যমিক বিদ্যালয়"। baghaichariup.rangamati.gov.bd।
- ↑ "মাদ্রাসা - ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়ন-"। baghaichariup.rangamati.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41407&union=12[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়ন-"। baghaichariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজার - ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়ন-"। baghaichariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দর্শনীয় স্থান - ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়ন-"। baghaichariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চেয়াম্যান এর প্রোফাইল"। baghaichariup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]