তোফাজ্জল হোসেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তোফাজ্জল হোসেন
জন্ম(১৯৩৫-১০-০৯)৯ অক্টোবর ১৯৩৫
মৃত্যু৫ ডিসেম্বর ২০১৫(2015-12-05) (বয়স ৮০)
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পুরস্কারএকুশে পদক (২০১৩)

তোফাজ্জল হোসেন (৫ অক্টোবর ১৯৩৫ – ৫ ডিসেম্বর ২০১৫) বাংলাদেশের একজন ভাষা সৈনিক, সরকারি চাকরিজীবী, সাংবাদিক, কবি, গীতিকার ও লেখক ছিলেন। "রক্ত স্মরণে আমরা আজিকে তোমারে স্মরণ করি" এ গানটি তার রচনা। ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৩ সালে তাকে একুশে পদক প্রদান করা হয়।[১]

জীবনী[সম্পাদনা]

তোফাজ্জল হোসেন ১৯৩৫ সালের ৯ অক্টোবর কুমিল্লার দাউদকান্দির রামেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন।[২] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন।[৩]

তোফাজ্জল হোসেন দৈনিক ইত্তেফাক পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেছিলেন। পরবর্তীতে, ১৯৬৭ সালে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন।[৩] তিনি তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ছিলেন।[৪] পেশাগত জীবনের বাইরে তিনি লেখালেখির সাথেও যুক্ত ছিলেন।

তোফাজ্জল হোসেন একজন কবি ও গীতিকার হিসেবে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।[৫] তিনি প্রতিবাদ মিছিল, পোস্টার ও দেয়াল লিখনে অংশগ্রহণ করেছিলেন।[৩] হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশে ফেব্রুয়ারি সংকলনে দুইটি গান অন্তর্ভুক্ত হয়েছিল। তন্মধ্যে একটি গান লিখেছিলেন তোফাজ্জল হোসেন।[৫] গানটির শিরোনাম ছিল "রক্ত স্মরণে আমরা আজিকে তোমারে স্মরণ করি"।[৪] ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৩ সালে তিনি একুশে পদক লাভ করেন। তিনি বাংলা একাডেমির একজন ফেলো ছিলেন।[৬]

তোফাজ্জল হোসেন ২০১৫ সালের ৫ ডিসেম্বর ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৭]

নির্বাচিত গ্রন্থতালিকা[সম্পাদনা]

কাব্যগ্রন্থ[সম্পাদনা]

  • হৃদয় রক্তরাগে[৮]
  • একুশ ভুবনময়[৫]
  • নতুন যুগের ভোরে[৮]
  • কবিতাসমগ্র[৫]

গবেষণা গ্রন্থ[সম্পাদনা]

  • জনসংখ্যা বিস্ফোরণ ও আগামী পৃথিবী[৮]
  • শিশু : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষাপট[৫]
  • বিপন্ন পৃথিবী বিপন্ন জনপদ[৮]
  • কাশ্মীর : ইতিহাস কথা কয়[৫]
  • সাফল্যের সন্ধানে[৮]
  • জাতিসংঘ এবং লিন্ডন জনসন[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ" (PDF)সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  2. "ভাষাসৈনিক তোফাজ্জল হোসেন আর নেই"দেশ টিভি। ৫ ডিসেম্বর ২০১৫। ১৬ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  3. "তোফাজ্জল হোসেন"ভোরের কাগজ। ১৭ ফেব্রুয়ারি ২০১৯। ১৬ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  4. "ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেনের মৃত্যুবার্ষিকী ৫ ডিসেম্বর"বাংলানিউজ২৪.কম। ৪ ডিসেম্বর ২০১৭। ১৬ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  5. "কবি ও ভাষাসৈনিক তোফাজ্জল হোসেনের মৃত্যুবার্ষিকী আজ"ভোরের কাগজ। ৫ ডিসেম্বর ২০১৭। ১৬ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  6. "ফেলোবৃন্দ"বাংলা একাডেমি। ১০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০ 
  7. "ভাষা সৈনিক তোফাজ্জল হোসেনের ইন্তেকাল"বাংলাদেশ প্রতিদিন। ৬ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  8. "ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেনের মৃত্যুবার্ষিকী আজ"একুশে টেলিভিশন। ৫ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০