সোনাদিয়া ইউনিয়ন
সোনাদিয়া | |
---|---|
ইউনিয়ন | |
৮নং সোনাদিয়া ইউনিয়ন পরিষদ | |
ডাকনাম: সোনাদিয়া | |
বাংলাদেশে সোনাদিয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১২′১৬.৬″ উত্তর ৯১°৪′৩২.৯″ পূর্ব / ২২.২০৪৬১১° উত্তর ৯১.০৭৫৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | হাতিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মেহেদী হাসান (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৯০.৫২ বর্গকিমি (৩৪.৯৫ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৪,১৮৩ |
• জনঘনত্ব | ৩৮০/বর্গকিমি (৯৮০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪১.৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৯২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
সোনাদিয়া বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]সোনাদিয়া ইউনিয়নের আয়তন ৯০.৫২ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সোনাদিয়া ইউনিয়নের জনসংখ্যা ৩৪,১৮৩ জন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]হাতিয়া উপজেলার পশ্চিমাংশে সোনাদিয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে তমরদ্দি ইউনিয়ন, পূর্বে বুড়িরচর ইউনিয়ন, দক্ষিণে জাহাজমারা ইউনিয়ন এবং পশ্চিমে হাতিয়া চ্যানেল ও ভোলা জেলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়ন অবস্থিত।[১]
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]সোনাদিয়া ইউনিয়ন হাতিয়া উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাতিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৩নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- চর চেংগা
- মাইজচরা
- সোনাদিয়া
প্রতিষ্ঠাকাল
[সম্পাদনা]১৯৫৮ সালে তমরুদ্দিন ইউনিয়ন থেকে সোনাদিয়া ও বুড়িরচর ইউনিয়ন নামে আলাদা দুইটি ইউনিয়ন গঠিত হয়।[২]
নামকরণ
[সম্পাদনা]সোনাদিয়ার পূর্ব নাম ছিল নবাবপুর, তমরুদ্দিন ইউনিয়ন থেকে এ ইউনিয়ন পৃথক হলে আলী আহমদ মিয়া তার বাবা নবাব মিয়ার নামানুসারে নাম দেন নবাবপুর। এ নাম নিয়ে কালেক্টর অফিসে তৎকালীন মুসলিম লীগেরর সেক্রেটারী ও তৎকালীন নবাবপুরের চেয়ারম্যান আলী আহমদ মিয়ার (মুসলিম লীগের সভাপতি) সাথে প্রচণ্ড বাক-বিতণ্ডা হলে কালেক্টরের হস্তক্ষেপে পরিবেশ ও প্রকৃতির সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে সোনাদিয়া মৌজার নামানুসারে ইউনিয়নের নামকরণ করা হয়। সোনাদিয়া এত বেশি সোনালি ফসল হত, যার ফলে তার নামকরণ করা হয় সোনাদিয়া।[২]
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সোনাদিয়া ইউনিয়নের স্বাক্ষরতার হার ৪১.৬%%।[৩] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদরাসা এবং ১৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]মাধ্যমিক বিদ্যালয়[৪]
মাদ্রাসা[৫]
প্রাথমিক বিদ্যালয়[৬]
- হৈকবাদা পশ্চিম চর চেংগা এম. হোসেনিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ সোনাদিয়া জয়নাল আবেদীন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর সোনাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরচেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ সোনাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব সোনাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ পশ্চিম সোনাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব চানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম সুখচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর মাইজচরা বিসমিল্লাহ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ চরচেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ পূর্ব নলচিরা হাজী কালামিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাদিয়া ছকিনা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব চরচেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]সোনাদিয়া ইউনিয়নে নৌপথে জাহাজ, সী ট্রাক ও ট্রলারের মাধ্যমে যোগাযোগ করা যায়। স্থল পথে মটর সাইকেল, গাড়ি, রিক্সা, সাইকেল ও ট্যাক্সি দিয়ে যোগাযোগ করা হয়।[২]
খাল ও নদী
[সম্পাদনা]সোনাদিয়ার পশ্চিমে রয়েছে মেঘনা নদী, যা ভোলা চ্যানেল দ্বারা পৃথক হয়েছে। এছাড়া এ ইউনিয়নের প্রধান দুইটি খাল হল সোনাদিয়া খাল এবং চেংগার খাল। খাল দুইটি পূর্ব দিকের মেঘনা নদী হতে প্রবাহিত হয়ে পশ্চিমের মেঘনার সাথে মিলিত হয়েছে।[২]
হাট-বাজার
[সম্পাদনা]- চরচেঙ্গা বাজার
- মাইজদী বাজার
- বাংলা বাজার
- চৌরাস্তা বাজার
- বঙ্গবন্ধু মার্কেট (বড়পোল)
- জাবেদ আলী বাজার
- সেকু মার্কেট
- সোনাদিয়া বাজার
- সুইজের বাজার
- কেঞ্জাখালী বাজার
- তেমুহনী বাজার
- নূরউদ্দিন বাজার
- রবিউল হোসেন মেম্বার তেমুহনী
- বুর্তিকা মার্কেট
- রফিক মার্কেট
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- ঠুয়ার চর
- বেড়ি বাঁধ
- সুইজের বাজার
- চরচেংগা লঞ্চঘাট
- চৌরাস্তা বাজার ঘাট
- মাইজদী বাজার বেড়িবাঁধ
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান পরিষদ[৮]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
মেহেদী হাসান | চেয়ারম্যান | |
রহমত উল্যাহ | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
মোহাম্মদ ইব্রাহীম খলিল | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
মোঃ শামছুল ইসলাম | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
জিল্লুর রহমান | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
নিজাম উদ্দিন | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
সাখাওয়াত হোসেন | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
মোঃ মোজাহার উদ্দিন | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
মাহফুজুল হক | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
আলতাফ হোসেন | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
সুলতানা আকতার | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
হোছনা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
আরজুমা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ মোঃ রিপাজ উদ্দিন। সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর। পৃষ্ঠা ১৩২।
- ↑ ক খ গ ঘ ঙ মোঃ রিপাজ উদ্দিন। সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর। পৃষ্ঠা ১৩০।
- ↑ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "মাধ্যমিক বিদ্যালয়সূহ, সোনাদিয়া ইউনিয়ন"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "মাদ্রাসাসমূহ, সোনাদিয়া ইউনিয়ন"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, সোনাদিয়া ইউনিয়ন"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ ড. মোহাম্মদ আমিন। তিলোত্তমা হাতিয়ার: ইতিহাস ও ঐতিহ্য। পৃষ্ঠা ৩৫।
- ↑ "বর্তমান পরিষদ, সোনাদিয়া ইউনিয়ন" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।