বিএএফ শাহীন কলেজ ঢাকা

স্থানাঙ্ক: ২৩°৪৬′৩৭.৫″ উত্তর ৯০°২৩′২৭.৫″ পূর্ব / ২৩.৭৭৭০৮৩° উত্তর ৯০.৩৯০৯৭২° পূর্ব / 23.777083; 90.390972
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বি এ এফ শাহীন কলেজ ঢাকা থেকে পুনর্নির্দেশিত)
বিএএফ শাহীন কলেজ ঢাকা
বিএএফ শাহীন কলেজ ঢাকার লোগো.png
অবস্থান
মানচিত্র

,
বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৪৬′৩৭.৫″ উত্তর ৯০°২৩′২৭.৫″ পূর্ব / ২৩.৭৭৭০৮৩° উত্তর ৯০.৩৯০৯৭২° পূর্ব / 23.777083; 90.390972
তথ্য
নীতিবাক্যশিক্ষা-সংযম-শৃঙ্খলা
পৃষ্ঠপোষকএয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান , বিবিপি, ওএসপি, এনডিসি, এসিএসি
প্রতিষ্ঠাকাল১৯৬০ (1960)
প্রতিষ্ঠাতাবাংলাদেশ বিমানবাহিনী
কর্তৃপক্ষগভর্নর বোর্ড, বি এ এফ শাহীন কলেজ
বিদ্যালয় কোড১০৫২
ইআইআইএন১০৭৮৫৮ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষগ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক
কর্মকর্তা৬৫
শিক্ষকমণ্ডলী১৬৪ (কলেজ ৪৭, বিদ্যালয় ১১৭)
শ্রেণীকেজি - ১২
বয়সসীমা০৬-১৮
শিক্ষার্থী সংখ্যা৫৮৮১ (বিদ্যালয় ৩৭২৪, কলেজ ২১১৭)
ভাষাবাংলা ও ইংরেজি
বিদ্যালয়ের কার্যসময়
ক্যাম্পাসঢাকা সেনানিবাস, ঢাকা ১২০৬
ক্যাম্পাসের ধরনশহুরে
হাউস     ঈশা খাঁ হাউজ
     তিতুমীর হাউজ
     শেরে বাংলা হাউজ
     নজরুল হাউজ
পোশাক:
বালিকা:
         আকাশী নীল ও সাদা
বালক:
         আকাশী নীল ও খাকী
ক্রীড়াফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, হকি
প্রকাশনাআবাহন
অন্তর্ভুক্তিশিক্ষা মন্ত্রণালয় (বাংলাদেশ)
বোর্ডঢাকা শিক্ষা বোর্ড
ওয়েবসাইটbafsd.edu.bd

বিএএফ শাহীন কলেজ বাংলাদেশের ঢাকা‍য় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৬০ সালে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনী (বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী) কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-এর আওতাধীন এবং বাংলাদেশ বিমানবাহিনী কর্তৃক পরিচালিত।[১][২] ঢাকাতে আরও একটি সহ সারা দেশে মোট ছয়টি শাহীন কলেজ রয়েছে। মূলত বিমান বাহিনীর সন্তান ও পোষ্যদের জন্য প্রতিষ্ঠিত হলেও সাধারণ শিক্ষার্থীরাও এখানে শিক্ষাগ্রহণের সুযোগ পায়। এখানে শিশু শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পাঠ দান করা হয়। কলেজের নীতিবাক্য হচ্ছে “শিক্ষা-সংযম-শৃঙ্খলা”। প্রতি বছর বিএএফ শাহীন কলেজ থেকে বাংলাদেশ বিমান বাহিনী,বাংলাদেশ সেনাবাহিনীবাংলাদেশ নৌবাহিনী তে অফিসার পদে অসংখ্য শিক্ষার্থী সুযোগ পেয়ে থাকে।

ইতিহাস[সম্পাদনা]

১ মার্চ ১৯৬০ সালে “শাহীন স্কুল” নামে ইংরেজি মাধ্যমের বিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠা লাভ করে। ১৯৬৭ সালে ইংরেজি মাধ্যমের পাশাপাশি বাংলা মাধ্যম চালু করা হয় ও এটিকে “শাহীন উচ্চবিদ্যালয়” হিসেবে নামকরণ করা হয়। পরে এটি উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে স্বীকৃতিলাভ করে। ১৯৭৭-৭৮ সালে এই বিদ্যালয়ের নাম পাল্টে “বিএএফ শাহীন কলেজ ঢাকা” নামকরণ করা হয়। ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে এখানে ডিগ্রি (পাস কোর্স) চালু করা হয় এবং তখন থেকে এটি একটি ডিগ্রি কলেজ হিসেবে কার্যক্রম চালিয়ে যায়। ২০০৬-০৭ সাথে কলেজ থেকে ডিগ্রি অবলুপ্ত করা হয়।[৩]

বর্তমানে কলেজটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়মানুযায়ী শিশু শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। ২০০৬ সালে এখানে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যম চালু করা হয়।

১৯৯৪-৯৮ সালে দু’টি তিনতলা কলেজ ভবন নির্মিত হয়। ২০০২-০৫ সালে মিলনায়তন নির্মিত হয়।

অনুষদ[সম্পাদনা]

এখানে বাংলা এবং ইংরেজি মাধ্যমে পড়ানো হয়। প্রতিষ্ঠানের তিনটি অংশ রয়েছে।

  • প্রাথমিক বিভাগ (কেজি থেকে পঞ্চম শ্রেণি)
  • জুনিয়র মাধ্যমিক ও মাধ্যমিক (ষষ্ঠ থেকে দশম শ্রেণি)
  • কলেজ (একাদশ ও দ্বাদশ শ্রেণি)

ক্লাব[সম্পাদনা]

  • বিএএফ শাহীন কলেজ ঢাকা বিজ্ঞান ক্লাব
  • বিএএফ শাহীন কলেজ ঢাকা গ্রিন থাম্বস
  • বিএএফ শাহীন কলেজ ঢাকা ব্যবসা ক্লাব
  • বিএএফ শাহীন কলেজ ঢাকা আলোকচিত্র ক্লাব
  • বিএএফ শাহীন কলেজ ঢাকা আইটি ক্লাব
  • বিএএফ শাহীন কলেজ ঢাকা বিতর্ক ক্লাব
  • বিএএফ শাহীন কলেজ ঢাকা কুইজ ক্লাব
  • বিএএফ শাহীন কলেজ ঢাকা মাউন্টেনিয়ারিং ক্লাব
  • বিএএফ শাহীন কলেজ ঢাকা লেখক ক্লাব
  • বিএএফ শাহীন কলেজ ঢাকা সংগীত ক্লাব
  • বিএএফ শাহীন কলেজ ঢাকা গণিত ক্লাব
  • বিএএফ শাহীন কলেজ ঢাকা ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব
  • বিএএফ শাহীন কলেজ ঢাকা স্পোর্টস ক্লাব
  • বিএএফ শাহীন কলেজ ঢাকা আর্ট ক্লাব
  • বিএএফ শাহীন কলেজ ঢাকা রেড হার্ট

চিত্রশালা[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বিএএফ শাহীন কলেজে শিক্ষকতার সুযোগ"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০ 
  2. "B A F SHAHEEN COLLEGE KURMITOLA"www.bafsk.edu.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০ 
  3. "কলেজের ইতিহাস"www.bafsd.edu.bd। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]