বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়
বশেমুরমেই লোগো.svg
অন্যান্য নাম
মেরিটাইম বিশ্ববিদ্যালয়
নীতিবাক্য
আমরা সামুদ্রিক উৎকর্ষের জন্য চেষ্টা করি
বাংলায় নীতিবাক্য
We strive for maritime excellence
ধরনপাবলিক বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০১৩
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, বাংলাদেশ নৌবাহিনী
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যরিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা
ঠিকানা
প্লট নং ১৪/০৬-১৪/২৩, পল্লবী, মিরপুর-১২
, ,
১২১৬
,
শিক্ষাঙ্গনশহুরে; ঢাকা এবং চট্টগ্রাম (১০৬.৬ একর)
ভাষাইংরেজি
পোশাকের রঙনীল
সংক্ষিপ্ত নামবশেমুরমেবি
ওয়েবসাইটwww.bsmrmu.edu.bd
মানচিত্র

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ৩৭তম সরকারি বিশ্ববিদ্যালয়[২] এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের ১২তম মেরিটাইম বিশ্ববিদ্যালয়। নীল অর্থনীতি (ব্লু ইকোনমি) অর্জনের লক্ষ্যে মেরিটাইম বিষয়ক উচ্চতর পড়াশুনার জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম 'বিশেষায়িত' বিশ্ববিদ্যালয় এটি। পাশাপাশি এখান থেকে মেরিন ক্যাডেটদের আন্তর্জাতিক মানসম্পন্ন 'ব্যাচেলর অব মেরিটাইম সায়েন্স' ডিগ্রি দেয়া হয়।[৩][৪]

ইতিহাস[সম্পাদনা]

২০১৩ সালে মেরিন ও মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চ শিক্ষার জন্য প্রথম এবং একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।[৫] বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো স্নাতক (সম্মান) শ্রেণী চালুর অংশ হিসেবে ৩ জানুয়ারি ২০১৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের মিরপুর পল্লবীস্থ অস্থায়ী ক্যাম্পাসে ধরিত্রী ও সমুদ্রবিজ্ঞান অনুষদ এর অধীনে বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি এর ১ম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

২০১৯ সালের জুলাই মাসে থেকে চট্টগ্রামে ১০৬.৬ একর জমির উপর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হয়েছে। ২০২১ সালে প্রথম ধাপে এবং ২০২৫ সালে দ্বিতীয় ধাপে পূর্ণাঙ্গ ক্যাম্পাস নির্মাণ সম্পন্ন হবে। এক্ষেত্রে প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে।[৬]

উপাচার্যদের তালিকা[সম্পাদনা]

ক্রম নাম দায়িত্ব গ্রহণ দায়িত্ব হস্তান্তর
রিয়ার অ্যাডমিরাল এ এস এম বাতেন ২০১৪ ২০১৮
রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল ২০১৮ ২০২৩
রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা ২০২৩ বর্তমান

অনুষদসমূহ[সম্পাদনা]

ভবন-১ (ঢাকা ক্যাম্পাস)
ভবন-২ (ঢাকা ক্যাম্পাস)

সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান, নিরাপদ জাহাজ চলাচল ব্যবস্থাপনা ও প্রশাসন, নৌ-প্রকৌশল ও প্রযুক্তি, সমুদ্রবিজ্ঞান, আন্তর্জাতিক মেরিটাইম আইন ইত্যাদি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান ও গবেষণার লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়ে মোট ৭ টি অনুষদের অধিনে ৩৮ টি বিভাগ চালু রয়েছে। তবে শুধুমাত্র ৫টি বিভাগ স্নাতক পর্যায়ের জন্য চালু রয়েছে। এছাড়াও পাশাপাশি ব্যাচেলর অব মেরিন সায়েন্সও চালু রয়েছে মেরিন ক্যাডেটদের জন্য। এর বাইরে কিছু অতিরিক্ত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিও দেয়া হচ্ছে। ভবিষ্যতে এসব অনুষদ থেকে স্নাতক ডিগ্রিও দেয়া হবে।[৭]

মেরিটাইম শাসন ও নীতি অনুষদ[সম্পাদনা]

  • মেরিটাইম আইন ও নীতি বিভাগ
  • মেরিটাইম নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন বিভাগ
  • মেরিটাইম নিরাপত্তা প্রশাসন বিভাগ

জাহাজ প্রশাসন অনুষদ[সম্পাদনা]

  • মেরিটাইম বিজ্ঞান বিভাগ
  • বন্দর ও নৌপরিবহন ব্যবস্থাপনা বিভাগ[৮]
  • পরিবহন ও লজিস্টিক ব্যবস্থাপনা বিভাগ

ধরিত্রী ও সমুদ্র বিজ্ঞান অনুষদ[সম্পাদনা]

  • সমুদ্রবিজ্ঞান ও জলবিজ্ঞান বিভাগ
  • খনি বিভাগ
  • সামুদ্রিক মৎস্য ও জলজচাষ বিভাগ[৯]
  • সামুদ্রিক জীববিজ্ঞান বিভাগ
  • জেনেটিক প্রকৌশল ও জৈবপ্রযুক্ত বিভাগ
  • পরিবেশ অধ্যয়ন বিভাগ

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ[সম্পাদনা]

  • নৌ স্থাপত্য ও অফশোর প্রকৌশল বিভাগ
  • মহাসাগর প্রকৌশল বিভাগ
  • সামুদ্রিক প্রকৌশল বিভাগ
  • পোতাশ্রয় ও নদী প্রকৌশল বিভাগ
  • তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগ
  • টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগ
  • নিয়ন্ত্রণ প্রকৌশল ও মেকাট্রনিক্স বিভাগ

কম্পিউটার বিজ্ঞান ও ইনফরম্যাটিকস অনুষদ[সম্পাদনা]

  • কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগ
  • সফটওয়্যার ও নেটওয়ার্ক প্রকৌশল বিভাগ
  • তথ্য ব্যবস্থা নিরাপত্তা বিভাগ

মেরিটাইম ব্যবসা অধ্যয়ন অনুষদ[সম্পাদনা]

  • ব্যবস্থাপনা বিভাগ
  • হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ
  • অর্থ বিভাগ
  • অর্থনীতি বিভাগ
  • বিপণন বিভাগ
  • সামুদ্রিক পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগ

সাধারণ শিক্ষা অনুষদ[সম্পাদনা]

  • ইংরেজি বিভাগ
  • গণিত বিভাগ
  • পদার্থবিজ্ঞান বিভাগ
  • রসায়ন বিভাগ
  • প্রাণরসায়ন বিভাগ
  • সামাজিক বিজ্ঞান ও নৃতত্ত্ব বিভাগ
  • বস্তুবিজ্ঞান বিভাগ
  • আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
  • ইতিহাস বিভাগ
  • ভূমি প্রশাসন ও পানি ব্যবস্থাপনা বিভাগ

স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

উল্লিখিত কোর্সের বাইরে অন্যান্য কিছু বিষয়ে মাস্টার্স ডিগ্রিও প্রদান করা হয়:

  • জাহাজ ব্যবস্থাপনা অনুষদ
    • মাস্টার্স ইন পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট
  • ব্যবসায় শিক্ষা অনুষদ
    • এমবিএ ইন মেরিটাইম বিজনেস
    • এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
  • মেরিটাইম বিজ্ঞান
    • মাস্টার্স অব মেরিটাইম বিজ্ঞান

শর্ট (সার্টিফিকেট) কোর্স[সম্পাদনা]

  • সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
  • ফ্রেইট ফরোয়ার্ডিং
  • মেরিন ইন্সুরেন্স অ্যান্ড ক্লেইম
  • বিপজ্জনক পণ্য নিয়ন্ত্রণ ও পরিবহন

ইনস্টিটিউটসমূহ[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ১টি ইনস্টিটিউট রয়েছে এবং শীঘ্রই আরো ৩টি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবে।

বঙ্গোপসাগর ও বাংলাদেশ শিক্ষা ইনস্টিটিউট[সম্পাদনা]

Institute of Bay of Bengal and Bangladesh Studies, Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University (BSMRMU).jpg


প্রতিষ্ঠা: ২০১৯

অবস্থান: পদ্মা ভবন

পরিচালক: ক্যাপ্টেন ওয়াহিদ হাসান কুতুব উদ্দিন[১০]

নবায়নযোগ্য শক্তি ও মেরিন সম্পদ ইনস্টিটিউট[সম্পাদনা]

প্রস্তাবিত

দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট[সম্পাদনা]

প্রস্তাবিত

আধুনিক ভাষা ইনস্টিটিউট[সম্পাদনা]

প্রস্তাবিত

গবেষণা কেন্দ্র[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণার জন্য বর্তমানে একটি গবেষণা কেন্দ্র আছে:

  • স্নাতকোত্তর গবেষণা ব্যবস্থাপনা ও প্রযুক্তি স্থানান্তর কেন্দ্র [১১]

অবস্থান[সম্পাদনা]

  • স্থায়ী ক্যাম্পাস

হামিদচর, বাকলিয়া, চট্টগ্রাম।

  • অস্থায়ী ক্যাম্পাস

পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

কেন্দ্রীয় গ্রন্থাগার[সম্পাদনা]

শিক্ষার্থীদের পড়ার এবং বই নেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব গ্রন্থাগার বা লাইব্রেরি আছে। এখানে শিক্ষার্থীরা চাইলে বই পড়তে পারে কিংবা নির্দিষ্ট সময়ের জন্য বাসায়ও নিয়ে যেতে পারে।

কেন্দ্রীয় মিলনায়তন[সম্পাদনা]

ভবন-১ এর পঞ্চম তলায় একটি বড় এবং অত্যাধুনিক সুবিধা সংবলিত মিলনায়তন রয়েছে। এতে আধুনিক সাউন্ড সিস্টেম, মাল্টিমিডিয়া প্রজেক্টের এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল অনুষ্ঠান, লেকচার, সেশন ইত্যাদি এখানেই আয়োজন করা হয়।

আবাসিক হল[সম্পাদনা]

শিক্ষার্থীদের থাকার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে ২টি আবাসিক হল রয়েছে। হলদুইটি মিরপুর ডিওএইচএসে অবস্থিত। আবাসিক হলদুইটিতে অত্যাধুনিক সকল প্রকারের সুযোগ-সুবিধা বিদ্যমান। হলদুইটি হল:

  • হল-১ (মেল উইং)
  • হল-২ (ফিমেল উইং)

স্বাস্থ্য কেন্দ্র[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য রক্ষার মৌলিক সুবিধাদি সংবলিত একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এটি ভবন-১ এর নিচতলায় অবস্থিত। পাশাপাশি জরুরি সেবার জন্য বিশ্ববিদ্যালয়ের একটি আধুনিক অ্যাম্বুলেন্সও রয়েছে।

ক্যাফেটেরিয়া[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়ে মোট ২ টি ক্যাফেটেরিয়ার ব্যবস্থা আছে। এগুলোতে সকাল ও দুপুরের খাবার পাওয়া যায়। এগুলো সকাল ০৮:৩০ থেকে বিকেল ০৫:০০ পর্যন্ত খোলা থাকে। এখানে একটি এলইডি টেলিভিশন এবং নিরাপদ পানির ব্যবস্থা আছে। ক্যাফেটেরিয়ার তালিকা:

  • পদ্মা ভবন ক্যাফেটেরিয়া (২য় তলা)
  • মেঘনা ভবন ক্যাফেটেরিয়া (৩য় তলা)
পদ্মা ভবন ক্যাফেটেরিয়া

বঙ্গবন্ধু কর্ণার[সম্পাদনা]

ভবন-১ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে একটি কর্ণার তৈরি করা হয়েছে, যার নাম বঙ্গবন্ধু কর্ণার

সহযোগী বিশ্ববিদ্যালয়[সম্পাদনা]

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির সাথে দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতার চুক্তি রয়েছে। [১২]

আন্তর্জাতিক[সম্পাদনা]

জাতীয়[সম্পাদনা]

ক্লাব ও সংগঠনসমূহ[সম্পাদনা]

বশেমুরমেইউতে বর্তমানে ৭টি সক্রিয় ক্লাব রয়েছে:

  • বশেমুরমেইউ সায়েন্স ক্লাব
  • বশেমুরমেইউ রিসার্চ ক্লাব
  • বশেমুরমেইউ কালচারাল ক্লাব
  • বশেমুরমেইউ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব
  • বশেমুরমেইউ হাইকিং ক্লাব
  • বশেমুরমেইউ বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ক্লাব
  • বশেমুরমেইউ ফটোগ্রাফিক সোসাইটি

অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? | Shikkha Web Ask"শিক্ষা ওয়েব। ২০২২-০৪-১৬। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০১ 
  2. List of Public University - UGC
  3. "Welcome to BSMR Maritime University, Bangladesh"। ২১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৯ 
  4. "Admission notice"। ২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ভার্সিটি প্রতিষ্ঠিত দৈনিক জনকন্ঠ | প্রকাশিত: ৫ জানুয়ারি ২০১৭
  6. বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে বাংলানিউজ২৪.কম | প্রকাশিত: ২১ জুলাই, ২০১৯
  7. বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ আগস্ট ২০২০ তারিখে প্রথম আলো
  8. Islam, Md Mirazul (২০২২-০১-০২)। "পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস (বন্দর ব্যবস্থাপনা ও সরবরাহ) – সাবজেক্ট রিভিউ | Shikkha Web Blog"শিক্ষা ওয়েব ব্লগ। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২১ 
  9. শিমুল, মু. আশরাফুল আলম শিমুল (২০২১-০৩-৩১)। "মেরিন ফিশারিজ (সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান) – সাবজেক্ট রিভিউ | Shikkha Web Blog"Shikkha Web Blog। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২০ 
  10. "প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ"। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  11. "Research Centre"। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২০ 
  12. "Collaboration - BSMR Maritime University"। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০ 
  13. "অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা" 

বহিঃসংযোগ[সম্পাদনা]