সেন্টমার্টিন ইউনিয়ন
সেন্টমার্টিন | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে সেন্টমার্টিন ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২০°৩৮′১৫″ উত্তর ৯২°১৯′১৯″ পূর্ব / ২০.৬৩৭৫০° উত্তর ৯২.৩২১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | টেকনাফ উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মুজিবুর রহমান |
আয়তন | |
• মোট | ৮ বর্গকিমি (৩ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৬,৭২৯ |
• জনঘনত্ব | ৮৪০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ১৫.১৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৬০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
সেন্টমার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এটি একটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্ব-দক্ষিণের ইউনিয়ন। এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা।
আয়তন[সম্পাদনা]
সেন্টমার্টিন ইউনিয়নের আয়তন ১৯৭৭ একর (৮ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সেন্টমার্টিন ইউনিয়নের লোকসংখ্যা ৬,৭২৯ জন। এর মধ্যে পুরুষ ৩,৫৬৬ জন এবং মহিলা ৩,১৬৩ জন।[১]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
টেকনাফ উপজেলার সর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরের মাঝে সেন্টমার্টিন ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৪২ কিলোমিটার। এ ইউনিয়নের চতুর্দিকে বঙ্গোপসাগর, তবে উত্তরে টেকনাফ উপজেলার মূল ভূখণ্ডের সাবরাং ইউনিয়ন এবং পূর্বে মায়ানমারের মূল ভূখণ্ডের রাখাইন প্রদেশ অবস্থিত।
নামকরণ[সম্পাদনা]
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিন এর মতে, ১৯০০ খ্রিস্টাব্দে দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়, তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয়।[২]
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
সেন্টমার্টিন ইউনিয়ন টেকনাফ উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম টেকনাফ মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৭নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- পুর্বপাড়া
- পশ্চিমপাড়া
- দক্ষিণপাড়া
- উত্তরপাড়া
- নজরুলপাড়া
- মাঝেরপাড়া
- ডেইলপাড়া
- কোনারপাড়া
- গলাচিপাপাড়া
- আশ্রয়ন কলোনি পাড়া
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
সেন্টমার্টিন ইউনিয়নের সাক্ষরতার হার ১৫.১৩%।[৩] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[১]
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- মাধ্যমিক বিদ্যালয়:
- সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজ
- প্রাথমিক বিদ্যালয়সমূহ:
- জিঞ্জিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ঃ
- সেন্টমার্টিন ক্রিড প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণপাড়া শেখ রাশেল প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
সেন্টমার্টিন ইউনিয়নে যোগাযোগের প্রধান পথ হল নৌপথ। টেকনাফ উপজেলার মূল ভূখণ্ড থেকে ট্রলার, স্পীড বোট, জাহাজ ইত্যাদি নৌযানের মাধ্যমে এ ইউনিয়নে যাওয়া যায়।[১]
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
সেন্টমার্টিন ইউনিয়নে ১৯টি মসজিদ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য_পুর্বপাড়া জামে মসজিদ ও মাঝেরপাড়া জামে মসজিদ আর উল্লেখযোগ্য মাদ্রাসা হলো ইসলামিক রিসার্চ সেন্টার ও মাঝের পাড়া বড় মাদ্রাসা।
খাল ও নদী[সম্পাদনা]
সেন্টমার্টিন ইউনিয়নের চতুর্দিকে বঙ্গোপসাগর।[১]
হাট-বাজার[সম্পাদনা]
সেন্টমার্টিন ইউনিয়নের প্রধান হাট-বাজার হল পূর্বপাড়া বাজার।[৪]
দর্শনীয় স্থান ও বিষয়াবলি[সম্পাদনা]
- সমুদ্র সৈকত
- ছেঁড়া দ্বীপপুঞ্জ
- মেরিনপার্ক-গলাচিপা
- পাথরের মানুষ
- পাথরের প্রাকৃতিক বাঁধ
- সারি সারি নারিকেল গাছ
- বড় পাথরের বাঁদ/দারুচিনি দ্বীপ
- হুমায়ূন আহমেদের বাড়ি
- সূর্যোদয় ও সূর্যাস্ত
- পূর্ণিমা
- শত প্রজাতির সামুদ্রিক মাছ
- নানান ডিজাইনের নৌকা
- সাগরের বুকে বিশুদ্ধ মিষ্টি পানি
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- চেয়ারম্যান: মুজিবুর রহমান
<ref=http://saintmartinup.coxsbazar.gov.bd/site/page/c4b22c90-2144-11e7-8f57-286ed488c766%7Cশিরোনাম=বর্তমান[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] পরিষদ - সেন্ট মার্টিন ইউনিয়ন - সেন্ট মার্টিন ইউনিয়ন|কর্ম=saintmartinup.coxsbazar.gov.bd|সংগ্রহের-তারিখ=৬ জানুয়ারি ২০১৮|আর্কাইভের-তারিখ=৩০ ডিসেম্বর ২০১৭|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20171230105017/http://saintmartinup.coxsbazar.gov.bd/site/page/c4b22c90-2144-11e7-8f57-286ed488c766%7Cইউআরএল-অবস্থা=অকার্যকর}}</ref>
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ "এক নজরে ০৬ নং সেন্ট মার্টিন ইউনিয়ন - সেন্ট মার্টিন ইউনিয়ন - সেন্ট মার্টিন ইউনিয়ন"। saintmartinup.coxsbazar.gov.bd। ৩০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৮।
- ↑ "সেন্ট মার্টিন দ্বীপ যেভাবে বাংলাদেশের অংশ হলো"। bbc.com।
- ↑ "টেকনাফ উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "হাট বাজারের তালিকা - সেন্ট মার্টিন ইউনিয়ন - সেন্ট মার্টিন ইউনিয়ন"। saintmartinup.coxsbazar.gov.bd।
বহিঃসংযোগ[সম্পাদনা]
