নিকেতন
নিকেতন | |
---|---|
এলাকা | |
নিকেতন আবাসিক এলাকা, গুলশান নিকেতন হাউজিং সোসাইটি | |
স্থানাঙ্ক: ২৩°৪৬′২৯″ উত্তর ৯০°২৪′৪৩″ পূর্ব / ২৩.৭৭৪৫৯৪° উত্তর ৯০.৪১২০০৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
সিটি কর্পোরেশন | ঢাকা উত্তর সিটি কর্পোরেশন |
জেলা | ঢাকা জেলা |
থানা | গুলশান থানা, এইচ-৩২, ১১৫ গুলশান এভিনিউ, গুলশান-২ |
সংসদীয় আসন | ঢাকা-১৭ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+০৬:০০) |
এলাকা কোড | ১২১২ |
ওয়েবসাইট | নিকেতন সোসাইটি |
নিকেতন (যা নিকেতন আবাসিক এলাকা, গুলশান বা নিকেতন হাউজিং সোসাইটি নামেও পরিচিত) হলো বাংলাদেশের ঢাকার একটি অভিজাত আবাসিক এলাকা।[১][২] নিকেতন ঢাকার গুলশান থানা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডেরও একটি অংশ।[৩][৪]
ভূগোল
[সম্পাদনা]নিকেতন ২৩°৪৬′২৯″ উত্তর ৯০°২৪′৪৩″ পূর্ব / ২৩.৭৭৪৫৯৪° উত্তর ৯০.৪১২০০৩° পূর্ব-এ অবস্থিত। নিকেতনের চারদিকে গুলশান-১, মহাখালী,[৫] তেজগাঁও ও হাতিরঝিল এলাকা রয়েছে। নিকেতনের পাশে গুলশান লেক নামে একটি হ্রদ রয়েছে।[৬] নিকেতন এলাকায় মোট চৌদ্দটি রাস্তা রয়েছে এবং রাস্তার নম্বরগুলো হলো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১৯, ১১, ১২, ১৩ এবং ১৪।[৭][৮] নিকেতন এলাকায় ব্লকও রয়েছে এবং ব্লকগুলো হলো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এবং এইচ।[৯] এটি আবাসিক এলাকা হলেও এ এলাকায় বেশকিছু অফিস নির্মাণ করা হয়েছে। নিকেতনের ঠিক পাশেই শহীদ ডা. ফজলে রাব্বি পার্ক নামে একটি পার্ক বা উদ্যান রয়েছে।[১০][১১]
ইতিহাস
[সম্পাদনা]নিকেতন আবাসিক এলাকা যা নিকেতন হাউজিং সোসাইটি নামেও পরিচিত, ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি আবাসন প্রকল্প ছিল। এলাকার সোসাইটির নাম নিকেতন ওয়েলফেয়ার সোসাইটি।[১২] এই আবাসিক এলাকায় ৫টি ফটক রয়েছে। এটি ঢাকার অন্যতম অভিজাত আবাসিক এলাকা। পূর্বে এই জায়গায় ভোলা গ্রাম নামে একটি প্রাচীন গ্রাম ছিল।[১৩][১৪] ১৯৬১ সালে গুলশান একটি পরিকল্পিত মডেল টাউন হিসাবে প্রতিষ্ঠিত হয়, তখন এর নিজস্ব পৌরসভা ছিল। ১৯৬৪ সালে পার্শ্ববর্তী বনানী মডেল টাউন প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ সালে গুলশান থানা প্রতিষ্ঠিত হয়।[১৫] ১৯৮২ সালে গুলশান পৌরসভা বিলুপ্ত হয়।[১৬] ১৯৮৪ সালে, গুলশান ও মিরপুর পৌরসভাকে বিলুপ্ত করে ঢাকার সাথে অন্তর্ভুক্ত করা হয়।[১৭]
২০১৯ সালের ১৮ নভেম্বর এই নিকেতন এলাকার ৬ নম্বর রোডে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা না মেনে বাড়ির অবৈধভাবে বর্ধিত অংশ নির্মাণ করায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত বাড়ির মালিক চলচ্চিত্র অভিনেতা শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের কারাদণ্ডাদেশ দেন।[১৮][১৯][২০]
২০২৩ সালের মার্চ মাসে ঢাকার নিকেতন এলাকায় এসি বিস্ফোরণে দুজন দগ্ধ হন।[২১][২২]
চিত্রশালা
[সম্পাদনা]-
এলাকার উপরের দৃশ্য
-
গুলশান থানাধীন নিকেতন, গুলশান ও মহাখালী এলাকার আংশিক দৃশ্য
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "রাজউক অনুমোদিত বেসরকারি আবাসন প্রকল্প ৩৬টি"। বণিক বার্তা।
- ↑ "নিকেতন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
- ↑ "Population Census 2011: Dhaka Table C-01" (PDF)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৩।
- ↑ "গুলশান-বারিধারা-নিকেতন-বনানীর ৮৫ শতাংশ বাড়ির স্যুয়ারেজ লাইন লেক-ড্রেনে"। ডেইলি স্টার।
- ↑ "From Niketan to Mohakhali: A Rickshaw Odyssey"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-১৭।
- ↑ "Yellow rickshaw scheme misses the mark"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ২০১৬-১০-১৬।
- ↑ "গুলশান, বনানী ও নিকেতনের বাসিন্দাদের নৌকায় চলাচলের আহ্বান"। দৈনিক ইত্তেফাক।
- ↑ "Niketan takes extraordinary steps to protect residents"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। মার্চ ২৬, ২০২০।
- ↑ "DNCC to set up app-based parking locations in Gulshan to reduce traffic slowdowns"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। ২০২২-১১-১৪।
- ↑ "Shahid Dr Fazle Rabbi Park: An ideal example of an urban community park"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। মার্চ ১৩, ২০২৪।
- ↑ "Renovated Fazle Rabbi Park in Gulshan-1 opens for public"। ঢাকা ট্রিবিউন। ১ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "পণ্য ডেলিভারি ভ্যান থেকেও টাকা নিচ্ছে নিকেতন সোসাইটি"। দৈনিক প্রথম আলো।
- ↑ জাহিদ সাদেক (২৮ অক্টোবর ২০১৯)। "গুলশান ভুলে গেছে ভোলা গ্রামের কথা"। রাইজিং বিডি।
- ↑ "OP-ED: Can a city be equal for all?"। ২১ নভেম্বর ২০২০।
- ↑ ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "গুলশান থানা"। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ Ghafur, Shayer (২১ এপ্রিল ২০০৬)। "The Future of Gulshan South Park"। ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০০৬-১১-১৫।
- ↑ সৈয়দ আলী মর্তুজা, "রুরাল-উরবান মাইগ্রেশন ইন বাংলাদেশ: কজেস অ্যান্ড এফেক্টস" (বাংলাদেশে গ্রামীণ-শহুরে অভিবাসন: কারণ ও প্রভাব), পৃষ্ঠা ৫৯, ডায়েট্রিচ রাইমার, বার্লিন ১৯৯২
- ↑ "শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা"। প্রথম আলো। ১৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৯।
- ↑ "শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের"। যুগান্তর। ১৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৯।
- ↑ "নকশা না মেনে বাড়ি, শাকিব খানকে জরিমানা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৮ নভেম্বর ২০১৯। ১৯ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৯।
- ↑ "2 burnt in AC blast at Dhaka's Niketan area"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)।
- ↑ Report, Star Digital (মার্চ ৫, ২০২৩)। "Niketan AC Blast: One succumbs to injuries"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- উইকিমিডিয়া কমন্সে নিকেতন সম্পর্কিত মিডিয়া দেখুন।
ঢাকা বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |