বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান
অবয়ব
বিমান বাহিনীর প্রধান | |
---|---|
বাংলাদেশ বিমানবাহিনী | |
সংক্ষেপে | সিওএএস |
যার কাছে জবাবদিহি করে | প্রধানমন্ত্রী |
আসন | বিমান বাহিনী সদর দফতর, ঢাকা সেনানিবাস, ঢাকা, বাংলাদেশ |
নিয়োগকর্তা | প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পরামর্শ এবং সম্মতিতে |
গঠনের দলিল | বিমান বাহিনী আইন, ১৯৫৩ (১৯৫৩-এর আইন নং ৬) |
গঠন | ৭ এপ্রিল ১৯৭২ |
প্রথম | এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার |
ডেপুটি | সহকারী বিমান বাহিনী প্রধান |
ওয়েবসাইট | ওয়েবসাইট |
বিমান বাহিনী প্রধান (সিওএএস) হলেন বাংলাদেশ বিমান বাহিনীর অধিনায়ক ও সর্বোচ্চ পদধারী কর্মকর্তা। এই পদকে সংক্ষেপে সিওএএস ও বলা হয়। সাধারণত বিমান বাহিনীর জিডি(পি) শাখার কর্মকর্তারাই এই পদ পেয়ে থাকেন। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হন চার তারকা এয়ার চিফ মার্শাল পদমর্যাদার একজন কর্মকর্তা। বিমান বাহিনীর বর্তমান প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন (বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি)। যিনি ১১ জুন ২০২৪ সালে দায়িত্ব গ্রহণ করেন।[১]
বিমান বাহিনী প্রধানদের তালিকা
[সম্পাদনা]মেয়াদকাল অনুসারে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানদের তালিকা নিচে দেয়া হল:
নং | চিত্র | বিমান বাহিনী প্রধান | কার্যালয়ে বসার তারিখ | কার্যালয় ত্যাগের তারিখ | মেয়াদকাল |
---|---|---|---|---|---|
১ | এয়ার ভাইস মার্শাল আবদুল করিম খন্দকার বিইউ, পিএসএ (জন্ম ১৯৩০) | ০৭ এপ্রিল ১৯৭২ | ১৫ অক্টোবর ১৯৭৫ | ৩ বছর, ১৯১ দিন | |
২ | মুহাম্মদ গোলাম তাওয়াব এসজে, এসবিটি, পিএসএ (১৯৩০–১৯৯৯) | এয়ার ভাইস মার্শাল১৫ অক্টোবর ১৯৭৫ | ৩০ এপ্রিল ১৯৭৬ | ১৯৮ দিন | |
৩ | মোহাম্মদ খাদেমুল বাশার বিইউ, টিবিটি (১৯৩৫–১৯৭৬) | এয়ার ভাইস মার্শাল০১ মে ১৯৭৬ | ০১ সেপ্টেম্বর ১৯৭৬ † | ১২৩ দিন | |
৪ | আবদুল গফুর মাহমুদ টিবিটি, পিএসএ (জন্ম ১৯৩৩) | এয়ার ভাইস মার্শাল০৫ সেপ্টেম্বর ১৯৭৬ | ০৮ ডিসেম্বর ১৯৭৭ | ১ বছর, ৯৪ দিন | |
৫ | সদরউদ্দিন মুহাম্মাদ হোসেন বিপি (জন্ম ১৯৪১) | এয়ার ভাইস মার্শাল০৯ ডিসেম্বর ১৯৭৭ | ২২ জুলাই ১৯৮১ | ৩ বছর, ২২৫ দিন | |
৬ | সুলতান মাহমুদ বিইউ (জন্ম ১৯৪০) | এয়ার ভাইস মার্শাল২৩ জুলাই ১৯৮১ | ২২ জুলাই ১৯৮৭ | ৫ বছর, ৩৬৪ দিন | |
৭ | মমতাজ উদ্দিন আহমেদ পিএসসি (জন্ম ১৯৪১) | এয়ার ভাইস মার্শাল২৩ জুলাই ১৯৮৭ | ০৪ জুন ১৯৯১ | ৩ বছর, ৩১৬ দিন | |
৮ | আলতাফ হোসেন চৌধুরী এনডিইউ, পিএসসি (জন্ম ১৯৪১) | এয়ার ভাইস মার্শাল০৪ জুন ১৯৯১ | ০৩ জুন ১৯৯৫ | ৩ বছর, ৩৬৪ দিন | |
৯ | জামাল উদ্দিন আহমেদ এনডিসি, বিইএমএস, পিএসসি (জন্ম ১৯৪৩) | এয়ার মার্শাল০৪ জুন ১৯৯৫ | ০৩ জুন ২০০১ | ৫ বছর, ৩৬৪ দিন | |
১০ | মুহাম্মদ রফিকুল ইসলাম এনডিইউ, পিএসসি [২] | এয়ার ভাইস মার্শাল০৪ জুন ২০০১ | ০৮ এপ্রিল ২০০২ | ৩০৮ দিন | |
১১ | ফখরুল আজম এনডিসি, পিএসসি | এয়ার ভাইস মার্শাল০৮ এপ্রিল ২০০২ | ০৭ এপ্রিল ২০০৭ | ৪ বছর, ৩৬৪ দিন | |
১২ | শাহ মোহাম্মদ জিয়াউর রহমান এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি (জন্ম ১৯৫৫) | এয়ার মার্শাল০৮ এপ্রিল ২০০৭ | ১২ জুন ২০১২ | ৫ বছর, ৬৬ দিন | |
১৩ | মুহাম্মদ এনামুল বারি বিবিপি, এনডিইউ, পিএসসি | এয়ার মার্শাল১৩ জুন ২০১২ | ১২ জুন ২০১৫ | ২ বছর, ৩৬৪ দিন | |
১৪ | এয়ার চিফ মার্শাল আবু এসরার বিবিপি, এনডিসি, এসিএসসি (জন্ম ১৯৬১) | ১২ জুন ২০১৫ | ১২ জুন ২০১৮ | ৩ বছর, ০ দিন | |
১৫ | এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি (জন্ম ১৯৬২) | ১২ জুন ২০১৮ | ১২ জুন ২০২১ | ৩ বছর, ০ দিন | |
১৬ | এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি (জন্ম ১৯৬৩) | ১২ জুন ২০২১ | ১১ জুন ২০২৪ | ২ বছর, ৩৬৫ দিন | |
১৭ | এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি (জন্ম ২০ জুন ১৯৬৬) | ১২ জুন ২০২৪ | পদাধিকারী | ১৭৪ দিন |
আরও দেখুন
[সম্পাদনা]- বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান
- বাংলাদেশ নৌবাহিনীর প্রধান
- বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত এয়ার মার্শালদের তালিকা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানের দায়িত্ব গ্রহণ"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১।
- ↑ http://www.baf.mil.bd/?page_id=39