৫৬নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
অবয়ব
৫৬নং ওয়ার্ড হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিন নং অঞ্চলের একটি প্রশাসনিক ওয়ার্ড, যা প্রাক্তন সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদ ছিল। মেগাসিটি ঢাকার কামরাঙ্গীরচর থানায় ওয়ার্ড নং ৫৬ অবস্থিত এবং এ ওয়ার্ডটি ঢাকা-২ জাতীয় সংসদের নির্বাচনী এলাকার অন্তর্গত। কাউন্সিলর নামঃ মোহাম্মদ হোসেন এবং এপিএস ইয়াসিন আহম্মেদ মাহিন
বিবরণ
[সম্পাদনা]ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডটি পুরান ঢাকার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর, পশ্চিম রসুলপুর, দক্ষিণ রসুলপুর, বড়গ্রাম পশ্চিমাংশ, বড়গ্রাম,ইসলাম নগর, আলী নগর, পশ্চিম আশ্রাফাবাদ, হুজুরপাড়া, এলাকা নিয়ে গঠিত।[১] এ ওয়ার্ডের জনসংখ্যা প্রায় ৫ লাখ। ভোটার সংখ্যা ৭০,০৪৮জন।ওয়ার্ডটিতে ০৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ০২টি উচ্চ বিদ্যায়, ০১ টি কলেজ, খেলার মাঠ ০৩ টি, ঈদ গাঁ একটি।
ইতিহাস
[সম্পাদনা]কাউন্সিলর ও নির্বাচনী ফলাফল
[সম্পাদনা]নির্বাচন | কাউন্সিলর | রাজনৈতিক দল | সূত্র | |
---|---|---|---|---|
২০১৫ | মোহাম্মদ হোসেন | বাংলাদেশ আওয়ামী লীগ | [২] | |
২০২০ | মোহাম্মদ হোসেন | বাংলাদেশ আওয়ামী লীগ |
- নির্বাচনের ফলাফল
দল | বিজিত আসন | পূর্ববর্তী নির্বাচনের তুলনায় আসনসংখ্যার পরিবর্তন |
---|---|---|
বাংলাদেশ আওয়ামী লীগ | ৩৭ | |
আওয়ামী বিদ্রোহী | ৪ | |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ৭ | |
জাতীয় পার্টি (এরশাদ) | ||
নির্দল | ৮ | |
উৎস: দৈনিক ইত্তেফাক |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "লোকেশন ও আয়তন"। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "সিংহভাগ কাউন্সিলর পদে আওয়ামী লীগের জয়"। দৈনিক ইত্তেফাক। ৩০ এপ্রিল ২০১৫। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৬।