অর্জুনতলা ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৩°০′৪৭″ উত্তর ৯১°১২′৪৬″ পূর্ব / ২৩.০১৩০৬° উত্তর ৯১.২১২৭৮° পূর্ব / 23.01306; 91.21278
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অর্জুনতলা
ইউনিয়ন
৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদ
অর্জুনতলা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
অর্জুনতলা
অর্জুনতলা
অর্জুনতলা বাংলাদেশ-এ অবস্থিত
অর্জুনতলা
অর্জুনতলা
বাংলাদেশে অর্জুনতলা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°০′৪৭″ উত্তর ৯১°১২′৪৬″ পূর্ব / ২৩.০১৩০৬° উত্তর ৯১.২১২৭৮° পূর্ব / 23.01306; 91.21278 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাসেনবাগ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানসাখাওয়াত হোসেন রিপন
আয়তন
 • মোট১৫.৫৭ বর্গকিমি (৬.০১ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২০,৬৫৫
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৩.০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৬৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অর্জুনতলা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

অর্জুনতলা ইউনিয়নের আয়তন ১৫.৫৭ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী অর্জুনতলা ইউনিয়নের জনসংখ্যা ২০,৬৫৫ জন।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

সেনবাগ উপজেলার উত্তর-মধ্যাংশে অর্জুনতলা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে কেশারপাড় ইউনিয়নডুমুরুয়া ইউনিয়ন, পূর্বে সেনবাগ পৌরসভা, দক্ষিণে কাবিলপুর ইউনিয়ন এবং পশ্চিমে সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

অর্জুনতলা ইউনিয়ন সেনবাগ উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সেনবাগ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৯নং নির্বাচনী এলাকা নোয়াখালী-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • দড়িগোরকাটা
  • চাঁচুয়া
  • চর বাতানিয়া
  • ছিলোনিয়া
  • বাতাকান্দি
  • দৌলতপুর
  • গোরকাটা
  • হাটির পাড়
  • ইদিলপুর
  • নাজির নগর
  • মানিকপুর

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী অর্জুনতলা ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫৩.০%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি মাদরাসা এবং ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

  1. ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়

বাতাকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়। চাচুয়া হাজী আলী আকবর দাখিল মাদ্রাসা।

প্রাথমিক বিদ্যালয়[২]

  1. ছিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. চাঁচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. উত্তর গোরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. উত্তর মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. নাজির নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

সেনবাগ উপজেলা হতে ছিলোনিয়া বাজার, অথবা চৌমুহনী থেকে ছমির মুন্সির বাজার হয়ে ছিলোনিয়া বাজার, অথবা সোনাইমুড়ী থেকে কেশার পাড় মুন্সির দোকান, অথবা কানকির হাট হয়ে সিএনজি, রিক্সা যোগে ছিলোনিয়া বাজার তথা অর্জুনতলা ইউনিয়ন পরিষদে আসা যাবে।

হাট-বাজার[সম্পাদনা]

হাট-বাজারের তালিকা[৩]

  • ছিলোনিয়া বাজার
  • দরবেশ হাট
  • হাজির হাট

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • মানিকপুর ঈদগাহ ময়দান

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান পরিষদ[৪]

নাম পদবি নির্বাচিত এলাকা
সাখাওয়াত হোসেন রিপন[৫] চেয়ারম্যান
নাছির উদ্দিন সাধারণ সদস্য ০১নং ওয়ার্ড
ছেরাজুল হক সাধারণ সদস্য ০২নং ওয়ার্ড
খোরশেদ আলম সাধারণ সদস্য ০৩নং ওয়ার্ড
আব্দুল জব্বার সাধারণ সদস্য ০৪নং ওয়ার্ড
মোঃ খোরশেদ আলম সাধারণ সদস্য ০৫নং ওয়ার্ড
মোঃ হুমায়ুন কবির সাধারণ সদস্য ০৬নং ওয়ার্ড
আবদুল বারিক সাধারণ সদস্য ০৭নং ওয়ার্ড
মোকসেদুর রহমান মাসুদ সাধারণ সদস্য ০৮নং ওয়ার্ড
জাহাঙ্গীর আলম সাধারণ সদস্য ০৯নং ওয়ার্ড
রাবেয়া খাতুন সংরক্ষিত মহিলা সদস্য ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড
নুর জাহান বেগম সংরক্ষিত মহিলা সদস্য ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড
ফেরদৌস আরা সংরক্ষিত মহিলা সদস্য ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  2. "প্রাথমিক বিদ্যালয়সমূহ, অর্জুনতলা ইউনিয়ন"dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  3. "হাট-বাজারের তালিকা, অর্জুনতলা ইউনিয়ন"arjuntalaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  4. "বর্তমান পরিষদ, অর্জুনতলা ইউনিয়ন"arjuntalaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 
  5. "চেয়ারম্যান, অর্জুনতলা ইউনিয়ন"arjuntalaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-৩০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]