৬১নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

৬১নং ওয়ার্ড হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড, যা অঞ্চল-১০ এর অন্তর্গত। এটি পূর্বে দনিয়া ইউনিয়নের অংশ ছিল, ২০১৭ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরশনের অন্তর্ভুক্ত করা হয়। ওয়ার্ড নং ৬১ ঢাকা মহানগরের কদমতলী থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-৪ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন জুম্মন মিয়া।
বিবরণ
[সম্পাদনা]ওয়ার্ড নং ৬১ ঢাকা মহানগরের নুরবাগ, পুরাতন দনিয়া-১, পুরাতন দনিয়া-২, দক্ষিণ দনিয়া-১, দক্ষিণ দনিয়া-২, সরাই, দক্ষিণ কুতুবখালী, কবিরাজবাগ, রসুলপুর (৩ নম্বর ওয়ার্ডের অংশ), রসুলপুর (৪ নম্বর ওয়ার্ডের অংশ), দাসপাড়া, নয়াপাড়া ও উত্তর দনিয়া এলাকা নিয়ে গঠিত।
ইতিহাস
[সম্পাদনা]২০১৭ সালের পূর্বে এটি দনিয়া ইউনিয়নের ১, ৩, ও ৪ নং ওয়ার্ড ছিল। ২০১৭ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিত করলে এটি ৬১ নং ওয়ার্ড হিসেবে আত্মপ্রকাশ করে।[১]
কাউন্সিলর
[সম্পাদনা]| নির্বাচন | কাউন্সিলর | রাজনৈতিক দল | সূত্র | |
|---|---|---|---|---|
| ২০২০ | জুম্মন মিয়া | [২] | ||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ঢাকার দুই সিটিতে নতুন ৩৬ ওয়ার্ড"। বিডিনিউজ। ৫ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "বাংলাদেশ গেজেট (মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীগণের তালিকা)" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২০।