ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন, ২০২০

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন, ২০২০

নিবন্ধিত ভোটার৩০,১২,৫০৯
ভোটের হার২৫.৩০ (হ্রাস ৫.৭৫%
মেয়র নির্বাচন
১ ফেব্রুয়ারি ২০২০
 
মনোনীত আতিকুল ইসলাম তাবিথ আউয়াল
দল আওয়ামী লীগ বিএনপি
জনপ্রিয় ভোট ৪,৪৭,২১১ ২,৬৪,১৬১
শতকরা ৫৮.৬৭% ৩৪.৬৬%

নির্বাচনের পূর্বে মেয়র

আতিকুল ইসলাম
আওয়ামী লীগ

নির্বাচিত মেয়র

আতিকুল ইসলাম
আওয়ামী লীগ

কাউন্সিলর নির্বাচন
১ ফেব্রুয়ারি ২০২০
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৭২টি আসন
দল নেতা আসন +/–
আওয়ামী লীগ আতিকুল ইসলাম ৬২ +৪১
বিএনপি তাবিথ আউয়াল
জাতীয় পার্টি
স্বতন্ত্র -৬

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়র নির্বাচনে মোট ৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামের জয়লাভ করেন।[১] তবে, প্রধান বিরোধী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তাবিথ মুহাম্মদ আউয়াল ফলাফল প্রত্যাখ্যান করেন।[২]

এটি ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের পাশাপাশি সম্পূর্ণরূপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে পরিচালিত বাংলাদেশের প্রথম বড় নির্বাচন। এর আগে দেশটিতে ইভিএমের সীমিত ব্যবহার ছিল। ক্ষমতাসীন আওয়ামী লীগ ইভিএম গ্রহণকে সমর্থন করে। বিএনপি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতারা বলেন, তারা আশঙ্কা করছেন ভোট কারচুপির জন্য মেশিন ব্যবহার করা হবে।[৩]

ফলাফল[সম্পাদনা]

মেয়র নির্বাচন[সম্পাদনা]

মেয়র নির্বাচনের ফলাফল[৪]
প্রার্থী দল ভোট শতাংশ +/-
আতিকুল ইসলাম আওয়ামী লীগ ৪,৪৭,২১১ ৫৮.৬৭ -৩০.৮৩
তাবিথ আউয়াল বিএনপি ২,৬৪,১৬১ ৩৪.৬৬ নতুন
শেখ ফজলে বারী মাসউদ ইসলামী আন্দোলন ২৮,২০০ ৩.৭০ ১.৬৪
আহমেদ সাজেদুল সিপিবি ১৫,১২২ ১.৯৮ নতুন
শাহিন খান এনপিপি ৩,৮৫৩ ০.৫১ -০.৪৪
আনিসুর রহমান দেওয়ান পিডিপি ২,১১১ ০.২৮ -০.৬৪
প্রত্যাখ্যাত ব্যালট ১,৫৩০ ০.২০ -১.৭৯
সংখ্যাগরিষ্ঠতা ১,৮৩,০৫০ ২৪.০২ -৫৯.৪২
ভোটদান ৭,৬২,১৮৮ ২৫.৩০ -৫.৭৫
মোট নিবন্ধিত ভোটার ৩০,১২,৫০৯ হ্রাস ০.৭৬
আওয়ামী লীগ পুনরায় জয়ী হয়েছে সুয়িঙ -৩২.৭৪৫

কাউন্সিলর নির্বাচনের ফলাফল[সম্পাদনা]

কাউন্সিলর নির্বাচনের ফলাফল
দল আসন জিতেছে আসন পরিবর্তন
বাংলাদেশ আওয়ামী লীগ ৬২ বৃদ্ধি ৪১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল অপরিবর্তিত
জাতীয় পার্টি (এরশাদ) অপরিবর্তিত
স্বতন্ত্র হ্রাস

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ঢাকার দুই সিটিতে নির্বাচিতদের গেজেট প্রকাশ"bdnews24.com। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৩ 
  2. "বিএনপির নিরুত্তাপ হরতাল পালন"যুগান্তর। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৩ 
  3. "ঢাকা সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার: আলোচনার মাধ্যমে ব্যবহারের পরামর্শ"পার্স টুডে বাংলা। ৩ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৩ 
  4. "ফের ঢাকা উত্তরের মেয়র আতিকুল"banglanews24.com। ২ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৩