এ. এফ. সালাহ্উদ্দীন আহমদ
এ. এফ. সালাহউদ্দীন আহমদ | |
---|---|
![]() | |
জন্ম | |
মৃত্যু | ১৯ অক্টোবর ২০১৪ | (বয়স ৯৪)
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | ![]() |
পেশা | অধ্যাপক, লেখক |
পরিচিতির কারণ | ইতিহাসবেত্তা |
পুরস্কার | একুশে পদক, স্বাধীনতা পুরস্কার (১৯৯৯) |
এ. এফ. সালাহ্উদ্দীন আহমদ (২১ সেপ্টেম্বর ১৯২০ - ১৯ অক্টোবর ২০১৪)[১] ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান উদারবাদী, মুক্তচিন্তক ঐতিহাসিক। পেশাগত জীবনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।[২] তিনি বিশ্বাসে ও আচরণে এক অনুকরণীয় দৃষ্টান্ত এবং মুক্তচিন্তা ও ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। সত্য প্রতিষ্ঠিত করার উদ্যোগে তিনি বিশ্ববিদ্যালয়কে সভ্যতার বীজতলা বলেই জেনেছেন। সাক্ষাৎকার গ্রহণ করে তিনি দেশের অনেক গুণী ব্যক্তির মুখ থেকে ইতিহাসের মূল্যবান উপাদানকে সংগ্রহ করেছেন।[৩]
শিক্ষাজীবন[সম্পাদনা]
সালাহ্উদ্দীন আহমদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে এমএ করেছিলেন। লেখাপড়া করেছিলেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়েও। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছিলেন।[১])
কর্মজীবন[সম্পাদনা]
তিনি ১৯৪৮ সালে জগন্নাথ কলেজের প্রভাষক হিসেবে চাকরি শুরু করেন। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের প্রভাষক, রিডার এবং পরে অধ্যাপক হয়েছিলেন। তিনি ১৯৮৪ সালে অবসর নেবার পূর্বে জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।
প্রকাশিত গ্রন্থ[সম্পাদনা]
- সোশাল আইডিয়াস অ্যান্ড সোশাল চেঞ্জ ইন বেঙ্গল: ১৮১৮-১৮৩৫,
- বেঙ্গলি ন্যাশনালিজম অ্যান্ড দ্য এমারজেন্স অব বাংলাদেশ: অ্যান ইনট্রোডাকটরি আউটলাইন,
- হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ: রিফ্লেকশনস অন সোসাইটি পলিটিক্স অ্যান্ড কালচার অব সাউথ এশিয়া,
- বাঙালির সাধনা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ,
- বরণীয় ব্যক্তিত্ব ও স্বাধীন সুহৃদ,
- উনিশ শতকে বাংলার সমাজ-চিন্তা ও সমাজ বিবর্তন,
- ইতিহাসের সন্ধানে,
- ইতিহাস ঐতিহ্য জাতীয়তাবাদ গণতন্ত্র প্রভৃতি।[১])
পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]
- একুশে পদক (১৯৯১);
- স্বাধীনতা পুরস্কার (১৯৯৯);
- বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োজিত জাতীয় অধ্যাপক (২০১১);
- বাংলা একাডেমী ফেলোশিপ[৪]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "জাতীয় অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদ আর নেই Reports"। প্রথম আলো ডটকম। ১৯ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৪।
- ↑ অনুপ সাদি সম্পাদিত, বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ঢাকা, পৃষ্ঠা-৪৮৮।
- ↑ "সত্য অনুসন্ধানী ইতিহাসবিদ: Reports"। প্রথম আলো ডটকম। সেপ্টেম্বর ২৬, ২০১৪। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৬, ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপপ্রাপ্ত বিশিষ্টজনের তালিকা"। বাংলা একাডেমি। ৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৭।
বহিঃসংযোগ[সম্পাদনা]

- ১৯২৪-এ জন্ম
- ২০১৪-এ মৃত্যু
- বাঙালি মুসলমান
- বাংলাদেশী ইতিহাসবিদ
- বাংলাদেশের জাতীয় অধ্যাপক
- শিক্ষা ও গবেষণায় একুশে পদক বিজয়ী
- শিক্ষায় স্বাধীনতা পুরস্কার বিজয়ী
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক
- বাংলা একাডেমির সম্মানিত ফেলো
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতার প্রাক্তন শিক্ষার্থী
- বাঙালি লেখক