উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০১৭/৫-৮
এই পাতাটি একটি সংগ্রহশালা। দয়া করে এটি সম্পাদনা করবেন না। কোনও মন্তব্য করতে চাইলে বর্তমান মূল পাতায় করুন। |
+ | জানুয়ারি - এপ্রিল | মে - আগস্ট | সেপ্টেম্বর - ডিসেম্বর | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
২০০৪/০৫ | সবচেয়ে পুরাতন | |||||||||||
২০০৬ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০০৭ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০০৮ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০০৯ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১০ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১১ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১২ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৩ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৪ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৫ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৬ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৭ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৮ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০১৯ | ১ থেকে ৪ | ৫ থেকে ৮ | ৯ থেকে ১২ | |||||||||
২০২০ | ১ থেকে ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ -১০ | ১১ - ১২ | |||||||
২০২১ | ১ - ২ | ৩ - ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ - ১০ | ১১ - ১২ | ||||||
২০২২ | ১ - ২ | ৩ - ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ - ১০ | ১১ - ১২ | ||||||
২০২৩ | ১ - ২ | ৩ - ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ - ১০ | ১১ - ১২ | ||||||
২০২৪ | ১ - ২ | ৩ - ৪ | ৫ - ৬ | ৭ - ৮ | ৯ - ১০ | ১১ - ১২ | ||||||
সংগ্রহশালার সূচিপত্র |
বাংলা উইকিপিডিয়ায় ৫০ হাজার নিবন্ধ
প্রিয় সবাই, শুভেচ্ছা। গত ৩০ মে ২০১৭ তারিখে বাংলা উইকিপিডিয়ায় ৫০ হাজার নিবন্ধ যুক্ত হয়েছে। ইতিমধ্যে ৫০ হাজার নিবন্ধ যুক্ত হওয়া উপলক্ষ্যে বিশেষ লোগোও যুক্ত করা হয়েছে। সবাইকে অভিনন্দন। --নুরুন্নবী চৌধুরী (হাছিব) • আলাপ • ০৫:২৯, ২ মে ২০১৭ (ইউটিসি)
সুখসংবাদ বাংলা উইকিপিডিয়ার সকলকে শুভেচ্ছা। আমার মনে হয় হিন্দি ও তামিলের পর তৃতীয় উপমহাদেশীয় ভাষারূপে আমরা এই কৃতিত্ব অর্জন করেছি। আগামীদিনে যাতে আরও দ্রুত গতিতে আমরা সমৃদ্ধতর হতে পারি তার জন্য শুভকামনা রইল। ---Infobliss (আলাপ) ০৬:৩৯, ২ মে ২০১৭ (ইউটিসি)
উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনে যোগ্য ভোটারদের ভোট গ্রহণ শুরু হয়েছে।
উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অব ট্রাস্টি হল যুক্তরাষ্ট্রের উইকিমিডিয়া ফাউন্ডেশনের (৫০১(সি)(৩) স্বেচ্ছাসেবী সংস্থা) সর্বোচ্চ নীতিনির্ধারণী দল। উইকিমিডিয়া ফাউন্ডেশন উইকিপিডিয়া ও কমন্সসহ আরও অনেক বৈচিত্র্যময় প্রকল্প পরিচালনা করে থাকে।
ভোটিং ১লা মে ০০:০০ ইউটিসি থেকে শুরু হয়ে ১৪ই মে ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত চলবে। ভোট দেওয়ার জন্য এখানে ক্লিক করুন। নির্বাচনের প্রবেশদ্বারটি পাওয়া যাবে ২০১৭ বোর্ড অব ট্রাস্টি নির্বাচনের এই মেটা পাতায়।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে,
ক্যাটি চেইন, চেয়ার, উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন কমিশন
জো সাটারল্যান্ড, সম্প্রদায়ের উকিল, উইকিমিডিয়া ফাউন্ডেশন
১৯:১৪, ৩ মে ২০১৭ (ইউটিসি)
সেন্ট পিটার্সবার্গ নাকি সাংক্ত পিতেরবুর্গ
সম্প্রতি আলাপ না করে সেন্ট পিটার্সবার্গ নিবন্ধের শিরোনাম সাংক্ত পিতেরবুর্গ করা হয়েছে। আমি আগের নামে ফেরত নেয়ার অনুরোধ করেছি। আলাপ:সাংক্ত পিতেরবুর্গ-এ সবার মতামত কাম্য। --আফতাব (আলাপ) ০০:৩২, ৮ মে ২০১৭ (ইউটিসি)
- ইংরেজি উইকিপিডিয়া ইংরেজদের জন্য করা হয়েছে বলেই তারা Bengali লেখে Bangali না। বাংলা উইকিপিডিয়া একইভাবে বাঙালীদের জন্য লেখা হচ্ছে জার্মানদের জন্য নয়। তাই প্রচলিত বানানগুলোকে উচ্চারণজনিত শুদ্ধতার উদ্দেশ্যে অপরিচিত নামে স্থানান্তর এখনো আমার কাছে যুক্তিহীন মনে হয়। — ফেরদৌস • ০৫:২২, ৮ মে ২০১৭ (ইউটিসি)
- সবসময়ই প্রচলিত বানানের পক্ষে।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৩৮, ৮ মে ২০১৭ (ইউটিসি)
- একই সাথে জাহিন ভাইয়ের ও অন্যদের করা অপ্রচলিত সব নিবন্ধের শিরোনাম প্রচলিততে ফিরিয়ে আনার পক্ষে মত দিচ্ছি। জাহিন ভাই প্রথম দিকে যখন উইকিতে সক্রিয় ছিলেন তখনকারও কিছু আলোচনা দেখলাম সেসময়ও প্রায় সবাই প্রচলিত নামই ব্যবহার করার পক্ষে মত দিয়েছিলেন কিন্তু জাহিন ভাই আবারও অপ্রচলিত বানান প্যুশ করছেন বলেই আমি মনে করছি (উদাহরণস্বরুপ, প্রথমদিকে সক্রিয়দের একটি আলোচনা আলাপ:কোপেনহেগেন, এরকম আরও বহু)। তবে, আলাপ:জওহরলাল নেহ্রু পাতায় জাহিন ভাইর মন্তব্য দেখে আমার একটু খটকা লাগছে কারণ তিনি ওটাতে লিখেছেন প্রচলিত বানানের কথা ও সে অনুসারে নিবন্ধ স্থানান্তর করে দিয়েছেন। একই সাথে তিনি উচ্চারণের দিকে গুরুত্ব দিচ্ছেন। সবশেষে, উইকিপিডিয়া:নিবন্ধ শিরোনাম (বাংলাটার অনুবাদে সমস্যা থাকলে দয়া করে ইংরেজিটা দেখুন) যে নীতিমালা আছে সেখানে স্পষ্ট করে লেখা আছে, লোকজন যে নামে অভ্যস্থ ও যে নামটি দিয়ে অনুসন্ধানের সম্ভাবনা বেশি এবং যেগুলো প্রচলিত সেগুলোই ব্যবহার করা হবে। এটা নিয়ে প্রতিটি নিবন্ধে শুধু শুধু বাড়তি আলোচনা হচ্ছে এবং একই কাজ বারবার বড়ছে যেখানে একটা নীতিমালাই আছে সেখানে এটি আলোচনার কিছু দেখি না। যদি নীতিমালাতে কোন সমস্যা থাকতো সেক্ষেত্রে আলোচনা হতে পারে কিন্তু নীতিমালা না মানলে বা সম্প্রদায়ের অধিকাংশের মত উপেক্ষা করলে সেক্ষেত্রে সেটাতো আমাদের সমস্যা নয়।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:০১, ৮ মে ২০১৭ (ইউটিসি)
- বিশ্বকোষ সর্বজন পঠিত, তাই এটিকে জটিল রুপ না দিয়ে যতোটা সম্ভব স্বচ্ছ রাখা প্রয়োজন। এক্ষেত্রে প্রচলিত বানান ব্যবহার স্বভাবতই অধিক প্রাসঙ্গিক। তবে প্রয়োজন সাপেক্ষে মূল বানান নিবন্ধের প্রথম লাইনে বন্ধনিতে রাখা যেতে পারে। একই বিষয় নিয়ে পুনঃআলোচনার অবকাশ না রাখাই ভালো। তাই সাংক্ত পিতেরবুর্গ কে সেন্ট পিটার্সবার্গে ফেরত নেয়া হোক। ~ মহীন (আলাপ) ০৮:০২, ৮ মে ২০১৭ (ইউটিসি)
- একই সাথে জাহিন ভাইয়ের ও অন্যদের করা অপ্রচলিত সব নিবন্ধের শিরোনাম প্রচলিততে ফিরিয়ে আনার পক্ষে মত দিচ্ছি। জাহিন ভাই প্রথম দিকে যখন উইকিতে সক্রিয় ছিলেন তখনকারও কিছু আলোচনা দেখলাম সেসময়ও প্রায় সবাই প্রচলিত নামই ব্যবহার করার পক্ষে মত দিয়েছিলেন কিন্তু জাহিন ভাই আবারও অপ্রচলিত বানান প্যুশ করছেন বলেই আমি মনে করছি (উদাহরণস্বরুপ, প্রথমদিকে সক্রিয়দের একটি আলোচনা আলাপ:কোপেনহেগেন, এরকম আরও বহু)। তবে, আলাপ:জওহরলাল নেহ্রু পাতায় জাহিন ভাইর মন্তব্য দেখে আমার একটু খটকা লাগছে কারণ তিনি ওটাতে লিখেছেন প্রচলিত বানানের কথা ও সে অনুসারে নিবন্ধ স্থানান্তর করে দিয়েছেন। একই সাথে তিনি উচ্চারণের দিকে গুরুত্ব দিচ্ছেন। সবশেষে, উইকিপিডিয়া:নিবন্ধ শিরোনাম (বাংলাটার অনুবাদে সমস্যা থাকলে দয়া করে ইংরেজিটা দেখুন) যে নীতিমালা আছে সেখানে স্পষ্ট করে লেখা আছে, লোকজন যে নামে অভ্যস্থ ও যে নামটি দিয়ে অনুসন্ধানের সম্ভাবনা বেশি এবং যেগুলো প্রচলিত সেগুলোই ব্যবহার করা হবে। এটা নিয়ে প্রতিটি নিবন্ধে শুধু শুধু বাড়তি আলোচনা হচ্ছে এবং একই কাজ বারবার বড়ছে যেখানে একটা নীতিমালাই আছে সেখানে এটি আলোচনার কিছু দেখি না। যদি নীতিমালাতে কোন সমস্যা থাকতো সেক্ষেত্রে আলোচনা হতে পারে কিন্তু নীতিমালা না মানলে বা সম্প্রদায়ের অধিকাংশের মত উপেক্ষা করলে সেক্ষেত্রে সেটাতো আমাদের সমস্যা নয়।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:০১, ৮ মে ২০১৭ (ইউটিসি)
- প্রচলিত নাম ব্যবহারের পক্ষে মত দিচ্ছি। আমাদের যেভাবে উচ্চারণ করতে সুবিধা হয়, আমরা সেভাবেই লিখবো। --মাসুম-আল-হাসান (আলাপ) ১০:৪১, ৮ মে ২০১৭ (ইউটিসি)
- প্রচলিত নাম দেয়ার বিকল্প নাই। কারণ যারা বিষয়টি খুঁজবেন তারা প্রচলিত নাম দিয়েই খুজবেন। এবং ইংরেজি যেসব প্রতিষ্ঠানের নাম যেভাবে আছে সেভাবেই করা উচিত। এসব নামের অনুবাদ করলে সেটা ভিন্ন হয়ে যায়। আমি অবশ্যই প্রচলিত নামের পক্ষে মত দিচ্ছি। --নুরুন্নবী চৌধুরী (হাছিব) • আলাপ • ১১:০২, ৮ মে ২০১৭ (ইউটিসি)
- বাকী যেকোন মন্তব্য আলাপ:সেন্ট পিটার্সবার্গ-এ করুন। --আফতাব (আলাপ) ১৫:১২, ৮ মে ২০১৭ (ইউটিসি)
বাংলা উইকিপিডিয়া বাংলা ভাষাতে বিশ্বকোষ লেখার একটা প্রকল্প। আমি শুরু থেকেই এই বিশ্বকোষের বিদেশী শব্দের বাংলা বানানের ব্যাপারে "রাস্তায় (অর্থাৎ আমার পছন্দের সংবাদপত্রে/মাধ্যমে) যা চলছে তাই" এরকম অতি সরল, যাদৃচ্ছিক, অন্ধ অণুকরণনির্ভর, যুক্তি বিবর্জিত, কমন সেন্স-ভাষাজ্ঞান-বুদ্ধি-বিবেচনার মুখে থুতু-মারা নীতির বিরোধিতা করে আসছি। আমার মতে এ ধরনের নীতি মোটেও "সুস্পষ্ট" নয়, বরং "অস্পষ্ট"; objective নয়, বরং subjective। এর কারণ বাংলাভাষী গণমাধ্যমে বিদেশী শব্দের বানানের ব্যাপারে কোন প্রমিত নীতিমালা নেই। তাই যে যার মত করে বানান করছে। তার মধ্যে যে পত্রিকার অফলাইন বা অনলাইন দাপট বেশি, তার বানান হয়ত টিকে যাচ্ছে। এটা একটা হযবরল অবস্থা। এটা অসভ্য আদিম জঙ্গলে জোর যার মুলুক তার, এরকম একটা ব্যাপার। বলাই বাহুল্য উইকিপিডিয়ার মত বিশ্বকোষে এধরনের নীতিকে সর্বত্র, সর্বদা অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে আমি ঘোর বিরোধী।
বিদেশী ভাষার বাংলা বানানের জিনিসটা সরল নয়; এটা সুক্ষ্ম একটা ব্যাপার। আর বিশ্বকোষ তো একটা রেফারেন্স গ্রন্থ। যেকোন ভাল মানের বিশ্বকোষে বিদেশী শব্দের বানানের ব্যাপারে সুস্পষ্ট ও বিস্তারিত নীতিমালা থাকা দরকার; দুই লাইনের অতিসংক্ষিপ্ত "যা চলছে তাই, যা বলতে ভাল লাগে তাই, বেশি মানুষ যা বলে তাই; গুগলে যেটা বেশি আসে, তাই"- এরকম চিন্তাবিবর্জিত নীতিকে তথাকথিত "সুস্পষ্ট" তকমা লাগিয়ে প্রাধান্য দিলে বিশ্বকোষের বাংলা ভাষার মান কমে যেতে বাধ্য। এ ব্যাপারে বিগত এক দশকেরও বেশি সময় ধরে আমি এখানে হাজার হাজার বাক্য খরচ করেছি। বিদেশী শব্দের প্রতিবর্ণীকরণ নিয়ে অনেকগুলি পাতাও তৈরি করা হয়েছে। এতে আমি নিজে এবং আর যারা এসব ব্যাপারে আগ্রহী (সামীরুদ্দৌলা ও অন্যান্য) তাদের সক্রিয় অবদান ছিল। কারণ বাংলা আমারও ভাষা। বাংলা ভাষার অনলাইন আকরগ্রন্থ উইকিপিডিয়াতে বাংলা ভাষার বিদেশী শব্দের বানান যতদূর সম্ভব সামঞ্জস্যপূর্ণ ও যুক্তিভিত্তিক হোক, এটা আমার কামনা।
তবে আমার কামনাই তো শেষ কথা নয়। বাংলা উইকিপিডিয়া অনলাইন বিশ্বকোষে বাংলা ভাষার রীতিনীতি কী হবে, সেটা বাংলার উইকির সক্রিয় সম্প্রদায় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠা করবে। যদি সম্প্রদায়ের সিংহভাগ একমত হয় যে তথাকথিত "প্রচলিত" বানানে বিদেশী শব্দের বানান লিখতে হবে, তাহলে সেভাবেই উইকি চলবে। তবে এর ঋণাত্মক প্রভাব হবে সুদূরপ্রসারী। এতদিন বিদেশী শব্দের বানানের অসামঞ্জস্যপূর্ণ যে ব্যাপারগুলি কেবল নিউজপ্রিন্ট কাগজে ছাপা পাতাতেই সীমাবদ্ধ ছিল, কেবল কয়েক লাখ লোকের উপর সেগুলির প্রভাব পড়েছিল, সেগুলি এই ডিজিটাল যুগে এসে উইকিপিডিয়ার বদৌলতে "বৈধতা" পাবে এবং বিশ্বের সর্বত্র কোটি কোটি বাঙালি পাঠকের মাঝে ছড়িয়ে যাবে। এটা হবে অত্যন্ত দুঃখজনক। বাংলা উইকিপিডিয়ার বর্তমান সক্রিয় সম্প্রদায়ের জন্য এটা একটা ক্রান্তিলগ্ন। এখানে নেয়া সিদ্ধান্ত ঠিক করবে উইকিপিডিয়াতে বাংলা ভাষারীতির এই নির্দিষ্ট দিকটার ভবিষ্যত কী হবে। আমি জানি আমি কিসের পক্ষে। আমি বিদেশী শব্দের বাংলা বানানের ক্ষেত্রে যুক্তিযুক্ত, সামঞ্জস্যপূর্ণ, সুক্ষ্ম ভাষাজ্ঞানভিত্তিক, এবং সরলতা বজায় রেখে যতদূর সম্ভব শুদ্ধ উচ্চারণের কাছাকাছি বানানের পক্ষে। আমার মতে বাংলা উইকিপিডিয়ার ভাষার উচ্চমান বজায় রাখতে হলে এর কোন বিকল্প নেই। অর্ণব (আলাপ | অবদান) ০৯:৫৫, ৯ মে ২০১৭ (ইউটিসি)
আরেকটা কথা, আমি গত এক দশকেরও বেশি সময় ধরে অনেক সময় ও শ্রম দিয়ে এই উইকিতে অবদান রেখে আসছি। বিদেশী শব্দের বানানের ব্যাপারে আমি যুক্তি ও উদাহরণ দিয়ে অসংখ্য আলোচনাতে হাজার হাজার বাক্য খরচ করেছি, বিদেশী বানানের প্রমিতকরণের জন্য বিস্তারিত প্রতিবর্ণীকরণ নির্দেশিকা পাতা তৈরী করতে মূল ভূমিকা পালন করেছি। সেই নির্দেশিকা অনুযায়ী অনেক পাতার শিরোনাম বদলও করে দিয়েছি। উইকির অসংখ্য নিবন্ধের ভেতরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বিদেশী শব্দের বানান ঠিক করে দিয়েছি। ব্যাপক আকারের এসব সুক্ষ্ম কাজ এত সহজে হয় না। এগুলি করতে আমার অনেক সময় ও মানসিক শক্তি ব্যয় হয়েছে। এই সবগুলিকে সব রোলব্যাক করার যে হুমকি উপরে দেওয়া হয়েছে, তা যদি বাস্তবায়ন করা হয়, যদি আমার কোন যুক্তিকেই কর্ণগ্রাহ্য না করা হয়, তাহলে সম্প্রদায়ের মনোভাব পরিবর্তন হবার আগ পর্যন্ত আমার পক্ষে এই উইকিতে কাজ করা আর সম্ভব হবে না। অর্ণব (আলাপ | অবদান) ১০:১৪, ৯ মে ২০১৭ (ইউটিসি)
- একটা বিষয় কিছুতেই আমার মাথায় আসছে না...বিদেশীরা তাদের উচ্চারণের সুবিধার জন্য আমাদের অনেক বাংলা শব্দ বিকৃত করে ব্যবহার করে, এমনকি চীনারা তাদের উচ্চারণের সুবিধার জন্য মানুষের নাম পর্যন্ত পরিবর্তন করে নিজেদের মত করে নাম দেয়। আর আমরা নিজেদের মত করে কোন বিদেশির নাম উচ্চারণ করতে পারবো কিনা তা নিয়ে দিনের পর দিন অনর্থক আলোচনা করে সময় নষ্ট করছি! আর @Zaheen: ভাই কিছু মনে করবেন না, এখন পর্যন্ত একজনকেও আপনার মতের পক্ষে কতা বলতেও দেখলাম না, তারপরেও আপনার এমন একগুয়ে মানসিকতা খুব দৃষ্টিকটু লাগছে। একজন অভিজ্ঞ উইকিপিডিয়ানের কাছে এমন আচরন খুবই অনাকাঙ্খিত এবং হতাশাজনক। আশা করি বাস্তবতা উপলব্ধি করে আপনি আপনার অবস্থান থেকে সরে আসবেন। ধন্যবাদ।--মাসুম-আল-হাসান (আলাপ) ১২:৩২, ১৩ মে ২০১৭ (ইউটিসি)
- প্রথমেই বলে নিচ্ছি, আমি @Zaheen: ভাই-এর সাথে একমত। প্রচলিত ভুল মেনে নিতে হবে কেন - সেটিই আমার মাথায় আসে না, কোন যৌক্তিকতাও খুজে পাই না। বিশ্বকোষ ব্যবহার করা হয় সঠিক তথ্য জানার জন্য - ভুল তথ্য শেখার জন্য নয়। প্রতিটি নিবন্ধ সঠিক বানান ও উচ্চারণে স্থানান্তর করে নিবন্ধের ভূমিকাংশে একটি লাইনে প্রচলিত বানান ও উচ্চারণে এটিকে _ _ _ বলে নির্দেশ করা হয় - এতটুকু কথা যোগ করে দেয়াই যথেষ্ট বলে আমি মনে করি; এবং এর ফলে তথ্য খুজে পেতে কোন সমস্যা হতেও আমি দেখিনি - সকল সার্চ ইঞ্জিনেও এভাবে লিখলেই তথ্যটি আসে, উইকিতেতো বটেই! সমস্য হলো - আমরা ধরেই নিচ্ছি যে, উইকি হলো গণতন্ত্র প্রয়োগের স্থল; পক্ষে - বিপক্ষে ভোটাভুটির দ্বারা এখানে সিদ্ধান্ত নেয়া হয় যৌক্তিকতাকে পাশ কাটিয়ে! সবচেয়ে বড় কথা হলো, সরকারিভাবে ব্যবহৃত (ওয়েব সাইটগুলোর) বানানকে পর্যন্ত এখানে অবলীলায় পাশ কাটানো হয় নিজের অযৌক্তিক সিন্ধান্তকে বহাল রাখতে গিয়ে (উদাহরণ হিসাবে 'বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন'এ থেকে স্থানের নাম ব্যবহার করা পরও কেউ কেউ সেই বানান সরিয়ে নিজেদের খেয়াল খুশি মতো নিবন্ধ সরিয়ে নেন!)। এবং, আরেকটি বিষয়কে আমি অতীব জরুরী মনে করি - ইংরেজিকে অনুসরণ না-করা। সবকিছুতেই আমাদের এইধরণের অভিরুচী খুবই দৃষ্টিকটু। ইংরেজরা আমাদের প্রভু নয় - তাদের নির্দেশনা মানতে আমরা বাধ্য নই - তাহলে কেন নিবন্ধের নাম তাদেরটা দেখে দেখে লিখতে হবে? '২০১২ ঢাকা অগ্নিকান্ড' সম্পর্কে সাধারণ দেশবাসী আগ্রহী? না-কি, 'তাজরিন অগ্নিকান্ড' বললে সবাই বুঝবে? অন্ধ অনুকরণ-অনুসরণ তারাই করে যারা মানসিকভাবে হীনমন্যতায় ভোগে। বাঙালি ও বাংলা ভাষা তেমনটি নয়, তবুও কেন এধরণের পরনির্ভরতা ও অন্ধ-অনুকরণ? ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ০৭:০২, ১৮ মে ২০১৭ (ইউটিসি)
- প্রচলিত বানান রাখাই শ্রেয়। পূর্বাবস্থায় ফেরত নেওয়া হোক। শরীফ (আলাপ) ০৭:১৪, ১৮ মে ২০১৭ (ইউটিসি)
Beta Feature Two Column Edit Conflict View
Birgit Müller (WMDE) ১৪:২৮, ৮ মে ২০১৭ (ইউটিসি)
RevisionSlider
Birgit Müller (WMDE) ১৪:৩৯, ১৬ মে ২০১৭ (ইউটিসি)
উইকিমিডিয়া ফাউন্ডেশনের মূল ও কার্যকরী কৌশলী দল প্রথম পর্বের আলোচনা থেকে প্রাপ্ত ১৮০০-এর বেশি থিমেটিক মন্তব্য পর্যালোচনা করে সেগুলোর প্রতিবেদন প্রকাশ করেছে। তারা এই আলোচনাগুলো থেকে ৫টি থিম নির্ধারণ করেছেন যেগুলো প্রায় সব সম্প্রদায়ের আলোচনাতেই উঠে এসেছে। এগুলো সর্বশেষ কৌশলী থিম মন্তব্য নয় তবে আলোচনা করার জন্য প্রধান কিছু ধারণা।
এই ৫টি থিমের উপর চলমান আলোচনায় অনলাইনে বা অফলাইনে বিতর্ক করতে আপনাকে স্বাগতম। এই পর্বের আলোচনাটি এখন থেকে জুনের ১২ তারিখ পর্যন্ত চলবে। আপনি এই ৫টির যেকোনটির উপর মতামত দিতে পারেন তবে আমরা আপনাকে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত থিমটির উপর মন্তব্য করতে অনুরোধ করছি।
এখানে ৫টি থিম মন্তব্য পাবেন, প্রতিটি থিমের জন্য মেটা উইকিতে আরও বিস্তারিত রয়েছে। এছাড়াও আপনি পাবেন কিভাবে প্রতিটি থিমের আলোচনা অংশ নিতে পারেন।
- স্বাস্থ্যকর, সর্বব্যাপী সম্প্রদায়
- উদ্দীপিত সময়
- একটি সত্যিকারের বৈশ্বিক আন্দোলন
- জ্ঞানের সর্বাধিক স্বীকৃত উৎস
- জ্ঞানের বাস্তুতন্ত্রে জড়িত হওয়া
মেটা উইকির আন্দোলন কৌশল পাতায় আপনি এই থিমসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ও কিভাবে অংশগ্রহণ করবেন সেটিও জানতে পারবেন।
মিডিয়াউইকি বার্তা প্রদান সরঞ্জাম ব্যবহার করে বার্তাটি উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক প্রদান করা হয়েছে • দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন • সাহায্য২১:০৯, ১৬ মে ২০১৭ (ইউটিসি)
New notification when a page is connected to Wikidata
Hello all,
(দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন)
The Wikidata development team is about to deploy a new feature on all Wikipedias. It is a new type of notification (via Echo, the notification system you see at the top right of your wiki when you are logged in), that will inform the creator of a page, when this page is connected to a Wikidata item.
You may know that Wikidata provides a centralized system for all the interwikilinks. When a new page is created, it should be connected to the corresponding Wikidata item, by modifying this Wikidata item. With this new notification, editors creating pages will be informed when another editor connects this page to Wikidata.
This feature will be deployed on May 30th on all the Wikipedias, excepting English, French and German. This feature will be disable by default for existing editors, and enabled by default for new editors.
This is the first step of the deployments, the Wikipedias and other Wikimedia projects will follow in the next months.
If you have any question, suggestion, please let me know by pinging me. You can also follow and leave a comment on the Phabricator ticket.
Thanks go to Matěj Suchánek who developed this feature!
আপনাকে ধন্যবাদ! Lea Lacroix (WMDE) (talk)
Hi, you are invited to participate in the discussion on the proposal to make a banner through m: centralnotice to inform more people around the world about what the Turkish government has done about Wikipedia, ie all the language versions of Wikipedia are You are obscured, so in Turkey it is impossible to view the * .wikipedia.org site. To hope that the Turkish government will remove the block, it is necessary to raise awareness of this fact around the world because it is important to succeed in this mission because Wikipedia can not be seen in Turkey. With this message also for those interested, I invite him to sign the Wikimedian appeal.
If you have any questions or questions do not hesitate to contact me. Thanks best regards. --Samuele2002 (Talk!) ১৮:০১, ১৮ মে ২০১৭ (ইউটিসি)
উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুদান বিতরণ কমিটি ও অনুদান বিতরণ কিমিটির ন্যায়পালের জন্য প্রার্থীতা জমা নেওয়া হচ্ছে। দয়া করে ২০১৭ উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন প্রবেশদ্বারে উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক সরবরাহ করা পত্রটি পড়ুন।
অনুদান বিতরণ কমিটি
অনুদান বিতরণ কমিটি (এফডিসি) উইকিমিডিয়ার অনুদান সমূহ যোগ্য আবেদনকারীর জন্য বারদ্দ করার কাজটি করে থাকে। এই নির্বাচনে ৫টি পদে প্রার্থী নেওয়া হবে। আরও জানতে পড়ুন, এফডিসি নির্বাচন পাতা।
অনুদান বিতরণ কমিটির ন্যায়পাল
অনুদান বিতরণ কমিটির ন্যায়পাল পুরো এফডিসি প্রক্রিয়ার উপর নজর রাখে এবং কোন নির্দিষ্ট অভিযোগ পেলে সেটি ট্রাস্টি বোর্ড হয়ে পর্যালোচনা করে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে। এই পদে একটি ফাঁকা আসনে প্রার্থী নেওয়া হবে। আরও জানতে দেখুন অনুদান বিতরণ কমিটির ন্যায়পাল নির্বাচন।
২৮শে মে (২৩:৫৯ ইউটিসি) পর্যন্ত প্রার্থীতা জমা দেওয়া যাবে।
এছাড়াও আমরা ২৮শে মে পর্যন্ত প্রার্থীদের কাছে করা বিভিন্ন প্রশ্ন গ্রহণ করবো। আপনি আপনার প্রশ্ন মেটাতে জমা দিতে পারেন। ২৮শে মে যখন প্রশ্ন জমাদান শেষ হবে তখন নির্বাচন কমিশন সব প্রশ্নগুলোকে একত্র করবে।
এই নির্বাচনের লক্ষ্য হল উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুদান বিতরণ কমিটিতে সম্প্রদায় সদস্যদের ৫টি আসন ও ন্যায়পালের একটি আসন পূর্ণ করা। নির্বাচনের ফলাফল ব্যবহার করে বোর্ড অব ট্রাস্টিগণ কমিটিতে নিয়োগ প্রদান করবেন।
এফডিসি নির্বাচন প্রক্রিয়র সময়সূচি নিচে দেওয়া হয়েছে। নিচের উল্লেখিত তারিখে শুরু হবে এবং উল্লেখিত তারিখে (ইউটিসি) শেষ হবে।
- মে ১৫ (০০:০০ ইউটিসি) – মে ২৮ (২৩:৫৯ ইউটিসি) – প্রার্থীতা জমাদান
- মে ১৫ – মে ২৮ – প্রার্থীদের কাছে প্রশ্ন করার সময়
- মে ২৯ – জুন ২ – প্রার্থীরা প্রশ্নের উত্তর দেবেন
- জুন ৩ – জুন ১১ – ভোটগ্রহণ শুরু
- জুন ১২–১৪ – ভোট পরীক্ষা করা
- জুন ১৫ – নির্বাচনের ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখ
এ বছরের নির্বাচন সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে ২০১৭ উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন প্রবেশদ্বারে
আপনি চাইলে এই নির্বাচনের সংবাদ আপনার প্রকল্পের আলোচনাসভায় আলোচনা করতে পারেন। কোন প্রকার প্রশ্ন বা মন্তব্য মেটার নির্বচন পাতার আলাপ পাতায় করা যেতে পারে অথবা board-electionswikimedia.org ঠিকানায় নির্বাচন কমিশনকে মেইল করতে পারেন।
নির্বাচন কমিশনের পক্ষে,
ক্যাটি চ্যান, প্রধান, উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন কমিশন
জো সাটারল্যান্ড, কমিউনিটি অ্যাডভোকেট, উইকিমিডিয়া ফাউন্ডেশন
২১:০৬, ২৩ মে ২০১৭ (ইউটিসি)
নামাজ ও নামাযের মধ্যে কোন বানানটি সঠিক
নামাজ ও নামায এই দুইটি শব্দই বিভিন্ন জায়গায় ব্যবহৃত হতে দেখা যাচ্ছে যেমনঃ যোহরের নামাজ, নামায। আসলে কোনটি ব্যবহার করা উচিত? 'নামাজ' বহুল প্রচলিত হওয়ায় আমি ব্যক্তিগতভাবে এটি ব্যবহারের পক্ষে।--মাসুম-আল-হাসান (আলাপ) ০৮:১৮, ২৯ মে ২০১৭ (ইউটিসি)
- দুটি বানানই প্রচলিত। তবে নামাজ অধিক প্রচলিত। — ফেরদৌস • ১২:২৯, ৩১ মে ২০১৭ (ইউটিসি)
আজকের নির্বাচিত ছবি টেমপ্লেট সংক্রান্ত
আজকের নির্বাচিত ছবি টেমপ্লেটটি কি কাজ করছে না, নাকি আজকের তারিখের পাতায় নির্বাচিত কোন ছবি যোগ করা হয়নি?? --ইকবাল হোসেন (আলাপ) ১৪:০৫, ২ জুন ২০১৭ (ইউটিসি)
- ছবি যোগ করা হয়নি। – তানভির মোর্শেদ (আলাপ) ০৯:২৭, ৩ জুন ২০১৭ (ইউটিসি)
দৃষ্টি আকর্ষণ
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
ফলাফল: তিনটি বিষয়ের উপর আলাদা আলাদা নিবন্ধ থাকা উচিত।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:০৯, ১২ জুলাই ২০১৭ (ইউটিসি)
মহীন রিয়াদ ভাইয়ের ব্যভিচার অার পরকীয়া পাতাকে লাম্পট্য পাতায় স্থানান্তর বিষয়ক বিভ্রান্তি নিয়ে সবার মতামত অাশা করছি। শরীফ (আলাপ) ১০:৩৩, ২৬ মে ২০১৭ (ইউটিসি)
- পরকীয়া, ব্যভিচার, লাম্পট্য তিনটিরই মাপকাঠি হচ্ছে চারিত্রিক স্খলন। তবে তিনটি শব্দ সমার্থক লাগলেও এদের মধ্যে মৌলিক পার্থক্য আছে।
- পরকীয়া: বিবাহ পরবর্তী বিবাহ বহির্ভূত সম্পর্ক।
- ব্যভিচার : সমাজ/ধর্ম/আইন নিষিদ্ধ যৌন সম্পর্ক।
- লাম্পট্য : এর পরিধি বিশাল। পরকীয়া বা ব্যভিচার ব্যতীত যৌন উদ্দেশ্য উত্যক্তকারীও লম্পট হিসেবে গণ্য হয়।
আমি মনে করি এই তিন বিষয়ের উপর পৃথক নিবন্ধ থাকা উচিত। আর চারিত্রিক স্খলনের বিভিন্ন উদাহরণ এই তিনটি অনুচ্ছেদ যুক্ত হতে পারে।
আর এই ক্ষুদ্র নিবন্ধটির বিষয়বস্তু থেকে ব্যভিচারকেই প্রতীয়মান হয়। তাই আমি নিবন্ধটির নাম ব্যভিচার রাখার পক্ষে। — ফেরদৌস • ১৪:১৮, ২৬ মে ২০১৭ (ইউটিসি)
- en:Sexual abuse নিবন্ধটি লাম্পট্য নিবন্ধের সমার্থকক হতে পারে। শরীফ (আলাপ) ১৬:৫২, ২৬ মে ২০১৭ (ইউটিসি)
- তিনটি বিষয় সম্পূর্ণ ভিন্ন। পরকীয়া হল বিবাহ বহির্ভূত সম্পর্ক বা en:Extramarital affair, ব্যভিচার হল হল অবৈধ সম্পর্ক বা en:Adultery, লাম্পট্য হল অমার্জিত যৌন আচরণ বা en:Lascivious behavior। সুতরাং তিনটি বিষয় নিয়ে আলাদা নিবন্ধ থাকা প্রয়োজন।--ওয়াকিম (আলাপ) ১৮:৩৫, ২৬ মে ২০১৭ (ইউটিসি)
- ওয়াকিম ভাইয়ের সাথে একমত। তিনটি বিষয়ের মধ্যে পার্থক্য আছে, তাই তিনটির জন্য পৃথক তিনটি নিবন্ধ থাকা উচিত। – তানভির মোর্শেদ (আলাপ) ০৯:২৯, ৩ জুন ২০১৭ (ইউটিসি)
- ওয়াকিম ভাইয়ের সঙ্গে একমত। শরীফ (আলাপ) ১৩:০৪, ১০ জুন ২০১৭ (ইউটিসি)
- পরকীয়া en:Extramarital sex হবে। শরীফ (আলাপ) ১৩:১৫, ১২ জুন ২০১৭ (ইউটিসি)
- ওয়াকিম ভাইয়ের সঙ্গে একমত। শরীফ (আলাপ) ১৩:০৪, ১০ জুন ২০১৭ (ইউটিসি)
- ওয়াকিম ভাইয়ের সাথে একমত। তিনটি বিষয়ের মধ্যে পার্থক্য আছে, তাই তিনটির জন্য পৃথক তিনটি নিবন্ধ থাকা উচিত। – তানভির মোর্শেদ (আলাপ) ০৯:২৯, ৩ জুন ২০১৭ (ইউটিসি)
- তিনটি বিষয় সম্পূর্ণ ভিন্ন। পরকীয়া হল বিবাহ বহির্ভূত সম্পর্ক বা en:Extramarital affair, ব্যভিচার হল হল অবৈধ সম্পর্ক বা en:Adultery, লাম্পট্য হল অমার্জিত যৌন আচরণ বা en:Lascivious behavior। সুতরাং তিনটি বিষয় নিয়ে আলাদা নিবন্ধ থাকা প্রয়োজন।--ওয়াকিম (আলাপ) ১৮:৩৫, ২৬ মে ২০১৭ (ইউটিসি)
বীর প্রতীক খেতাব প্রাপ্তদের উল্লেখযোগ্যতা প্রসঙ্গে
Wikipedia:WikiProject Military history/Notability guide অনুযায়ী একাধিকবার বীরত্বের জন্য সর্বোচ্চ বা দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় পুরস্কার প্রাপ্তদের নিবন্ধ বিশ্বকোষীয়ভাবে উল্লেখযোগ্য। বীর প্রতীক দেশের চতুর্থ সর্বোচ্চ জাতীয় খেতাব। সেক্ষেত্রে ৪২৬ জন বীর প্রতীক খেতাব প্রাপ্তদের নিবন্ধ উইকিপিডিয়ার এই মাণদণ্ড অনুযায়ী কিভাবে উল্লেখযোগ্য ধরে নেয়া হয়েছে? এ বিষয়ে পূর্বে কোনো আলোচনা হয়েছে কি না অবগত নই, না হয়ে থাকলে বিষয়টি সম্প্রদায়ের দৃষ্টিগোচরে আনছি। ~ মহীন (আলাপ) ১৮:১৮, ১০ জুন ২০১৭ (ইউটিসি)
- মহীন ভাই, যেটার লিংক দিয়েছেন সেটা যে কোন ফর্মাল নীতিমালা নয়, এটা কি লক্ষ্য করেছেন? এমনিতে রাষ্ট্রীয়ভাবে প্রাপ্ত বা জাতীয় সব পুরস্কারপ্রাপ্তই উল্লেখযোগ্য। নীতিমালা অনুসন্ধানের কষ্টটুকু আর করলাম না। আর বাংলা উইকিপিডিয়াতেও এরকম আলোচনা হয়েছিল যে, শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুযোদ্ধা এবং জনপ্রিয়তার প্রেক্ষাপটে যারা সাধারণ উল্লেখযোগ্যতার নীতিমালাতে উত্তীর্ণ হবেন তাদের নিবন্ধ রাখা হবে (দয়া করে আলোচনাসভার পুরাতন আলোচনা দেখুন)। --যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৫৯, ১১ জুন ২০১৭ (ইউটিসি)
- এই নীতিমালার সূত্র ধরে ইংরেজি উইকিতে বীরপ্রতীকদের নিয়ে আমার করা কয়েকটি নিবন্ধ মুছে দেওয়া হয়েছে।— ফেরদৌস • ১১:৫৩, ১১ জুন ২০১৭ (ইউটিসি)
- ফর্মাল নীতিমালাটি আমি নিজেও এখনো খুঁজে পাই নি! সম্প্রতি ইংরেজি উইকিতে চাঁদ মিয়া নিবন্ধের অপসারণ প্রস্তাবনায় এটি নজরে আসলো। বিষয়টা ক্লিয়ার করার জন্য ধন্যবাদ। ~ মহীন (আলাপ) ১২:০২, ১১ জুন ২০১৭ (ইউটিসি)
- বাংলা উইকিপিডিয়ায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিবন্ধ নিয়ে আর আসলে কোন সমস্যা থাকার কথা নয় আশা করি। তবে ইংরেজি উইকিপিডিয়ায় যদি খেতাবপ্রাপ্ত কোন মুক্তিযোদ্ধার কোন নিবন্ধে অপসারণ প্রস্তাবনা দেওয়া হয় সেখানে সেটার ব্যাখ্যা দিয়ে বিষয়টি যে নীতিমালায় উত্তীর্ণ সে বিষয়টি উল্লেখ করার অনুরোধ রইল। যেই দেখেন তিনিই কাজটি করলে ভালো হয়। আমার হয়তো আর বেশিদিন লাগবে না সকল খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিবন্ধগুলো বাংলা উইকিপিডিয়ায় সম্পন্ন করতে। এরপরে আমি ইংরেজি উইকিপিডিয়াতেও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিবন্ধ যুক্ত করতে কাজ করতে চাই। ইতিমধ্যে ছোট আকারে শুরু করেছি। ধন্যবাদ। --নুরুন্নবী চৌধুরী (হাছিব) • আলাপ • ০৯:৫৫, ২২ জুন ২০১৭ (ইউটিসি)
- ফর্মাল নীতিমালাটি আমি নিজেও এখনো খুঁজে পাই নি! সম্প্রতি ইংরেজি উইকিতে চাঁদ মিয়া নিবন্ধের অপসারণ প্রস্তাবনায় এটি নজরে আসলো। বিষয়টা ক্লিয়ার করার জন্য ধন্যবাদ। ~ মহীন (আলাপ) ১২:০২, ১১ জুন ২০১৭ (ইউটিসি)
কেন আমরা বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ পড়ি সে বিষয়ে জরিপ
প্রিয় সবাই, শুভেচ্ছা। আর কয়েকদিন বাদেই ঈদ। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আপনারা জেনে খুশি হবেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের গবেষণা দলের উদ্যোগে ১৪টি ভাষার উইকিপিডিয়ায় ‘কেন আমি নিবন্ধ পড়ি’ সে বিষয়ে ৩টি প্রশ্নের একটি জরিপের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বাংলা ভাষার উইকিপিডিয়াও রয়েছে। কিছুদিন আগে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ভাষার উইকিপিডিয়ার ওপরে এ বিষয়ে জরিপ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে সেখানে আমি বাংলা ভাষার উইকিপিডিয়া যুক্ত করার অনুরোধ জানাই এবং প্রয়োজনীয় বিষয়গুলো বাংলায় অনুবাদের ব্যাপারে ফাউন্ডেশনকে সহায়তা করি। ফাউন্ডেশনের পক্ষ থেকে এতে সাড়া দেওয়া হয় এবং বাংলা ভাষার উইকিপিডিয়াতেও এ জরিপটি পরিচালনার সিদ্ধান্ত হয়। আজ ২২ জুন ২০১৭ থেকে থেকে শুরু হতে যাচ্ছে জরিপটি যা এক সপ্তাহ চলবে। এ জরিপে যে কেউ অংশ নিতে পারবেন এবং জরিপের বিস্তারিত টি১৬৮১৯৭ ঠিকানায় অনুসরণ করে জানা যাবে। জরিপের বিষয়টি খুব শিগ্রেই বাংলা উইকিপিডিয়ার মূল পাতায় ঘোষণা আকারে আসবে। আশা করি সবাই অংশ নেবেন। এ সংক্রান্ত অন্যান্য গবেষণার বিষয় জানা যাবে উইকিমিডিয়া মূল মেইলিং লিস্টে ঘোষণা এবং অংশগ্রহণকারী ভাষা সমূহ ঠিকানায়। এ বিষয়ে কারো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। অগ্রিম ধন্যবাদ। --নুরুন্নবী চৌধুরী (হাছিব) • আলাপ • ০৯:৫১, ২২ জুন ২০১৭ (ইউটিসি)
- এ জরিপটি শেষ হয়েছে। ধন্যবাদ সবাইকে। --নুরুন্নবী চৌধুরী (হাছিব) • আলাপ • ১১:৪০, ৩ জুলাই ২০১৭ (ইউটিসি)
Wikidata changes now also appear in enhanced recent changes
Hello, and sorry to write this message in English. You can help translating it.
Starting from today, you will be able to display Wikidata changes in both modes of the recent changes and the watchlist.
Read and translate the full message
আপনাকে ধন্যবাদ! Lea Lacroix (WMDE) ০৮:৩৩, ২৯ জুন ২০১৭ (ইউটিসি)
(wrong target page? you can fix it here)
CIS-A2K Technical Wishes 2017 Announcement
- Sorry for posting this message in English, please feel free to translate the message
Greetings from CIS-A2K!
CIS-A2K is happy to announce the Technical Wishes Project beginning July 2017. We now welcome requests from Indic language communities on our Technical Request page. This project, inspired by WMDE, is an effort to document and hopefully resolve the technical issues that have long plagued Indian Wikimedians. For more details, please check our Technical Requests page. Please feel free to ask questions or contact us at tito@cis-india.org and manasa@cis-india.org. Regards. --MediaWiki message delivery (আলাপ) ১৮:০৬, ১ জুলাই ২০১৭ (ইউটিসি)
বাংলা উইকিতে InternetArchiveBot ও/বা তাঁর সরঞ্জাম চালু
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
Result: Nihil obstat to run InternetArchiveBot in Bangla Wikipedia.--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১৩, ১২ জুলাই ২০১৭ (ইউটিসি)
[Disclaimer: This is a message from Cyberpower678, conveyed by me-- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৩৩, ৩ জুলাই ২০১৭ (ইউটিসি)]
বাংলা উইকিপিডিয়ায় সবাইকে হ্যালো জানাচ্ছি। আমি Cyberpower678, ইংরেজী উইকিপিডিয়ার একজন প্রশাসক এবং একজন বট পরিচালনাকারী। আমি এখানে জিজ্ঞাসা করতে এসেছি যে বাংলা সম্প্রদায় m:InternetArchiveBot ও/বা এটির সংযুক্ত সরঞ্জাম চালু করাকে সমর্থন করবে কিনা। শুধু প্রশ্ন জিজ্ঞাসা করার আগে, আমি বট উপর কিছু কথা এবং অন্যান্য উইকিতে চালু নিয়ে কিছু কথা জানাচ্ছি।
InternetArchiveBot কি?
InternetArchiveBot is a very sophisticated bot designed for the sole purpose of combating the ongoing problems of links dying. The bot is able to fully autonomously crawl through Wikipedia's article space and analyze links, that are formatted in various methods, and appropriately modify the wiki markup to preserve the sources used on articles. It uses a very reliable algorithm to determine if sites are dead or not. In addition to the advanced algorithms used to parse reference formatting, and checking websites, the bot is highly configurable to suit the needs of the wiki. I will touch more on this later. However, the bot does not have to be fully autonomous. IABot comes with a bunch of tools that editors can use, which can be found here. These tools let users report bugs found with the bot, help the bot improve it's reliability by letting users report issues with the bot's link checking abilities, finding more suitable archives the bot should use, and most importantly, provide tools where users can run the bot on a single page immediately as well queue the bot on a collection of user specified pages. So if the fully autonomous is not desired, these tools can still be a way to allow users to combat link rot.
কেন InternetArchiveBot চালু করা হল?
The IABot project was started when the community wish list survey of 2015 had a proposal to introduce a global bot to repair broken links. The proposal made number 1 on the wishlist and thus this Phabricator ticket was created. This ticket is to track if there is consensus and it's deployment progress on this wiki. As of June of 2017, this project hit the 2 year mark in its development.
InternetArchiveBot সম্পর্কে
IABot uses intelligent algorithms to parse wiki text as humanly as possible. That means it will handle formatting differently when inside <ref> tags, as compared to when outside. It's able to detect citation templates and handle those correctly. When inside a reference, provided this Wikipedia uses them, IABot adds {{wayback}}
or equivalent appropriate archive templates to plan external links. For unbracketed, or untitled external links, it can convert those to citation templates. When outside of references, IABot can directly replace the external link with an archive URL to avoid disrupting the final rendering of the article. It can still handle citation templates normally. IABot avoids editing URLs inside unknown templates, or URLs hidden inside <nowiki> and HTML comment tags. IABot maintains a massive database of URL metadata that helps it to efficiently do its job. The tools mentioned above can also access this database, where users can immediately fix any issues they discover that IABot will then immediately make use of. Essentially the bot will learn as more users help it to become more reliable. The error rate is very low (<0.01%) of the edits are error prone.
IABot-এর বিভিন্ন কনফিগারেশন
As mentioned above, IABot is very configurable to suit the wiki as needed. IABot is {{nobots}}
compliant, and offers a run page in case of malfunction. Because different language Wikipedias have different cultures and work methods, this ideology was considered during IABot's initial development. When IABot is making its run, it can be instructed to make the needed fixes on the main article and report those changes to the talk page. Alternatively, the talk messages can be switched off, or the bot can be instructed to only leave talk messages alerting editors to dead URLs it found on the respective article. IABot can proactively add archive URLs to all URLs, including the non-dead, or simply restrict its changes to the URLs tagged as dead, or even URLs it sees as dead that are untagged. IABot can be instructed to restrict its operations to only links inside <ref> tags or the entire article. A complete description of InternetArchiveBot, including the configuration options can be found at m:InternetArchiveBot.
সমর্থিত উইকিসমূহ
নিন্মলিখিত উইকিতে চালানোর InternetArchiveBot অনুমোদিত:
- ইংরেজি উইকিপিডিয়া
- সুইডিশ উইকিপিডিয়া
- নরওয়েজীয় উইকিপিডিয়া
- ওলন্দাজ উইকিপিডিয়া
- চীনা উইকিপিডিয়া
- উইকিপ্রজাতি
বড় প্রশ্ন
InternetArchiveBot, ও/বা তার সরঞ্জামগুলি বাংলা উইকিপিডিয়ায় সংযোজনের জন্য কি আপনি সমর্থন করবেন? এখানে কিছু উদাহরণ দেয়া হল। আন্তঃ উইকি সামঞ্জস্য প্রদর্শন করতে বিভিন্ন উইকি থেকে উদাহরণ দেখানো হচ্ছে।
সম্পূর্ণ স্বচালিত সম্পাদনা
ব্যবহারকারী দ্বারা নিমন্ত্রিত বট সম্পাদনা
Take note that the edit summaries link to the requesting user for attribution.
সরঞ্জামসহ সরাসরি পৃষ্ঠা বিশ্লেষণ
These are edits made using the single page analysis tool mentioned above. The tool offers some options that are not available when summoning the bot. These options override the wiki set configuration the bot uses when running. Logically these options can be set for single page edits since the edit is made from the user account directly and they are responsible for the edit. Such disruption is harder to manage when the bot is being executed on a collection of pages with disruptive options.
- Enwiki: Only alter dead sources and Add archives to all URLs
- Svwiki: [১০]
আলোচনা
- সমর্থন -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৪৮, ৩ জুলাই ২০১৭ (ইউটিসি)
- সমর্থন দিচ্ছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৩৬, ৪ জুলাই ২০১৭ (ইউটিসি)
- সমর্থন ~ মহীন (আলাপ) ১৬:০৬, ৪ জুলাই ২০১৭ (ইউটিসি)
- সমর্থন জানাচ্ছি---en,wiki-র অন্যতম important bot.আরুবাস্কা@ভ্যানগার্দ (আলাপ) ১৬:১১, ৪ জুলাই ২০১৭ (ইউটিসি)
- সমর্থন - Suvray (আলাপ) ১৭:৫৯, ৪ জুলাই ২০১৭ (ইউটিসি)
- সমর্থন --নুরুন্নবী চৌধুরী (হাছিব) • আলাপ • ০৮:২৭, ৫ জুলাই ২০১৭ (ইউটিসি)
- সমর্থন ও বোধিসত্ত্ব সেই সাথে সরঞ্জামের অনুবাদ সম্পূর্ণ করার উদ্যোগ নেয়া দরকার। --আফতাব (আলাপ) ১৯:৪২, ৬ জুলাই ২০১৭ (ইউটিসি)
- সমর্থন --Atudu (আলাপ) ০৮:২৪, ৭ জুলাই ২০১৭ (ইউটিসি)
- সমর্থন দিচ্ছি।-- Muḥammad (আলাপ) ১৮:২১, ১১ জুলাই ২০১৭ (ইউটিসি)
Accessible editing buttons
You can see and use the old and new versions now. Most editors will only notice that some buttons are slightly larger and have different colors.
-
Buttons before the change
-
Buttons after the change
However, this change also affects some user scripts and gadgets. Unfortunately, some of them may not work well in the new system. If you maintain any user scripts or gadgets that are used for editing, please see mw:Contributors/Projects/Accessible editing buttons for information on how to test and fix your scripts. Outdated scripts can be tested and fixed now.
This change will probably reach this wiki on Tuesday, 18 July 2017. Please leave a note at mw:Talk:Contributors/Projects/Accessible editing buttons if you need help.Whatamidoing (WMF) (talk) ২২:২২, ১০ জুলাই ২০১৭ (ইউটিসি)
কলকাতায় উইকিমিডিয়া মুভমেন্ট স্ত্র্যাটেজি আলোচনা
সুধী, উইকিমিডিয়া ফাউণ্ডেশন মুভমেন্ট স্ত্র্যাটেজির ওপর আলোচনা করার একটা প্রস্তাব জানিয়েছিল। ভারতের কিছু স্থানে এইটি হচ্ছে বা হবে আশা রাখি। কলকাতায় একটি আলোচনা স্ট্র্যাটেজি হ'লে ভালো। কিন্তু সমস্যা ছিল এই যে আবেদন করার শেষ দিন পেড়িয়ে গেছিল। এ'ক্ষেত্রে আমরা রবি এবং জনের সাথে কথা বলেছি, এবং প্রাথমিক ভাবে পজিটিভ রিপ্লাই পেয়েছি। আমরা এইটি করতে ইচ্ছুক। দিন কয়েক আগে পশিম বাংলা মেইলিং লিস্টে পোস্ট করা হয়েছিল। অল্প কিছু রিপ্লাই পেয়েছি।
প্রারম্ভিক পরিকল্পনা
আমাদের তিনটি বিষয় মাথায় রাখতে হবে।
- প্রথমতঃ, আমাদের দিন এবং স্থান ঠিক করতে হবে।
- দ্বিতীয়তঃ আমাদের আলোচনার বিষয় বস্তু ঠিক করতে হবে।
- অন্ততঃ, আমাদের সুনিষ্ঠভাবে দায়িত্ব বন্টন করতে হবে।
৩ নম্বর দিয়ে শুর করি। কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ,
- কে বা কারা ইভেন্ট প্ল্যানিং-এর দায়িত্বে থাকবেন?
- মেটা পেজ, এবং গ্র্যান্টের এপ্লাই কারা করবেন?
- ফান্ড ম্যানেজমেন্ট কে বা করবেন?
- স্থানীয় আয়োজক হিসেবে কে থাকবেন?
- রিপোর্টিং-এর দায়িত্বে কারা থাকবেন? [এ'টি গুরুত্বপূর্ণ]
আপনি কোন কোন দলে থাকতে ইচ্ছুক, বা মনে করেন কে কোনো দলে ভালো কাজ করতে পারেন, জানান। মনে রাখুন এক বিভাগে একাধিক ব্যক্তি কাম্য, এবং একজন একাধিক বিভাগে থাকতে পারেন। আমি মেটা পেজ ম্যনেজমেন্ট, ইভেন্ট প্ল্যানিং দলে (একক ভাবে নয়), এবং রিপোর্টিং বিভাগে থাকতে পারি। আমি ফান্ড ম্যানেজমেন্টে থাকবো না।
২ নম্বর- আলোচনার বিষয়বস্তু, এতে বিস্তারিত আলোচনার প্রয়োজন। আশা করি ২ তারিখের স্থানীয় ক্কলকাতার মিট-আপে আলোচনা হবে।
১ নম্বর- দিন এবং স্থান- স্থান বোধ হয় কলকাতারই কোথাও হবে। প্রারম্ভিক ভাবে প্রস্তাব, অগাস্ট মাসের প্রথম বা ত্বিতীয় সপ্তাহান্তের (মানে ৫, ৬, ১২, ১৩ অগাস্ট) এক বা দুই দিনে (এক বা দুই দিন কোনটি হবে, সেইটি আলোচনা সাপেক্ষ) অনুষ্ঠান হবে।
অনুগ্রহপূর্বক মতামত জানান। ধন্যবাদান্তে, --টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ১২:৩৩, ২৮ জুন ২০১৭ (ইউটিসি)
আপডেট
- ১
নমস্কার,
এত অবধি যে সকল ধারনা তথা অভিমত পেয়েছি, তাতে বোধ করি-
- অনুষ্ঠানটি হচ্ছে, এবং দিন হচ্ছে ৬ অগাস্ট ২০১৭ রবিবার সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৬ টা (যদি এই দিন আপনার অসুবিধা হয়, বিশেষানুগ্রহপূর্বক ২ জুলাই মধ্যাহ্নের মধ্যে জানান। অতঃপর গ্র্যান্ট আদি কাজ শুরু করতে হবে।)
- কর্মসূচী নিয়ে ২ তারিখের আলোচনাসভায় প্রণিধান করা হবে ।
- স্থান নিয়ে ২ তারিখের পর থেকে প্রচেষ্টা শুরু হবে। কলকাতা শহরেই হবে।
- গ্র্যান্ট জুলাই মাসের ৩ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে আবেদিত হবে। এ'মতাবস্থায় ঠিক রয়েছে অনন্যা ফাণ্ড রক্ষণ তথা বন্টন করবেন। আপনি যদি দায়িত্ব নিতে জানান শীঘ্র জানান।
- অনুষ্ঠান পরিকল্পনাতে বোধি, সুমিত সুরাই সবিশেষ আগ্রহ দেখিয়েছেন। আপনার অংশগ্রহণ একান্ত কাম্য। অনুগ্রহপূর্বক ব্যক্ত করুন আপনি কোন কোন দলে (পূর্বোল্লিখিত) সহায়তা করতে পারেন। --টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ০৫:২১, ৩০ জুন ২০১৭ (ইউটিসি)
সমর্থন
- সমর্থন, বোধিসত্ত্ব (আলাপ) ০৮:৫৯, ২৯ জুন ২০১৭ (ইউটিসি)
- সমর্থন,সুমিতা রায় দত্ত ১০:০৫, ২৯ জুন ২০১৭ (ইউটিসি)
- সমর্থন,Atudu (আলাপ) ১৩:১৮, ২৯ জুন ২০১৭ (ইউটিসি)
- সমর্থন,Sukanta Pal (আলাপ) ১৬:২৫, ২৯ জুন ২০১৭ (ইউটিসি)
- সমর্থন, - বিষয়টির ব্যবহারিক বাস্তব সম্পর্কে আমার ধারনা খুব সুস্পষ্ট না হলেও, নতুন ভাবনাকে স্বাগত। শুভেচ্ছা রইলো ইন্দ্রজিৎদাস ০৮:৩৭, ৩০ জুন ২০১৭ (ইউটিসি)
- সমর্থন, --Sumitsurai (আলাপ) ০৭:১০, ২ জুলাই ২০১৭ (ইউটিসি)
- সমর্থন -- মৌর্য্য বিশ্বাস (আলাপ - অবদান) ১১:০৫, ২৩ জুলাই ২০১৭ (ইউটিসি)
- সমর্থন -- অরিন্দম মৈত্র (আলাপ) ১৯:১২, ২৩ জুলাই ২০১৭ (ইউটিসি)
- সমর্থন, --সৌমেন্দ্র নাথ ঠাকুর (আলাপ) Snthakur ( সৌমেন্দ্র নাথ ঠাকুর ) (আলাপ) ১৪:০৯, ২৪ জুলাই ২০১৭ (ইউটিসি)
আপডেট
নমস্কার,
উইকিমিডিয়া স্ট্র্যাটেজি মিটিং (পশ্চিমবঙ্গ) যা সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি, আগামী ৬ অগাস্ট ২০১৭ তারিখে কলকাতার বিধান নগর/সল্ট লেক-স্থিত এন এউ জে এস (West Bengal National University of Juridical Sciences, No.12, LB Block, Sector III, Salt Lake City, Kolkata, West Bengal 700098) এ অনুষ্ঠিত হবে। কার্যক্রম সকাল ১০ ঘটিকায় শুরু হবে এবং ৫ ঘটিকা অবধি চলবে। দ্বিপ্রহরীয় আহারাদির ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, বোধ করি স্ট্র্যাটেজি মিটিং ২:৩০ ঘটিকা অবধি সুসম্পন্ন হবে। এর পরের দুই আড়াই ঘণ্টা সময় পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া প্রকল্পের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা হবে। এই সময় যে সকল বিষয়ে আলোচনা হবে সে বিষয়ে জয়ন্তনাথ, বোধি প্রমুখকে আলোকপাত করতে অনুরোধ করি।
অনুষ্ঠান তথ্য জানুন এবং অংশগ্রহন নথিবদ্ধ করুন এখানে।
সাইকেল ৩ সম্পর্কে জানুন এখানে।
ইতি,
টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ০৭:২২, ৩১ জুলাই ২০১৭ (ইউটিসি)
সম্পাদনা সারাংশ গ্যাজেট
আপনাদের কারো কি সম্পাদনা সারাংশ গ্যাজেটটি কাজ করছে? আমার মনে হয় তো আজকের হালনাগাদের কারণে এটি কাজ করা বন্ধ করে দিয়েছে। --আফতাব (আলাপ) ২২:১১, ১৯ জুলাই ২০১৭ (ইউটিসি)
- আমার কাজ করছে না। ~ মহীন (আলাপ) ০৭:০৭, ২১ জুলাই ২০১৭ (ইউটিসি)
পৃষ্ঠা প্রাকদর্শন (হোভারকার্ডস) সংবাদ
হ্যালো!
এই প্রকল্পে পাতা প্রাকদর্শন (যার পূর্ব নাম ছিল হোভারকার্ডস) চালু করা সম্পর্কিত সংবাদ। পৃষ্ঠা প্রাকদর্শন কোনো লিঙ্কযুক্ত নিবন্ধ সম্পর্কে দ্রুত তথ্য প্রদান করে যা পাঠকদের বর্তমান পৃষ্ঠা ত্যাগ না করেই সম্পর্কিত প্রবন্ধের মূল বিষয়বস্তু সম্পর্কে ধারণা প্রদান করে। ডিসেম্বরে যেমন বলা হয়েছিল সেই মতই আমরা এই বৈশিষ্ট্যটি পরীক্ষামূলক (বিটা) থেকে অপসারিত করছি ও এটিকে অ-প্রবেশকৃত ব্যবহারকারীদের জন্য পূর্বনির্ধারিত হিসেবে ধার্য করছি। ইদানীং আমরা এর কোডে একটি বড় সংশোধন করেছি যা প্রায় সমস্ত উপস্থিত ত্রুটিকে ঠিক করবে।
কিছু যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের এই নিয়োজন কয়েক মাস পিছিয়ে দিতে হয়। আমরা অবশেষে এই বৈশিষ্ট্যটি প্রয়োগের জন্য প্রস্তুত। ১৪ই জুলাই থেকে প্রবেশকৃত ব্যবহারকারীদের জন্য ব্যবহারকারীর পছন্দের পৃষ্ঠায় পৃষ্ঠা প্রাকদর্শন বৈশিষ্ট্যটি স্বাভাবিক অবস্থায় বন্ধ থাকবে। বর্তমান বিটা ব্যবহারকারী ও অ-প্রবেশকৃত ব্যবহারকারীদের জন্য এই বৈশিষ্ট্যটি স্বাভাবিক অবস্থায় চালু থাকবে। এই বৈশিষ্ট্যটি পরীক্ষা করতে বেটা বৈশিষ্ট্য হিসেবে এখানে এটি সক্রিয় করুন। আরও তথ্যের জন্য পাতা প্রাকদর্শন পৃষ্ঠা দেখুন। কোনো প্রশ্ন থাকলে আলাপ পাতায় আপনার পছন্দের ভাষায় আপনার প্রশ্ন জানান।
অসংখ্য ধন্যবাদ!
CKoerner (WMF) (talk) ২২:৩৩, ২০ জুলাই ২০১৭ (ইউটিসি)
উইকিপ্রকল্প বাংলাদেশ
প্রিয় সুধী, বাংলা উইকিপিডিয়ায় বাংলাদেশের বিভিন্ন বিষয়াদি সম্পর্কিত একটি প্রকল্প থাকা দরকার বলে আমি মনে করি৷এই প্রকল্পে বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন নিবন্ধের আবেদন অন্তর্ভুুক্ত হবে যেমনটা ইংরেজি উইকিপিডয়ায় রয়েছে৷ ধন্যবাদ:নকীব সরকার বার্তা ১১:২৮, ২৮ জুলাই ২০১৭ (ইউটিসি)
- জনাব @Nokib Sarkar:, যদি কাজ করার কেউ না থাকে তাহলে প্রকল্প করে লাভ কি বলুন? --আফতাব (আলাপ) ১৪:৫১, ২৮ জুলাই ২০১৭ (ইউটিসি)
- জনাব @Aftabuzzaman:,একবার চেষ্টা করে দেখা যাক না ---নকীব সরকার বার্তা ১৫:১১, ২৯ জুলাই ২০১৭ (ইউটিসি)
- @Nokib Sarkar: আপনার কত উইকিপ্রকল্প দরকার তা এখান থেকে বেঁছে নিন। --আফতাব (আলাপ) ১৫:১৬, ২৯ জুলাই ২০১৭ (ইউটিসি)
- জনাব @Aftabuzzaman:,একবার চেষ্টা করে দেখা যাক না ---নকীব সরকার বার্তা ১৫:১১, ২৯ জুলাই ২০১৭ (ইউটিসি)
বিষয়শ্রেণী যুক্ত করা
আফতাব আমাকে বললো যে এই কাজ করার জন্য এখানে বলতে, সে জন্যে করতেছি। আমার উদ্দেশ্য বোঝার জন্য মেরাজকে অনেক ধন্যবাদ। আশা করি যে সুব্রতদা মনে করে না যে এই তালিকার বানানো "ধ্বংসাত্মক" কাজ।
- বিষয়শ্রেণী:১০ম লোকসভার সদস্য → বিষয়শ্রেণী:দশম লোকসভার সদস্য
- বিষয়শ্রেণী:১৪তম লোকসভার সদস্য → বিষয়শ্রেণী:চতুর্দশ লোকসভার সদস্য
- বিষয়শ্রেণী:১৫তম লোকসভার সদস্য → বিষয়শ্রেণী:পঞ্চদশ লোকসভার সদস্য
- বিষয়শ্রেণী:৯ম লোকসভার সদস্য → বিষয়শ্রেণী:নবম লোকসভার সদস্য
- বিষয়শ্রেণী:অনলাইন বিশ্বকোষ → বিষয়শ্রেণী:ইন্টারনেট বিশ্বকোষ
- বিষয়শ্রেণী:অসম → বিষয়শ্রেণী:আসাম
- বিষয়শ্রেণী:অসমের ইতিহাস → বিষয়শ্রেণী:আসামের ইতিহাস
- বিষয়শ্রেণী:অস্ট্রোনেশীয় ভাষাসমূহ → বিষয়শ্রেণী:অস্ট্রোনেশীয় ভাষা
- বিষয়শ্রেণী:অ্যানিমে চলচ্চিত্র → বিষয়শ্রেণী:আনিমে চলচ্চিত্র
- বিষয়শ্রেণী:অ্যানিমেশন টেলিভিশন ধারাবাহিক → বিষয়শ্রেণী:অ্যানিমেটেড টেলিভিশন ধারাবাহিক
- বিষয়শ্রেণী:অ্যাশেজ → বিষয়শ্রেণী:দি অ্যাশেজ
- বিষয়শ্রেণী:অ্যাসোসিয়েশন ফুটবল ন্যাভ বক্স → বিষয়শ্রেণী:অ্যাসোসিয়েশন ফুটবল নেভিগ্যাশনাল বক্স
- বিষয়শ্রেণী:অ্যাসোসিয়েশন ফুটবলের গোলরক্ষক → বিষয়শ্রেণী:অ্যাসোসিয়েশন ফুটবল গোলরক্ষক
- বিষয়শ্রেণী:আইইউসিএন লাল তালিকাভুক্ত বিপন্ন প্রজাতি → বিষয়শ্রেণী:আইইউসিএন লাল তালিকার বিপন্ন প্রজাতি
- বিষয়শ্রেণী:আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্থাপনা → বিষয়শ্রেণী:আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভবন ও স্থাপনা
- বিষয়শ্রেণী:আফগানিস্তান ক্রিকেট নেভিগ্যাশনাল বক্স → বিষয়শ্রেণী:আফগান ক্রিকেট নেভিগ্যাশনাল বক্স
- বিষয়শ্রেণী:আফগানিস্তানের রাজনীতিবিদ → বিষয়শ্রেণী:আফগান রাজনীতিবিদ
- বিষয়শ্রেণী:আফ্রিকার জাতীয় ফুটবল সংস্থা → বিষয়শ্রেণী:আফ্রিকার জাতীয় ফুটবল দল
- বিষয়শ্রেণী:আরবি ভাষার টেলিভিশন স্টেশন → বিষয়শ্রেণী:আরবি ভাষার টেলিভিশন কেন্দ্র
- বিষয়শ্রেণী:আর্সেনাল ফুটবল ক্লাবের খেলোয়াড় → বিষয়শ্রেণী:আর্সেনাল ফুটবল ক্লাব খেলোয়াড়
- বিষয়শ্রেণী:আলি → বিষয়শ্রেণী:আলী
- বিষয়শ্রেণী:আলোকচিত্র শিল্পী → বিষয়শ্রেণী:আলোকচিত্রশিল্পী
- বিষয়শ্রেণী:আলোকচিত্রগ্রাহক → বিষয়শ্রেণী:আলোকচিত্রশিল্পী
- বিষয়শ্রেণী:আহমাদিয়া মুসলিম সম্প্রদায় → বিষয়শ্রেণী:আহ্মদীয়া
- বিষয়শ্রেণী:ইংরেজ-ফার্সি ভাষা → বিষয়শ্রেণী:ইঙ্গ-ফ্রিজীয় ভাষা
- বিষয়শ্রেণী:ইউনিভার্সাল পিকচার্সের চলচ্চিত্র → বিষয়শ্রেণী:ইউনিভার্সাল পিকচার্সের চলচ্চিত্র
- বিষয়শ্রেণী:ইউনিভার্সিটি কলেজ লন্ডন এর প্রাক্তন শিক্ষার্থী → বিষয়শ্রেণী:ইউনিভার্সিটি কলেজ লন্ডনের প্রাক্তন শিক্ষার্থী
- বিষয়শ্রেণী:ইউরোপের জাতীয় ফুটবল দল → বিষয়শ্রেণী:ইউরোপীয় জাতীয় অ্যাসোসিয়েশন ফুটবল দল
- বিষয়শ্রেণী:ইসরাইল → বিষয়শ্রেণী:ইসরায়েল
- বিষয়শ্রেণী:ইসরায়েলি → বিষয়শ্রেণী:ইসরায়েলী
- বিষয়শ্রেণী:ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় অনুষদ → বিষয়শ্রেণী:ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের শিক্ষক
- বিষয়শ্রেণী:জর্ডানের ভূগোল → বিষয়শ্রেণী:জর্দানের ভূগোল
- বিষয়শ্রেণী:ফুটবল ফরোয়ার্ড → বিষয়শ্রেণী:অ্যাসোসিয়েশন ফুটবল ফরোয়ার্ড
- বিষয়শ্রেণী:ফুটবল মিডফিল্ডার → বিষয়শ্রেণী:অ্যাসোসিয়েশন ফুটবল মিডফিল্ডার
- বিষয়শ্রেণী:বার্লিনের হুম্বোল্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী → বিষয়শ্রেণী:হামবোল্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বিষয়শ্রেণী:বিকল্প মেটাল মিউজিক্যাল গ্রুপ → বিষয়শ্রেণী:অল্টারনেটিভ মেটাল ব্যান্ড
- বিষয়শ্রেণী:মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা → বিষয়শ্রেণী:মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা
- বিষয়শ্রেণী:রাজনৈতিক ভূবিজ্ঞান → বিষয়শ্রেণী:রাজনৈতিক ভূগোল
- বিষয়শ্রেণী:সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষদ → বিষয়শ্রেণী:ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার শিক্ষক
- বিষয়শ্রেণী:সাল অনুযায়ী জন্ম → বিষয়শ্রেণী:বছর অনুযায়ী জন্ম
- বিষয়শ্রেণী:সিরিজ অনুযায়ী নকিয়া ফোন → বিষয়শ্রেণী:সিরিজ অনুযায়ী নোকিয়া ফোন
- বিষয়শ্রেণী:সুইডিশ চলচ্চিত্র → বিষয়শ্রেণী:সুয়েডীয় চলচ্চিত্র
- বিষয়শ্রেণী:সুপার কম্পিউটার → বিষয়শ্রেণী:সুপারকম্পিউটার
- বিষয়শ্রেণী:হিন্দি চলচ্চিত্রে অভিনেতা → বিষয়শ্রেণী:হিন্দি চলচ্চিত্র অভিনেতা
- বিষয়শ্রেণী:হিন্দুধর্ম এবং অন্যান্য ধর্ম → বিষয়শ্রেণী:হিন্দুধর্ম ও অন্যান্য ধর্ম
- বিষয়শ্রেণী:হিন্দুধর্মের টেমপ্লেট → বিষয়শ্রেণী:হিন্দুধর্ম টেমপ্লেট
- বিষয়শ্রেণী:হেভি মেটাল ব্যান্ড → বিষয়শ্রেণী:হেভি মেটাল সঙ্গীতদল
(আমি এই তালিকা পরে নিজের পাতায় সরাবো।) মাহির২৫৬ (আলাপ) ২১:৫১, ২৮ জুলাই ২০১৭ (ইউটিসি)
- @Mahir256: আমি আস্তে আস্তে করে দিব। আফতাব (আলাপ) ২১:০১, ৩০ জুলাই ২০১৭ (ইউটিসি)
CIS-A2K Newsletter June 2017
Hello,
CIS-A2K has published their newsletter for the months of June 2017. The edition includes details about these topics:
- Wikidata Workshop: South India
- Tallapaka Pada Sahityam is now on Wikisource
- Thematic Edit-a-thon at Yashawantrao Chavan Institute of Science, Satara
- Asian Athletics Championships 2017 Edit-a-thon
If you want to subscribe/unsubscribe this newsletter, click here. --MediaWiki message delivery (আলাপ) ০৪:০১, ৫ আগস্ট ২০১৭ (ইউটিসি)
কৃতঋণ শব্দ প্রসঙ্গে
সম্প্রতি উইকিতে বিজ্ঞান ও প্রযুক্তিগত অনেক ক্ষেত্রে বাংলাকরণের প্রয়াস দেখছি। এমনিতেও দৈনন্দিন ব্যবহারের বহু বিদেশি শব্দের পরিভাষা বেরোচ্ছে। দূরালাপনী (টেলিফোন), দূরদর্শন (টেলিভিশন), দ্বিচক্রযান (সাইকেল), গাড়িশালা (গ্যারেজ), নভোদূরবীক্ষণ যন্ত্র (টেলিস্কোপ) এসব হাস্যকর ও দুর্বোধ্য হলেও প্রাতিষ্ঠানিক শিক্ষাক্ষেত্রে বাংলা চালুর নামে ব্যবহার করা হচ্ছে এবং উইকিতেও দুয়েকটি দেখছি। বিদেশি ভাষা হতে কৃতঋণ শব্দ গ্রহণ ভাষার প্রবহমানতার জন্য গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, বাংলা ভাষায় শব্দার্থের ক্ষেত্রে সূক্ষ্ণতার কারবার কম, ভাষাবিদ পণ্ডিতরাও সম্ভবত এদিকে মনোযোগ দেননি (অভিধানে প্রবন্ধ, নিবন্ধ, রচনা, সন্দর্ধ সবগুলোর অর্থ একই; সংসদ, বাএ)। ইংরেজি ও অন্যান্য ভাষার ক্রমবর্ধমান শব্দভাণ্ডারের বিপরীতে বাংলায় শব্দকোষের ক্ষয়িষ্ণুতা লক্ষণীয়। একদিকে প্রচুর শব্দ প্রচলন হারিয়ে অভিধানে আশ্রয় নিয়েছে, অন্যদিকে কৃতঝণ শব্দকে প্রমিত বলে স্বীকৃতি দিতেও আমাদের (বাংলা একাডেমি, সংসদ) আগ্রহ নেই; ইংরেজির বেলাতে আমাদের বাংলাপ্রেম জেগে ওঠে, অথচ বাংলা মানেই তৎসম/সংস্কৃত নয়। আশা করি, অপ্রয়োজনে প্রচলিত শব্দ বাদ দিয়ে এরকম বাংলাকরণের চেষ্টা এবং অম্লযান, মজ্জাকোষার্বুদ-জাতীয় অনুবাদ আর ব্যবহার করতে হবে না।
রঙের ক্ষেত্রে লালের যতো শেড, সেগুলোর ইংরেজি নাম গ্রহণে আপত্তি অনুচিত। ভাষার সীমাবদ্ধতা ও পশ্চাৎপদতার কারণে আমরা অল্পকিছু রঙনাম ব্যবহার করি। pink ও rosy দুটোকেই লেখি গোলাপি, এক্ষেত্রে প্রথমটিকে পিঙ্ক ও অন্যটি গোলাপি বলে গ্রহণ করা যায়। আসলে বাংলায় রঙনাম অনেক কম, অভিধানেও ৫০টির বেশি নেই। red, crimson, scarlet = লাল বা violet, fuchsia, purple = বেগুনি বা pink, rose = গোলাপি এসব স্থুলতা সাহিত্যে চললেও কর্মক্ষেত্রে (বৈজ্ঞানিক গবেষণা, টেক্সটাইল শিল্পে) অচল। শ্যাম, হরিৎ, কপিশ, পিঙ্গল, পাটল প্রভৃতি অপ্রচলিত শব্দগুলো আবার চালু করার চেষ্টা করা যেতে পারে, তবে জানার ও ব্যবহারের প্রয়োজনে রঙের বিভিন্ন শেডের নামগুলো ধার করতে তো আসুবিধা নেই। বিদেশি শব্দ গ্রহণে ভাষার মানহানি হবেনা, বরং ব্যবহারিক প্রয়োজনও মিটবে এবং শব্দভাণ্ডারও সমৃদ্ধ হবে। - রেজওয়ান (আলাপ) ১৬:৩৭, ৭ আগস্ট ২০১৭ (ইউটিসি)
- অতি বাংলাকরণ আমিও পছন্দ করি না তবে এটাও বলব অন্ধভাবে ইংরেজিও অনুসরণ করা উচিত নয়। যেগুলির বাংলা করা যায় তা বাংলায় ব্যবহার করা উচিত। বিভিন্ন ভাষা বিভিন্ন শব্দের পরিভাষা ব্যবহার করে, তবে কেন বাংলায় পরিভাষা ব্যবহার করলে তা হাস্যকর মনে হবে।আফতাব (আলাপ) ১৫:১৫, ১০ আগস্ট ২০১৭ (ইউটিসি)
- অবশ্যই পরিভাষা নতুন শব্দের কার্যকর উৎস এবং প্রশাসন ও শিক্ষাক্ষেত্রে তার ব্যবহার আমরা দেখতেই পাচ্ছি। তবে প্রদত্ত উদাহরণগুলোর মতো নিশ্চয়ই নয়। ভাষার সীমাবদ্ধতা বুঝে নতুন শব্দ সৃজন (পরিভাষা) ও গ্রহণ (বিদেশি শব্দ) দুটোই করতে হবে। কেবল বাংলাকরণের কথা ভাবলে বাংলা ভাষায় আজ সংস্কৃত বাদে অন্য কোনো ভাষার শব্দই থাকতো না। আশা করি, সংস্কৃত-আরবি-ফার্সির মতো প্রয়োজনীয় ইংরেজি শব্দও আমরা গ্রহণ করবো। - রেজওয়ান (আলাপ) ১৮:০১, ১০ আগস্ট ২০১৭ (ইউটিসি)
আলোচনায় অংশগ্রহণের আহবান
প্রিয় সুধী, সকলকে আলাপ:গোলাপী এই পাতায় চলমান আলোচনায় অংশগ্রহণের অনুরোধ জানানো যাচ্ছে। বিশেষ করে, বোধি দা, মহীন রিয়াদ, সুব্রত দা, নাহিদ, আশিক ভাই, অর্ণব দা, ওয়াকিম (ট্যাগ দেবার জন্য দুঃখিত), ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ০৪:৩১, ১৫ আগস্ট ২০১৭ (ইউটিসি)
- আশা করি কেউ তাৎক্ষণিক মন্তব্য করবেন না, কারণ হতে পারে আপনি যা বলতে চান তা অন্যকেউ আগেই উত্থাপন করেছেন; পুরো আলোচনাটি পড়ে মতামত জানান। - রেজওয়ান (আলাপ) ০৮:৩৭, ১৫ আগস্ট ২০১৭ (ইউটিসি)
বাংলাতে ব্যবহৃত কমন্সের যে ফাইলগুলো অপসারণ আবেদন করা হয়েছে
সুধী, বাংলা উইকিপিডিয়াতে ব্যবহার হচ্ছে এমনসব ফাইল যেগুলো কমন্সে অপসারণ প্রস্তাব করা হয়েছে তার একটি তালিকা c:User:SteinsplitterBot/DR/bnwiki পাতায় পাবেন। পাতাটি সংশ্লিষ্ট বট কর্তৃক নিয়মিত হালনাগাদ করা হয়। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:১৯, ১৫ আগস্ট ২০১৭ (ইউটিসি)
CIS-A2K Newsletter July 2017
Hello,
CIS-A2K has published their newsletter for the months of July 2017. The edition includes details about these topics:
- Telugu Wikisource Workshop
- Marathi Wikipedia Workshop in Sangli, Maharashtra
- Tallapaka Pada Sahityam is now on Wikisource
- Wikipedia Workshop on Template Creation and Modification Conducted in Bengaluru
Please read the complete newsletter here.
If you want to subscribe/unsubscribe this newsletter, click here. --MediaWiki message delivery (আলাপ) ০৩:৫৮, ১৭ আগস্ট ২০১৭ (ইউটিসি)
আপনার অ্যাকাউন্টে কেউ প্রবেশের চেষ্টা করলে আপনাকে বিজ্ঞপ্তি দেয়া হবে
সম্প্রদায় প্রযুক্তি দল এই সপ্তাহে একটি নতুন সুরক্ষা বৈশিষ্ট্যকে মুক্তি দিচ্ছে। এটি আপনাকে বিজ্ঞাপিত করবে যখন কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে অসমর্থ হয়, যার অর্থ হতে পারে কেউ ওটি অধিকার করতে চাইছে। এটি ২০১৬ সম্প্রদায়ের ইচ্ছাতালিকার নিরীক্ষায় ইচ্ছা #৭ হিসেবে ছিল।
আপনি স্বাভাবিকভাবে ব্যর্থ প্রবেশ সম্পর্কে একটি বিজ্ঞপ্তি পাবেন। এটি এই পদ্ধতিতে কাজ করে:
সম্প্রতি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করেনি এমন ডিভাইস বা আইপি ঠিকানা থেকে ব্যর্থ চেষ্টা হলে আপনি একটি বিজ্ঞপ্তি পাবেন। ডিভাইস বা আইপি ঠিকানা থেকে পাঁচটি ব্যর্থ প্রচেষ্টা পরে আপনি একটি বিজ্ঞপ্তি পাবেন। আপনি আপনার পছন্দগুলিতে ইমেল বিজ্ঞপ্তি চালু করতে পারেন।
আপনি চাইলে ইমেইল বিজ্ঞপ্তি চালু করার মাধ্যমে কোনো নতুন ডিভাইস বা আইপি ঠিকানা থেকে আপনার অ্যাকাউন্টে সফলভাবে প্রবেশ করার ইমেইল বিজ্ঞপ্তি পেতে পারেন। এটি স্বাভাবিকভাবে বন্ধ করা থাকে, তবে প্রশাসক ও অন্য যাদের ব্যবহারকারী অধিকারের অপব্যবহার হতে পারে তাদের জন্য এটি দরকার হবে। এটি চালু করলে যখনই নতুন কোনো ডিভাইস বা আইপি ঠিকানা থেকে আপনার অ্যাকাউন্টে সফলভাবে প্রবেশ করা হবে, আপনি একটি ইমেইল পাবেন।
আশা করা হচ্ছে বৈশিষ্ট্যটি এই সপ্তাহের মধ্যেই সব প্রকল্পে চলে আসবে - অধিকাংশ উইকি পাবে বুধবারে, তবে বৃহত্তম উইকিপিডিয়াগুলো পাবে বৃহস্পতিবারে।
এই বৈশিষ্ট্যটির জন্য অন্তর্নিহিত এক্সটেনশন লেখায় অবদান রাখার জন্য ব্রায়ান উলফকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
বৈশিষ্ট্যটি সম্পর্কে আরো তথ্য পাবেন মেটায় প্রকল্প পাতায়। আর আলাপ পাতায় কোনো প্রশ্ন রাখতে দ্বিধা করবেন না। - Johan (WMF) (আলাপ) ০৫:০১, ২৫ আগস্ট ২০১৭ (ইউটিসি)
ভারতে উইকি লাভস মনুমেন্টস ২০১৭
ভারতীয় উইকিমিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা! উইকি লাভস মনুমেন্টস ইন ইন্ডিয়া একটি আসন্ন আলোকচিত্র প্রতিযোগিতা যা বৃহত্তর উইকি লাভস মনুমেন্টস ২০১৭ এর অংশ। আপনাদের সবাইকে এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি, প্রতিযোগী বা স্বেচ্ছাসেবক হিসেবে। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হলো উইকিপিডিয়ার সাধারণ পাঠক-ব্যবহারকারী, আলোকচিত্রী, শৌখিন ফটোগ্রাফার সবাইকে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনার ছবি তুলতে ও উইকিমিডিয়া কমন্সে তা আপলোড করতে আগ্রহী করা, এতে উইকিপিডিয়া ও তার সহযোগী প্রকল্পগুলোতে ছবিগুলো ব্যবহার করা যাবে এবং নতুন নিবন্ধ সৃষ্টি হবে, পাশাপাশি ভারতীয় ভাষাগুলোতে নতুন নিবন্ধের মানোন্নয়ন হবে।
এই ইভেন্টটি পুরো সফল করতে আমরা আপনার সমর্থন চাই! অনুগ্রহ করে এখানে সাইন আপ করুন। -- Suyash Dwivedi, MediaWiki message delivery ব্যবহার করে প্রেরিত (আলাপ) ১১:৫১, ২৫ আগস্ট ২০১৭ (ইউটিসি)(অনুবাদ - রেজওয়ান)
ভারতে উইকিউপাত্ত কর্মশালা সেপ্টেম্বর ২০১৭
হ্যালো,
আপনাদের খুশির সাথে জানাচ্ছি যে আসাফ বারটোভ আগামী সেপ্টেম্বর মাসে ভারত ভ্রমণ করবেন এবং উইকিউপাত্ত ও অন্যান্য সাম্প্রতিক প্রযুক্তি/টুলস নিয়ে কয়েকটি স্থানীয় কর্মশালা পরিচালনা করবেন। আপনারা হয়তো জানেন যে আসাফ উইকিউপাত্তের একজন প্রবর্তক এবং প্রশিক্ষক। এবছর এবং তার আগের উইকিম্যানিয়াতেও দুটি সম্প্রদায় থেকে ভারতীয় উইকিমিডিয়ানরা আসাফকে ভারতে যাবার অনুরোধ করেছিলেন উইকিউপাত্ত কর্মশালা করার জন্য।
কর্মশালাতে উইকিউপাত্ত নিয়ে ব্যাপক প্রশিক্ষণ দেয়া হবে, একদম শিক্ষানবিস থেকে শুরু করে কুয়েরি, উইকিপিডিয়ায় উইকিউপাত্ত ইমবেডিং করা পর্যন্ত (তথ্যছক সহ), পাশাপাশি সাধারণ টুলগুলো প্রদর্শন, কুয়ারিসহ (Quarry)। এছাড়াও, সাধারণ প্রশ্নোত্তরের ("ask me anything") সময় দেয়া হবে যাতে লোকেরা সরাসরি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কোনো প্রতিনিধির কাছে তাদের মনের প্রশ্ন করতে পারে।
আসাফ ভারতে আসবেন ২৯ অগাস্ট। অনুগ্রহ করে বিস্তারিত পরিকল্পনা দেখুন এখানে। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন এখানে বা আসাফকে লিখুন। শুভেচ্ছান্তে -- টিটোদত্ত, MediaWiki message delivery ব্যবহার করে প্রেরিত (আলাপ) ১৩:৩৭, ২৫ আগস্ট ২০১৭ (ইউটিসি)
(অনুবাদ - রেজওয়ান)
Featured Wikimedian [September 2017]
Greeting, on behalf of Wikimedia India, I, Krishna Chaitanya Velaga from the Executive Committee, introduce you to the Featured Wikimedian of the Month for September 2017, Swapnil Karambelkar.
Swapnil Karambelkar is one of the most active Wikimedians from the Hindi community. Swapnil hails from Bhopal, Madhya Pradesh, and by profession a Mechanical Engineering, who runs his own firm based on factory automation and education. Swapnil joined Wikipedia in August 2016, through "Wiki Loves Monuments". He initially started off with uploading images to Commons and then moved onto Hindi Wikipedia, contributing to culture and military topics. He also contributes to Hindi Wikibooks and Wikiversity. Soon after, he got extensively involved in various outreach activities. He co-organized "Hindi Wiki Conference" in January 2017, at Bhopal. He delivered various lectures on Wikimedia movement in various institutions like Atal Bihari Hindi University, Sanskrit Sansthanam and NIT Bhopal. Along with Suyash Dwivedi, Swapnil co-organized the first ever regular GLAM project in India at National Museum of Natural Heritage, Bhopal. Swapnil is an account creator on Hindi Wikipedia and is an admin on the beta version on Wikiversity. Swapnil has been instrumental in establishing the first Indic language version of Wikiversity, the Hindi Wikiversity. As asked regarding his motivation to contribute to the Wikimedia movement, Swapnil says, "It is the realization that though there is abundance of knowledge around us, but it is yet untapped and not documented".
ব্যক্তি না ব্যক্তিত্ব ব্যবহার
রং এর নাম সমন্ধে কিছু প্রস্তাবনা
পিঙ্ক-গোলাপি প্রসঙ্গে
পিঙ্ক নিবন্ধটি অসীম সময়ের জন্য ঝুলিয়ে রাখা যায় না। সবার নজরে আনার জন্যে আলোচনাসভায় তুললাম। আলাপ:পিঙ্ক পাতায় বিস্তারিত আলোচনা ও যুক্তিখণ্ডন করে দেখানো হয়েছে কেন Pink = গোলাপি/পাটল/পাটকিলে/দুধে-আলতা রঙ ব্যবহার করা যাচ্ছে না, এবং তাই পিঙ্ক গ্রহণীয়। বিশদ পড়ার পরও কেউ দ্বিমত করলে সেখানে যুক্তিসহ বলুন, অন্যথায় তিনদিন পর (25/08/2017) শেষে নিবন্ধটি পিঙ্ক নামে পুনর্স্থানান্তর করা হবে। - রেজওয়ান (আলাপ) ১৭:৩৪, ২২ আগস্ট ২০১৭ (ইউটিসি)