বিএএফ শাহীন কলেজ ঢাকা
বিএএফ শাহীন কলেজ ঢাকা | |
---|---|
![]() | |
অবস্থান | |
![]() | |
, বাংলাদেশ | |
স্থানাঙ্ক | ২৩°৪৬′৩৭.৫″ উত্তর ৯০°২৩′২৭.৫″ পূর্ব / ২৩.৭৭৭০৮৩° উত্তর ৯০.৩৯০৯৭২° পূর্ব |
তথ্য | |
নীতিবাক্য | শিক্ষা-সংযম-শৃঙ্খলা |
পৃষ্ঠপোষক | এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান , বিবিপি, ওএসপি, এনডিসি, এসিএসি |
প্রতিষ্ঠাকাল | ১৯৬০ |
প্রতিষ্ঠাতা | বাংলাদেশ বিমানবাহিনী |
কর্তৃপক্ষ | গভর্নর বোর্ড, বি এ এফ শাহীন কলেজ |
বিদ্যালয় কোড | ১০৫২ |
ইআইআইএন | ১০৭৮৫৮ |
অধ্যক্ষ | গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক |
কর্মকর্তা | ৬৫ |
শিক্ষকমণ্ডলী | ১৬৪ (কলেজ ৪৭, বিদ্যালয় ১১৭) |
শ্রেণী | কেজি - ১২ |
বয়সসীমা | ০৬-১৮ |
শিক্ষার্থী সংখ্যা | ৫৮৮১ (বিদ্যালয় ৩৭২৪, কলেজ ২১১৭) |
ভাষা | বাংলা ও ইংরেজি |
বিদ্যালয়ের কার্যসময় | ৬ |
ক্যাম্পাস | ঢাকা সেনানিবাস, ঢাকা ১২০৬ |
ক্যাম্পাসের ধরন | শহুরে |
হাউস | ঈশা খাঁ হাউজ তিতুমীর হাউজ শেরে বাংলা হাউজ নজরুল হাউজ পোশাক: বালিকা: আকাশী নীল ও সাদা বালক: আকাশী নীল ও খাকী |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, হকি |
প্রকাশনা | আবাহন |
অন্তর্ভুক্তি | শিক্ষা মন্ত্রণালয় (বাংলাদেশ) |
বোর্ড | ঢাকা শিক্ষা বোর্ড |
ওয়েবসাইট | bafsd |
বিএএফ শাহীন কলেজ বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৬০ সালে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনী (বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী) কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-এর আওতাধীন এবং বাংলাদেশ বিমানবাহিনী কর্তৃক পরিচালিত।[১][২] ঢাকাতে আরও একটি সহ সারা দেশে মোট ছয়টি শাহীন কলেজ রয়েছে। মূলত বিমান বাহিনীর সন্তান ও পোষ্যদের জন্য প্রতিষ্ঠিত হলেও সাধারণ শিক্ষার্থীরাও এখানে শিক্ষাগ্রহণের সুযোগ পায়। এখানে শিশু শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পাঠ দান করা হয়। কলেজের নীতিবাক্য হচ্ছে “শিক্ষা-সংযম-শৃঙ্খলা”। প্রতি বছর বিএএফ শাহীন কলেজ থেকে বাংলাদেশ বিমান বাহিনী,বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী তে অফিসার পদে অসংখ্য শিক্ষার্থী সুযোগ পেয়ে থাকে।
ইতিহাস[সম্পাদনা]
১ মার্চ ১৯৬০ সালে “শাহীন স্কুল” নামে ইংরেজি মাধ্যমের বিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠা লাভ করে। ১৯৬৭ সালে ইংরেজি মাধ্যমের পাশাপাশি বাংলা মাধ্যম চালু করা হয় ও এটিকে “শাহীন উচ্চবিদ্যালয়” হিসেবে নামকরণ করা হয়। পরে এটি উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে স্বীকৃতিলাভ করে। ১৯৭৭-৭৮ সালে এই বিদ্যালয়ের নাম পাল্টে “বিএএফ শাহীন কলেজ ঢাকা” নামকরণ করা হয়। ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে এখানে ডিগ্রি (পাস কোর্স) চালু করা হয় এবং তখন থেকে এটি একটি ডিগ্রি কলেজ হিসেবে কার্যক্রম চালিয়ে যায়। ২০০৬-০৭ সাথে কলেজ থেকে ডিগ্রি অবলুপ্ত করা হয়।[৩]
বর্তমানে কলেজটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়মানুযায়ী শিশু শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। ২০০৬ সালে এখানে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যম চালু করা হয়।
১৯৯৪-৯৮ সালে দু’টি তিনতলা কলেজ ভবন নির্মিত হয়। ২০০২-০৫ সালে মিলনায়তন নির্মিত হয়।
অনুষদ[সম্পাদনা]
এখানে বাংলা এবং ইংরেজি মাধ্যমে পড়ানো হয়। প্রতিষ্ঠানের তিনটি অংশ রয়েছে।
- প্রাথমিক বিভাগ (কেজি থেকে পঞ্চম শ্রেণি)
- জুনিয়র মাধ্যমিক ও মাধ্যমিক (ষষ্ঠ থেকে দশম শ্রেণি)
- কলেজ (একাদশ ও দ্বাদশ শ্রেণি)
ক্লাব[সম্পাদনা]
- বিএএফ শাহীন কলেজ ঢাকা বিজ্ঞান ক্লাব
- বিএএফ শাহীন কলেজ ঢাকা গ্রিন থাম্বস
- বিএএফ শাহীন কলেজ ঢাকা ব্যবসা ক্লাব
- বিএএফ শাহীন কলেজ ঢাকা আলোকচিত্র ক্লাব
- বিএএফ শাহীন কলেজ ঢাকা আইটি ক্লাব
- বিএএফ শাহীন কলেজ ঢাকা বিতর্ক ক্লাব
- বিএএফ শাহীন কলেজ ঢাকা কুইজ ক্লাব
- বিএএফ শাহীন কলেজ ঢাকা মাউন্টেনিয়ারিং ক্লাব
- বিএএফ শাহীন কলেজ ঢাকা লেখক ক্লাব
- বিএএফ শাহীন কলেজ ঢাকা সংগীত ক্লাব
- বিএএফ শাহীন কলেজ ঢাকা গণিত ক্লাব
- বিএএফ শাহীন কলেজ ঢাকা ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব
- বিএএফ শাহীন কলেজ ঢাকা স্পোর্টস ক্লাব
- বিএএফ শাহীন কলেজ ঢাকা আর্ট ক্লাব
- বিএএফ শাহীন কলেজ ঢাকা রেড হার্ট
চিত্রশালা[সম্পাদনা]
অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো মাহবুব জাহান খান দৈনিক সমাবেশে বক্তব্য দিচ্ছেন
আরও দেখুন[সম্পাদনা]
- বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর
- বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা
- বিএএফ শাহীন কলেজ চট্টগ্রাম
- বিএএফ শাহীন কলেজ বগুরা
- বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বিএএফ শাহীন কলেজে শিক্ষকতার সুযোগ"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০।
- ↑ "B A F SHAHEEN COLLEGE KURMITOLA"। www.bafsk.edu.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০।
- ↑ "কলেজের ইতিহাস"। www.bafsd.edu.bd। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০।