বাংলা একাডেমি ফেলোশিপ
বাংলা একাডেমি ফেলোশিপ বিভিন্ন সময়ে বাংলাদেশ ও বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের বাংলা একাডেমি কর্তৃপক্ষ প্রদান করে থাকে। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর সম্মানসূচক এই ফেলোশিপ প্রদান করা হয়। সম্মানসূচক ফেলোশিপপ্রাপ্তদের সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।[১] বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তগণ স্বয়ংক্রিয়ভাবে বাংলা একাডেমি ফেলোশিপ প্রাপ্ত হন। এ পর্যন্ত যারা বাংলা একডেমি ফেলোশিপ পেয়েছেন তাঁরা হলেন:[১]
ফেলোগণ[সম্পাদনা]
- মওলানা মোহাম্মদ আকরম খাঁ
- মুহম্মদ শহীদুল্লাহ্
- গোলাম মোস্তফা
- জসীমউদ্দীন
- বেগম শামসুন নাহার মাহমুদ
- জয়নুল আবেদীন
- খান বাহাদুর আহ্ছানউল্লা
- শেখ রেয়াজউদ্দীন আহমদ
- শেখ হবিবর রহমান
- নুরন্নেছা খাতুন বিদ্যাবিনোদিনী
- মোজাম্মেল হক
- খোদাবক্স সাঁই
- আরজ আলী মাতুব্বর
- মজিবর রহমান বিশ্বাস
- মাহবুব উল আলম চৌধুরী
- মনীন্দ্র নাথ সমাজদার
- শেখ লুৎফর রহমান
- কামালউদ্দিন আহমদ
- সফিউদ্দিন আহমেদ
- কামরুল হাসান
- আবু সাঈদ চৌধুরী
- আবদুল আহাদ
- আজিজুর রহমান মল্লিক
- শাহ ফজলুর রহমান
- আবদুর রাজ্জাক
- মোহাম্মদ ইব্রাহিম
- মুহম্মদ শামসউল হক
- মুহাম্মদ নুরুল হক
- দেওয়ান মোহাম্মদ আজরফ
- আবদুল হক ফরিদী
- মোহাম্মদ নাসিরউদ্দীন
- ফিরোজা বেগম
- কলিম শরাফী
- খান সারওয়ার মুরশিদ
- গাজীউল হক
- এ. এফ. সালাহ্উদ্দীন আহমদ
- বারীণ মজুমদার
- লুৎফর রহমান সরকার
- আব্দুল লতিফ
- নূরজাহান বেগম
- ওয়াহিদুল হক (২০০০)
- রেহমান সোবহান (২০০০)
- কাইয়ুম চৌধুরী (২০০১)
- মোহাম্মদ সাইদুর রহমান (২০০১)
- আবদুল হালিম বয়াতি (২০০১)
- আবদুল মতিন (২০০১)
- তোফায়েল আহমদ (২০০১)
- বেগজাদী মাহমুদা নাসির (২০০২)
- জামাল নজরুল ইসলাম (২০০২)
- মোহাম্মদ ফেরদাউস খান (২০০৩)
- এমাজউদ্দিন আহমেদ (২০০৩)
- ফেরদৌসী রহমান (২০০৩)
- নুরুল ইসলাম (২০০৪)
- ইকবাল মাহমুদ (২০০৪)
- রাহিজা খানম ঝুনু (২০০৪)
- এম শমশের আলী (২০০৫)
- মুশারফ হোসেন খান (২০০৫)
- এম কিউ কে তালুকদার (২০০৫)
- শুদ্ধানন্দ মহাথের (২০০৫)
- উইলিয়াম রেডিস (২০০৫)
- কাজী আজহার আলী (২০০৬)
- কাজী আবদুল ফাত্তাহ (২০০৬)
- এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী (২০০৬)
- জামিলুর রেজা চৌধুরী (২০০৬)
- এম ইন্নাস আলী (২০০৭)
- আবুল মকসুদ হারুন অর রশীদ (২০০৭)
- মোজাফফর আহমদ (২০০৭)
- হাশেম খান (২০০৭)
- সোহরাব হোসেন (২০০৭)
- নূরউদ্দিন আহমেদ (২০০৭)
- কামরুল ইসলাম সিদ্দিক (২০০৭)
- মুশাররফ হোসেন (২০০৮)
- সুধীন দাশ (২০০৮)
- অজয় রায় (২০০৮)
- সিরাজুল ইসলাম চৌধুরী (২০০৮)
- সোহরাবউদ্দিন আহমদ (২০০৮)
- নজরুল ইসলাম (২০০৮)
- রফিকুন নবী (২০০৮)
- অমলেশ চন্দ্র মণ্ডল (২০০৮)
- নূরুল ইসলাম কাব্যবিনোদ (২০০৯)
- আমানুল হক (২০০৯)
- ইমদাদ হোসেন (২০০৯)
- রওশন আরা বাচ্চু (২০০৯)
- এ বি এম মূসা (২০০৯)
- আতাউস সামাদ (২০০৯)
- আবুল মাল আবদুল মুহিত (২০০৯)
- এম আমীর-উল ইসলাম (২০০৯)
- মাহবুবুর রহমান (২০০৯)
- আবদুল লতিফ মিয়া (২০০৯)
- আকবর আলি খান (২০০৯)
- ফেরদৌসী মজুমদার (২০০৯)
- বিবি রাসেল (২০০৯)
- হাবিবুল্লাহ পাঠান (২০০৯)
- আবদুস সামাদ মণ্ডল (২০০৯)
- কাজুও আজুমা (২০০৯)
- ক্লিনটন বুথ সিলি (২০০৯)
- আতিকুল হক চৌধুরী (২০১০)
- এবিএম হোসেন (২০১০)
- কামাল লোহানী (২০১০)
- জামিল চৌধুরী (২০১০)
- ইনামুল হক (২০১০)
- শাহনারা হোসেন (২০১০)
- মুস্তাফা জামান আব্বাসী (২০১০)
- রশীদ তালুকদার (২০১০)
- রামেন্দু মজুমদার (২০১০)
- লায়লা হাসান (২০১০)
- ফরিদা পারভীন (২০১০)
- অমর্ত্য সেন (২০১১)
- শেখ হাসিনা (২০১১)[২]
- আব্দুর রউফ (২০১১)
- শেখ হাফিজুর রহমান (২০১১)
- তোফাজ্জল হোসেন (২০১১)
- মুস্তফা মনোয়ার (২০১১)
- খোন্দকার ইব্রাহিম খালেদ (২০১১)
- মীজানূর রহমান শেলী (২০১১)
- সুলতানা কামাল (২০১১)
- মাহবুবে আলম (২০১১)
- সোনিয়া নিশাত আমিন (২০১১)
- সাইদুর রহমান বয়াতি (২০১১)
- নুরুল ইসলাম (২০১১)
- তাফাজ্জাল ইসলাম (২০১২)
- মহিউদ্দীন খান আলমগীর (২০১২)
- মহিউদ্দিন আহমেদ (২০১২)
- রুনা লায়লা (২০১২)
- মোহাম্মদ সাইদুজ্জামান (২০১২)
- মুর্তজা বশীর (২০১২)
- রামকানাই দাশ (২০১২)
- প্রাণ গোপাল দত্ত (২০১২)
- আতিউর রহমান (২০১২)
- সাবিনা ইয়াসমিন (২০১২)
- সৈয়দ হাসান ইমাম (২০১৩)
- মোনায়েম সরকার (২০১৩)
- ফকির আলমগীর (২০১৩)
- এ.টি.এম. শামসুল হুদা (২০১৩)
- ফেরদৌসী প্রিয়ভাষিণী (২০১৩)
- শাহাদাত হোসেন খান (২০১৩)
- নাসির উদ্দীন ইউসুফ (২০১৩)
- আবুল হাসনাত (২০১৩)
- পার্থ প্রতিম মজুমদার (২০১৪)
- আতাউর রহমান (২০১৪)
- মোহাম্মদ জমির (২০১৪)
- এ. বি. এম. খায়রুল হক (২০১৪)
- আবদুল মান্নান চৌধুরী (২০১৪)
- শিমূল ইউসুফ (২০১৪)
- ফাতেমা তুজ জোহরা (২০১৪)
- ফজলে হাসান আবেদ (২০১৫)
- মোহাম্মদ ফরাসউদ্দিন (২০১৫)
- অনুপম সেন (২০১৫)
- আবেদ খান (২০১৫)
- আবু মোহাম্মদ স্বপন আদনান (২০১৫)
- মাহফুজ আনাম (২০১৫)
- পাপিয়া সারোয়ার (২০১৫)
- তোয়াব খান (২০১৬)
- আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন (২০১৬)
- আবুল কালাম আজাদ চৌধুরী (২০১৬)
- রফিক-উল হক (২০১৬)
- রথীন্দ্রনাথ রায় (২০১৬)
- শাইখ সিরাজ (২০১৬)
- মুশতারী শফী (২০১৬)
- ইকবাল বাহার চৌধুরী (২০১৭)[৩]
- প্রতিভা মুৎসুদ্দি (২০১৭)
- এ বি এম আব্দুল্লাহ (২০১৭)
- আইনুন নিশাত (২০১৭)
- নুরুন নবী (২০১৭)
- আবু হাসান শাহরিয়ার (২০১৭)
- দুলাল তালুকদার (২০১৭)
- আমিনুল ইসলাম ভুঁইয়া (২০১৮)[৪]
- মনিরুল ইসলাম (২০১৮)
- মঞ্জুলিকা চাকমা (২০১৮)
- এস এম মহসীন (২০১৮)
- সামন্ত লাল সেন (২০১৮)
- রওশন আরা মুস্তাফিজ (২০১৮)
- পলান সরকার (২০১৮)
- সৈয়দ আনোয়ার হোসেন (২০১৯)[৫]
- শেখ মুহাম্মদ শহীদুল্লাহ (২০১৯)
- আব্দুল মালিক (২০১৯)
- কুমুদিনী হাজং (২০১৯)
- কাঙ্গালিনী সুফিয়া (২০১৯)
- আলী যাকের (২০১৯)
- আসাদুজ্জামান নূর (২০১৯)
- সারওয়ার আলী (২০২০)[৬]
- নুরুল ইসলাম নাহিদ (২০২০)
- নুহ-উল-আলম লেনিন (২০২০)
- একে আজাদ খান (২০২০)
- লিয়াকত আলী লাকী (২০২০)
- জুয়েল আইচ (২০২০)
- মনজুরুল আহসান বুলবুল (২০২০)
- বেগম মতিয়া চৌধুরী (২০২১)[৭]
- আজিজুর রহমান আজিজ (২০২১)
- ভেলরি টেইলর (২০২১)
- আজিজুল ইসলাম (২০২১)
- শেখ সাদী খান (২০২১)
- ম হামিদ (২০২১)
- গোলাম কুদ্দুছ (২০২১)
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ"। বাংলা একাডেমি। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "অমর্ত্য সেনকে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ - ডয়চে ভেলে, সংগ্রহ: ৩১ ডিসেম্বর, ২০১১ইং"। ৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ "বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ পেলেন যারা"। যুগান্তর। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "বাংলা একাডেমি ফেলোশিপ ও পুরস্কার পেলেন ১১ বিশিষ্টজন"। চ্যানেল আই। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ পেলেন সাত গুণী"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "৭ বিশিষ্ট ব্যক্তি পেলেন বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ"। যুগান্তর। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২১।
- ↑ "বাংলা একাডেমি পরিচালিত পুরস্কার ও ফেলোশিপ পেলেন যারা"। সমকাল। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২১।