বিষয়বস্তুতে চলুন

মুসলিম মডার্ন একাডেমি, ঢাকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুসলিম মডার্ন একাডেমি, ঢাকা
প্রাতিষ্ঠানিক লোগো
অবস্থান
ঢাকা সেনানিবাস,


স্থানাঙ্ক23.793657,90.390968
তথ্য
ধরনমাধ্যমিক বিদ্যালয়
নীতিবাক্যজ্ঞানই শক্তি
প্রতিষ্ঠাকাল১৯৬৩; ৬২ বছর আগে (1963)
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
বিদ্যালয় জেলাঢাকা জেলা
সেশনজানুয়ারি–ডিসেম্বর
বিদ্যালয় কোড১০৭৮৪৮
প্রধান শিক্ষকমোঃ শফিকুল আলম
অনুষদবিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা
শিক্ষকমণ্ডলী৬৬
শ্রেণি১ম–১০ম
লিঙ্গবালক, বালিকা
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনশহুরে
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

মুসলিম মডার্ন একাডেমি হচ্ছে বাংলাদেশের ঢাকা জেলার ঢাকা সেনানিবাসে অবস্থিত একটি সেনাবাহিনী পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯৬৩ সালে।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৫৮ সালে ফ্লাইট লেফটেন্যান্ট এ বি এম আবদুর রশিদ এবং অন্যান্যরা সম্মিলিতভাবে বাংলা ভাষার একটি বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন। উল্লেখ্য, ঢাকা সেনানিবাসে অন্যান্য অনেক বিদ্যালয় থাকলেও সেখানে কেবল উর্দু এবং ইংরেজি ভাষায় শিক্ষাদান করা হত। ১৯৬২ সালে এ বি এম আবদুর রশিদ বিদ্যালয়ের জন্য জমি প্রদান করলে ১৯৬৩ সাল থেকেই বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের শুরু হয়। শুরুতে জুনিয়র স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হলেও ১৯৬৮ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে রূপ নেয়। ১৯৭৬ সালে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে।[]

শ্রেণি, বিভাগ ও শাখা সমূহ

[সম্পাদনা]

বর্তমানে এ বিদ্যালয়ে ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত দু'টি শিফটে (প্রভাতী এবং দিবা) শিক্ষাদান করা হয়। মোট ১৯৭২ জন শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে শিক্ষালাভ করছে।[]

ইউনিফর্ম

[সম্পাদনা]
  • ছেলেদের সাদা শার্ট  , নেভি ব্লু প্যান্ট  , সাদা কেডস্   এবং কালো বেল্ট  
  • মেয়েদের নীল কামিজ  , কামিজের উপর সাদা ক্রস বেল্ট  , কোমরে সাদা বেল্ট   এবং সাদা কেডস্  


শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

বিদ্যালয়টিতে ছেলে এবং মেয়ে উভয়ের অধ্যয়নের সুযোগ থাকে।

ফলাফল

[সম্পাদনা]

বিদ্যালয়ে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশের হারের তালিকাঃ[]

সাল পরীক্ষার নাম পরীক্ষার্থী উত্তীর্ণ পাশের হার
২০১৯ এসএসসি ২৪৯ ২৪২ ৯৭.১৯
২০২০ এসএসসি ২১৭ ২১৩ ৯৮.৬১
২০২১ এসএসসি ২০৪ ২০৪ ১০০

খেলাধুলা ও সহপাঠ্যকর্ম

[সম্পাদনা]

শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃহাউজ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যবহৃত হয়।

ল্যাবরেটরি

[সম্পাদনা]

বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, কম্পিউটার ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের গবেষণার জন্য রয়েছে ল্যাব। এসব ল্যাবে বহু মূল্যবান যন্ত্রপাতি রয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ে জ্ঞান লাভের জন্য এসব উপকরণ ব্যবহৃত হয়।

গ্রন্থাগার

[সম্পাদনা]

বিদ্যালয়টিতে রয়েছে বিশাল একটি গ্রন্থাগার। এতে রয়েছে বিভিন্ন ধরনের নামী-দামী কয়েক হাজার বই। শিক্ষার্থীরা এখানে স্বাচ্ছন্দ্যে বসে পড়তে পারে এবং তাদের পছন্দের বই নির্দিষ্ট সময়ের জন্য বাড়ি নিয়ে যেতে পারে।

বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড

[সম্পাদনা]

বছরজুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতির জনকের জন্মদিন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। বর্ষবরণ, বাসন্তী উৎসব ইত্যাদি নানা রকম অনুষ্ঠান শিক্ষার্থী-শিক্ষক সম্মিলিতভাবে পালন করে। এছাড়াও প্রতি বছরই আয়োজিত হয় শিক্ষা সফর।

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "পরিক্রমা, মুসলিম মডার্ন একাডেমি"mmacademy.edu.bd। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২২
  2. "শিক্ষার্থী, মুসলিম মডার্ন একাডেমি"mmacademy.edu.bd। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২২
  3. "ফলাফল"banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২২