মাহফুজ আনাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাহফুজ আনাম
মাহফুজ আনাম
মাহফুজ আনাম
জন্ম (1950-06-18) ১৮ জুন ১৯৫০ (বয়স ৭৩)
ময়মনসিংহ, পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)
পেশাসাংবাদিক
জাতীয়তাবাংলাদেশ বাংলাদেশী
শিক্ষা প্রতিষ্ঠানঢাকা বিশ্ববিদ্যালয়
আত্মীয়মাহবুব আনাম (ভাই)

মাহফুজ আনাম (জন্ম: জুন ১৮, ১৯৫০) বাংলাদেশ থেকে প্রকাশিত ইংরেজি ভাষার দৈনিক সংবাদপত্র দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক। তিনি বাংলা ভাষার দৈনিক সংবাদপত্র প্রথম আলোর প্রতিষ্ঠাতা প্রকাশক ছিলেন। তিনি বিনোদন পত্রিকা পাক্ষিক আনন্দধারা এবং সাপ্তাহিক ২০০০ পত্রিকার প্রকাশক। এছাড়া তিনি বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশান নামক একটি বেসরকারি সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এই সংস্থাটি নিউ ইয়র্কভিত্তিক ফোর্ড ফাউন্ডেশান নামক সংস্থার সহযোগিতাপুষ্ট। ১৯৭৭-১৯৯০ এই সময়কালে তিনি জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেস্কোর বিভিন্ন পদে কাজ করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি ২০২২-২৩-এ এশিয়া নিউজ নেটওয়ার্কের (এএনএন) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।[১]

পরিবার[সম্পাদনা]

আনাম ১৯৫০ সালে পাকিস্তানের অধিরাজ্যের একটি প্রদেশ পূর্ববঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। মাহফুজ আনামের পিতা স্বনামধন্য রাজনীতিবিদ এবং সাহিত্যিক প্রয়াত আবুল মনসুর আহমেদ। মাহফুজ আনামের অগ্রজ মাহবুব আনাম দেশের একজন প্রথিতযশা সাংবাদিক ছিলেন।

শিক্ষাজীবন[সম্পাদনা]

ঢাকার নটর ডেম কলেজে পড়াশোনা শেষে [২] তিনি ১৯৭১ খ্রিষ্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কৃতিত্ব[সম্পাদনা]

  • ১৯৬৭-১৯৭০ সময়কালে পরপর তিন বছর সর্ব-পাকিস্তান বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পর্যায়ক্রমে করাচি, ঢাকা এবং লাহোরে
  • ১৯৭৬ সালে জেফারসন ফেলো নির্বাচিত হন ইস্ট ওয়েস্ট সেন্টার, হনলুলু, মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মাহফুজ আনাম এশিয়া নিউজ নেটওয়ার্কের চেয়ারম্যান নির্বাচিত"SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৭ 
  2. খান, গরীব নেওয়াজ. ২০০৯ স্মৃতির স্মরণ নিকুঞ্জ. (দ্বিতীয় সংস্করণ) লেখাপ্রকাশ, ঢাকা. আইএসবিএন ৯৮৪-৭০৩৩৮০১ {{আইএসবিএন}} এ প্যারামিটার ত্রুটি: চেকসাম