৩০নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

৩০নং ওয়ার্ড হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড, যা অঞ্চল-৪ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ৩০ ঢাকা মহানগর পুলিশের চকবাজার থানায় অবস্থিত এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-৭ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন মোহাম্মদ ইরফান সেলিম।

বিবরণ[সম্পাদনা]

ওয়ার্ড নম্বর ৩০ ঢাকা মহানগরের হাকিম হাবিবুর রহমান রোড, রাবার বোস ষ্ট্রীট, সোয়ারী ঘাট পূর্ব এবং পশ্চিম, রুই হাট্রা, বড় কাটারা, ছোট কাটারা, দেবীদাস ঘাট লেন, কমিটি গঞ্জ, চম্পাতলী লেন, জুম্মম বেপারী লেন, রজনী বোস লেন, রায় ঈশ্বরচন্দ্র শীল বাহাদুর ষ্ট্রীট, মহিউদ্দিন লেন, জাদব নারায়নদাস লেন, ইমাম গঞ্জ, মেটফোর্ড রোড এলাকা নিয়ে গঠিত।

ইতিহাস[সম্পাদনা]

কাউন্সিলর[সম্পাদনা]

নির্বাচন কাউন্সিলর! রাজনৈতিক দল সূএ

১৯৮৮

আনিসুর রহমান জাতীয় পার্টি
২০১৫ মোহাম্মদ হাসান বাংলাদেশ আওয়ামী লীগ
২০২০ মোহাম্মদ ইরফান সেলিম [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাংলাদেশ গেজেট (মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীগণের তালিকা)" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২০