বিষয়বস্তুতে চলুন

শহীদ সালাহউদ্দিন সেনানিবাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শহীদ সালাহউদ্দিন সেনানিবাস
ঘাটাইল উপজেলা, টাঙ্গাইল জেলা
বাংলাদেশ সেনাবাহিনীর মনোগ্রাম
ধরনসেনানিবাস
ভবন/স্থাপনা/ক্ষেত্রের তথ্য
নিয়ন্ত্রকবাংলাদেশ সেনাবাহিনী

শহীদ সালাহউদ্দিন সেনানিবাস ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় অবস্থিত একটি সেনানিবাস।

কাঠামো

[সম্পাদনা]

এটি বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের প্রধান সদর দফতর।[]

ইতিহাস

[সম্পাদনা]

২০০৯ইং সালের ৯ই নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) ঘাটাইল ফিল্ড ফায়ারিং রেঞ্জে রিকোয়েলস রাইফেলের (গুলি ছোঁড়ার সময়ে পিছন দিকে বিশেষ ধাক্কা মারে না) প্রথম গোলাবারুদ নিক্ষেপ/অগ্নিসংযোগ প্রত্যক্ষ করেন। ২০১৪ ইং সালের ১২ই ফেব্রুয়ারি তারিখে একটি শেল বিস্ফোরণে দুই সেনা সৈন্য এবং বর্ডার গার্ডের তিনজন সৈনিক গুলিবিদ্ধ অবস্থায় মারা যান। ২০১৪ইং সালের ২8 আগস্ট, পরিত্যক্ত একটি শেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে তিনটি শিশু আহত হয়। ২০১৬ইং সালের ৫ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ক্যান্টনমেন্টে সন্ত্রাসবাদ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে যৌথ সামরিক কসরত অনুষ্ঠিত হয়। ২০১৬ সালে এই সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর তীরন্ধাজি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. SomoyEkattor। "টাঙ্গাইলে সেনাবাহিনী পরিচালিত টহল কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান"সময় একাত্তর :: Somoy Ekattor (ইংরেজি ভাষায়)। ২০২২-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০৩ 
  2. "বাংলাদেশ সেনাবাহিনী আরচ্যারী প্রতিযোগিতা সমাপ্ত"www.ispr.gov.bd। ৬ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৮