ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহানাবাদ

স্থানাঙ্ক: ২২°৫৫′২৪″ উত্তর ৮৯°২৯′৫৬″ পূর্ব / ২২.৯২৩২° উত্তর ৮৯.৪৯৯০° পূর্ব / 22.9232; 89.4990
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,জাহানাবাদ,খুলনা
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহানাবাদের মনোগ্রাম.jpeg
অবস্থান

,
১৯০৩

স্থানাঙ্ক২২°৫৫′২৪″ উত্তর ৮৯°২৯′৫৬″ পূর্ব / ২২.৯২৩২° উত্তর ৮৯.৪৯৯০° পূর্ব / 22.9232; 89.4990
তথ্য
ধরনশিক্ষাপ্রতিষ্ঠান
নীতিবাক্যশিক্ষার আলোকিত সোপান
প্রতিষ্ঠাকাল১৯৯৫
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
বিদ্যালয় জেলাখুলনা
কর্তৃপক্ষসেনাবাহিনী
ইআইআইএন১৩২০২৯ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষলে. কর্নেল মোঃ শাহাবুদ্দিন আহমেদ
শ্রেণী৩য় থেকে ১২শ
ভাষাবাংলা

খুলনা শহর থেকে খুলনা-যশোর মহাসড়ক ধরে উত্তরে পনের কিলোমিটার সামনে অগ্রসর হলেই হাতের ডানপাশে নজরে পড়বে জাহানাবাদ সেনানিবাস।[১]

ইতিহাস[সম্পাদনা]

সেনানিবাসে অবস্থানরত সেনাসদস্য এবং স্থানীয় জনগণের সন্তানদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ১৯৯৫ সালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। ১১ জন শিক্ষক নিয়ে কলেজটির যাত্রা শুরু হয় এবং ০৮ জানুয়ারি ১৯৯৬ সালে শিক্ষাবোর্ড থেকে একাডেমিক স্বীকৃতি লাভ করে। বর্তমানে অধ্যক্ষ পদে সেনা অফিসারের তত্ত্বাবধানে ১৫ জন অভিজ্ঞ শিক্ষমন্ডলী দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠিত হবার পর থেকেই এই প্রতিষ্ঠানের পাশের হার অত্যন্ত ভালো। ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মোট ছয় জন শিক্ষার্থী সম্মিলিত মেধা তালিকায় স্থান লাভ করে। ১৯৯৭ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকল ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মধ্যে অত্র প্রতিষ্ঠান প্রথম স্থান অধিকার করে “সেনাবাহিনী প্রধান ট্রফি” অর্জন করার গৌরব লাভ করে। ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় অত্র প্রতিষ্ঠানে গড় পাশের হার ৯৯.৩৬% ।

একাডেমিক বিভাগ[সম্পাদনা]

  • বাংলা
  • উদ্ভিদ বিজ্ঞান
  • রসায়ন
  • ইংরেজি
  • অর্থনীতি
  • ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি
  • গণিত
  • দর্শন
  • রাষ্ট্রবিজ্ঞান
  • পদার্থ বিজ্ঞান
  • সমাজ কর্ম
  • জীব বিজ্ঞান

পাঠ্যক্রম বর্হিভূত কার্যক্রম[সম্পাদনা]

পাঠ্যক্রম অধ্যয়নের পাশাপাশি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, বিতর্ক, সংগীত ইত্যাদি চর্চা করে থাকে। ছাড়া বিভিন্ন ধরনের খেলাধুলা অনুশীলন সহ প্রতিবছর বার্ষিক খেলাধুলাও অনুষ্ঠিত হয়।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ক্যান্টনমন্টে পাবলকি স্কুল এন্ড কলজে"www.cpsckhulna.edu.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৯