মুহাম্মদ হাবিবুল্লা পাঠান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(হাবিবুল্লাহ পাঠান থেকে পুনর্নির্দেশিত)
হাবিবুল্লা পাঠান
জন্ম (1939-02-07) ৭ ফেব্রুয়ারি ১৯৩৯ (বয়স ৮৫)
জাতীয়তাবাংলাদেশি
পেশাপ্রত্ন সংগ্রাহক ও গবেষক
পুরস্কারবাংলা একাডেমি ফেলো (২০০৯)
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২১)

হাবিবুল্লা পাঠান (জন্ম ৭ ফেব্রুয়ারি ১৯৩৯) একজন বাংলাদেশি প্রত্ন সংগ্রাহক ও গবেষক। প্রত্নতত্ত্বে বিশেষ অবদানের জন্য ২০০৯ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। ফোকলোর গবেষণায় অবদানের জন্য ২০২১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।[১][২][৩]

জীবনী[সম্পাদনা]

হাবিবুল্লা পাঠান ১৯৩৯ সালের ৭ ফেব্রুয়ারি নরসিংদী জেলার বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন।[৪] তার পিতার নাম হানিফ পাঠান ও মাতা মেহেরুন্নেসা। হানিফ পাঠান ছিলেন একজন লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষক। বাংলাদেশের প্রাচীন দুর্গনগরী ও প্রত্নতাত্ত্বিক স্থান উয়ারী-বটেশ্বরকে জনসমক্ষে তুলে ধরার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক প্রবাদ সংগ্রহ ও মূল্যায়ন করেছেন।[৫] পিতার হাত ধরে হাবিবুল্লাহ প্রত্ন সংগ্রাহক ও গবেষণায় আগ্রহী হয়ে উঠেন। ১৯৫৫ সালে অষ্টম শ্রেণীতে পড়াবস্থায় তিনি পিতার সাথে উয়ারী-বটেশ্বর প্রত্নস্থলের গবেষণায় সাহায্য করা শুরু করেন। তাদের প্রচেষ্টায় ১৯৬৬ সালে প্রথম এ অঞ্চলে প্রত্নতাত্ত্বিক জরিপ করা হয় এবং এরই প্রেক্ষিতে ২০০০ সালে উয়ারী-বটেশ্বর খননেন কাজ শুরু হয়।[৬]

হানিফ ‘বটেশ্বর প্রত্ন সংগ্রহশালা ও গ্রন্থাগার’ নামে একটি জাদুঘর প্রতিষ্ঠা করেন। ১৯৮৯ সালে হানিফের মৃত্যুর পর থেকে হাবিবুল্লাহ ব্যক্তিগত উদ্যোগে জাদুঘরটি পরিচালনা করছেন। জাদুঘরে তিন হাজার বছরের বিভিন্ন সরঞ্জাম ছাড়াও এ অঞ্চলে প্রাপ্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এছাড়াও রয়েছে দুষ্প্রাপ্য বই, ঐতিহাসিক সাময়িকী ও স্মারক।[৬]

গ্রন্থ[সম্পাদনা]

সুফী মোস্তাফিজুর রহমান ও মুহাম্মদ হাবিবুল্লা পাঠান লিখিত উয়ারী-বটেশ্বর: শেকড়ের সন্ধানে নামক গবেষণাগ্রন্থ বইটি ২০১৩ প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার লাভ করে।[৭][৮]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন"দ্য ডেইলি স্টার। ২৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২১ 
  2. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ জন"দৈনিক ইত্তেফাক। ২৫ জানুয়ারি ২০২১। ৫ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২১ 
  3. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার"বাংলা একাডেমি ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২১ 
  4. মুহাম্মদ হাবিবুল্লা পাঠান রচিত বাংলা প্রবাদে লোককাহিনী গ্রন্থের লেখক পরিচিত দ্রষ্টব্য
  5. "পাঠান, মুহম্মদ হানিফ"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯ 
  6. "উপমহাদেশের দ্বিতীয় নগর সভ্যতা উয়ারি-বটেশ্বর"ইত্তেফাক। ২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯ 
  7. "বর্ষসেরা বইয়ের পুরস্কার আজ"প্রথম আলো। ২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০ 
  8. প্রতিবেদক, নিজস্ব; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "আইএফআইসি সাহিত্য পুরস্কার পেলেন পাঁচজন"bangla.bdnews24.com। ২০২১-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-৩০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]