খানজাহান আলী থানা
অবয়ব
খানজাহান আলী | |
---|---|
থানা | |
বাংলাদেশে অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৫.২′ উত্তর ৮৯°২৮.৮′ পূর্ব / ২২.৯২০০° উত্তর ৮৯.৪৮০০° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
আয়তন | |
• মোট | ৩৩.০৭ বর্গকিমি (১২.৭৭ বর্গমাইল) |
জনসংখ্যা (১৯৯১) | |
• মোট | ৮৮,৬৫৯ |
• জনঘনত্ব | ২,৬৮১/বর্গকিমি (৬,৯৪০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | Official Map of Khan Jahan Ali |
খানজাহান আলী থানা বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা জেলার অন্তর্গত একটি থানা। পীর খান জাহান আলীর নামে নামাঙ্কিত। মুলত যায়গাটি বিসিক শিল্পনগরীর মধ্যেই এর অবস্থান। বিসিক শিরোমণি আবার খুলনা জেলার ফুলতলা উপজেলার একটি বৃহৎ গ্রাম বলে পরিচিত।
অবস্থান
[সম্পাদনা]খানজাহান আলী থানার অবস্থান ২২°৫৩´ থেকে ২২°৫৫´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°২৯´ থেকে ৮৯°৩১´ পূর্ব দ্রাঘিমাংশ।
শিক্ষা
[সম্পাদনা]এখানে শিক্ষার হার পুরুষ ৭৮.৮৯%, মহিলা ৬৭.৯৩%।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়
- গিলাতলা মধ্যপাড়া সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা
- গিলাতলা দাখিল মাদ্রাসা
- ক্যান্টনমেন্ট পাবলিক সেকেন্ডারি স্কুল
- ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
- জাহানাবাদ ইংলিশ স্কুল
- খানজাহান আলী আদর্শ কলেজ
- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- গভঃ ল্যাবরেটরি হাই স্কুল,খুলনা
- শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়
- শিরোমণি হাফিজিয়া মাদ্রাসা
- খানাবাড়ী গার্লস হাই স্কুল
- শিরোমণি আলিম মাদ্রাসা
- আটরা গিলাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়
- আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়
- মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয়
- মশিয়ালী দারুল উলুম দাখিল মাদ্রাসা
- আলিম ইস্টার্ন মাধ্যমিক বিদ্যালয়
অর্থনীতি
[সম্পাদনা]এলাকার প্রধান কৃষি ফসল ধান, পাট, পান, সুপারি।
তথ্যসূত্র
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |