মোনায়েম সরকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোনায়েম সরকার
জন্ম (1945-03-30) ৩০ মার্চ ১৯৪৫ (বয়স ৭৯)
জাতীয়তাবাংলাদেশি
পেশাকলাম লেখক ও গবেষক
পুরস্কারবাংলা একাডেমি ফেলো (২০১৩)

মোনায়েম সরকার (জন্ম ৩০ মার্চ ১৯৪৫) একজন বাংলাদেশি রাজনীতিবিদ, কলাম লেখক ও গবেষক। ২০১৩ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মোনায়েম ১৯৪৫ সালের ৩০ মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের কুমিল্লার দেবীদ্বারের ফতেহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।[২] ১৯৬৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞানে এম.এসসি. ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনেই রাজনীতির সাথে জড়িত হন। এ সময় ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি ও ন্যাপের রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।[২] ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে অংশ নেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

মোনায়েম বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[২]

গ্রন্থ ও গবেষণা[সম্পাদনা]

মোনায়েম রচিত ও সম্পাদিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে:[২]

  • বাংলাদেশে বিপ্লবী গণতন্ত্রীদের উত্থান অনিবার্য (১৯৮৭)
  • বাংলাদেশ ও বঙ্গবন্ধু
  • রক্তমাখা বুক জুড়ে স্বদেশের ছবি (১৯৮২)
  • বাঙালি জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিকাশে ঐক্য অপরিহার্য (১৯৯১)
  • ইতিহাসের আলোকে বাঙালি জাতীয়তার বিকাশ ও বঙ্গবন্ধু (১৯৯২)
  • জাতীয় বিকাশের মূলস্রোত বনাম তৃতীয় ধারা (১৯৯২)
  • গণতন্ত্র প্রতিষ্ঠান বামপন্থীদের করণীয় (১৯৯২)
  • বামপন্থীদের সঙ্কট ও বাংলাদেশের রাজনীতি (১৯৯৩)
  • ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু (১৯৯৪)
  • মৃত্যুঞ্জয়ী মুজিব (১৯৯৫)
  • বাংলাদেশের সংক্ষিপ্ত ইতিহাস (১৯৯৬)
  • জাতীয় চার নেতা স্মারকগ্রন্থ (১৯৯৬)
  • বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাস (যৌথভাবে) (১৯৯৭)
  • স্বাধীনতার রজত জয়ন্তী স্মারকগ্রন্থ (১৯৯৭)
  • শেখ মুজিব একটি লাল গোলাপ (১৯৯৮)
  • বাঙালি বাংলাদেশ বঙ্গবন্ধু (২০০০)
  • বহতা নদীর মত আওয়ামী লীগ (২০০০)
  • বাঙালির কণ্ঠ (২০০১)
  • একজন রাজনৈতিক কর্মীর প্রতিচ্ছবি (২০০৩)
  • যুক্তফ্রণ্ট থেকে মহাজোট (২০০৭)
  • জাগো বাঙালি কোন্ঠে সবায় (২০০৭)
  • স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে যুক্তফ্রণ্ট : চুয়ান্নর অভিজ্ঞতা (৫৪-র নির্বাচনের অপ্রকাশিত দলিল)
  • জেগে ওঠার সময় এখনই (২০০৭)
  • জীবন ও রাজনীতি (২০০৮)
  • রাজনীতির চালচিত্র (২০০৮)
  • বাংলাদেশের গণতন্ত্রায়ণের সমস্যা ও সম্ভাবনা (২০০৯)
  • মোনায়েম সরকারের নির্বাচিত রাজনৈতিক রচনা (২০০৯)
  • সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি (২০১০)
  • বাঙালির ঐতিহ্য ও ভবিষ্যৎ (২০১০)
  • বঙ্গবন্ধুর রাজনীতি ও শেখ হাসিনা (২০১১)
  • বাংলাদেশের মূলধারার রাজনীতির সংকট ও সম্ভাবনা (২০১১)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ"বাংলা একাডেমি। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "মোনায়েম সরকার"বিডিনিউজ২৪.কম। ১০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০