বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর
অবস্থান
তথ্য
প্রাক্তন নামবিএএফ শাহীন স্কুল
বিদ্যালয়ের ধরনবেসরকারী স্কুল ও কলেজ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
নীতিবাক্যশিক্ষা, সংযম, শৃঙ্খলা
প্রতিষ্ঠাকাল১৫ জুলাই ১৯৯৭ (স্কুল শাখা)
১২ জুন ২০১২ (কলেজ শাখা)
প্রতিষ্ঠাতাবাংলাদেশ বিমান বাহিনী
বিদ্যালয় বোর্ডঢাকা শিক্ষা বোর্ড
ইআইআইএন৪১৭০
অধ্যক্ষগ্রুপ ক্যাপ্টেন এস এম শামীমুল হক
শিক্ষকমণ্ডলীমোট : ৪৩+ জন
কলেজ শাখা : ১৬ জন
স্কুল শাখা : ২৭ জন
শিক্ষার্থী সংখ্যামোট : ১৬৫৯
কলেজ শাখা : ৫৮১
স্কুল শাখা : ১০৭৮
শ্রেণীশিশু–দ্বাদশ
শিক্ষা ব্যবস্থাজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)
ভাষাবাংলা
ক্যাম্পাসপল্লি
হাউস     কর্ণফুলী হাউজ
     যমুনা হাউজ
     মেঘনা হাউজ
     পদ্মা হাউজ
পোশাক:
বালিকা:
         আকাশী নীল ও সাদা
বালক:
         আকাশী নীল ও খাকী
ডাকনামবিএএফএসপিকেপি
বর্ষপুস্তকঅঙ্কুর
অন্তর্ভুক্তিশিক্ষা মন্ত্রণালয় (বাংলাদেশ)
ইআইআইএন১০৭৮৫৯
ওয়েবসাইটbafspkp.edu.bd

বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর বাংলাদেশ বিমান বাহিনী দ্বারা পরিচালিত বাংলাদেশের অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৫ জুলাই ১৯৯৭ খ্রিষ্টাব্দে "বিএএফ শাহীন স্কুল” বাংলা মাধ্যমে স্কুল হিসেবে যাত্রা শুরু করে। ২০১২ -১৩ শিক্ষাবর্ষে বিএএফ শাহীন স্কুলকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করার উদ্দেশ্যে "বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ পাহাড়কাঞ্চনপুর " নামকরণ করা হয়। বর্তমানে কলেজটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবং বাংলাদেশে বিমান বাহিনী শিক্ষা পরিদপ্তরের নিয়মানুযায়ী শিশু শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাকার্যক্রম চালু রয়েছে।[১][২][৩]

ইতিহাস[সম্পাদনা]

বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর ১৫ জুলাই ১৯৯৭ খ্রিষ্টাব্দে বাংলা মাধ্যমের স্কুল হিসেবে যাত্রা শুরু করে। ২৩ মার্চ ২০০৩ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ময়মনসিংহ অঞ্চল হতে নিম্ন মাধ্যমিক শাখার প্রাথমিক পাঠদানের অনুমতি পায়। ২০ সেপ্টেম্বর ২০০৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা কর্তৃক নিম্নমাধ্যমিক শাখার অস্থায়ী স্বীকৃতি পায়। ২৭ মার্চ ২০০৭ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা থেকে ৫ম শ্রেণি পর্যন্ত রেজিস্টেশন ভুক্ত হয়। ১৭ মে ২০০৭ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা কর্তৃক ৯ম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি পায় এবং ১১ জানুয়ারি ২০১২তারিখে মাধ্যমিক শাখা স্বীকৃতি পায়। পরবর্তীতে ২০১২ -১৩ শিক্ষাবর্ষে বিএএফ শাহীন স্কুলকে উচ্চ মাধ্যমিকবিদ্যালয়ে উন্নীত করার উদ্দেশ্যে বিএএফ শাহীন স্কুল ও কলেজ পাহাড়কাঞ্চনপুর নামকরণ করা হয়। এরই ধারবাহিকতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা কর্তৃক ১২ জুলাই ২০১২ তারিখে (বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায়) এবং ২২ এপ্রিল ২০১৪ তারিখে মানবিক শাখায় একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অনুমতি পায়। বর্তমানে কলেজটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবং বাংলাদেশে বিমান বাহিনী শিক্ষা পরিদপ্তরের নিয়মানুযায়ী শিশু শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাকার্যক্রম চালু রয়েছে। এখানে সহপাঠ কার্যক্রমের অংশ হিসেবে আন্তঃশাহীন ক্রিকেট, হকি, ফুটবল, ডিবেট, কুইজ, প্রতিযোগিতাসহ আরও অন্যান্য সহকার্যক্রম চালু রয়েছে। এসএসসি পরীক্ষা ২০১৪ সালে সম্মিলিত মেধা তালিকায় টাংগাইল জেলায় ৫ম স্থান অধিকার করে।[১]

অনুষদ[সম্পাদনা]

এখানে বাংলা বিভাগে পড়ানো হয়। প্রতিষ্ঠানের তিনটি অংশে বিভক্ত।

  • প্রাথমিক বিভাগ (কেজি থেকে পঞ্চম শ্রেণি)
  • জুনিয়র মাধ্যমিক ও মাধ্যমিক (ষষ্ঠ থেকে দশম শ্রেণি)
  • কলেজ (একাদশ ও দ্বাদশ শ্রেণি)

ক্লাব[সম্পাদনা]

  • বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর স্পেলিং ক্লাব

বিএএফ শাহীন কলেজসমূহ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "BAF Shaheen School and College Paharkanchanpur"bafspkp.edu.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০২ 
  2. "Bangladesh Air Force"baf.mil.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. প্রতিবেদক, নিজস্ব। "সখীপুরে সেরা বিএএফ শাহীন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৮