চার্লটন হেস্টন
চার্লটন হেস্টন | |
---|---|
Charlton Heston | |
জন্ম | জন চার্লস কার্টার ৪ অক্টোবর ১৯২৩ উইলমেট, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ৫ এপ্রিল ২০০৮ বেভারলি হিলস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৪)
সমাধি | সেন্ট ম্যাথিউ অ্যাপিস্কোপাল চার্চ কলাম্বারিয়াম |
মাতৃশিক্ষায়তন | নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৪১-২০০৩ |
দাম্পত্য সঙ্গী | লিডিয়া ক্লার্ক (বি. ১৯৪৪; মৃ. ২০০৮) |
সন্তান | ২, ফ্রেজার ক্লার্ক হেস্টন সহ |
সামরিক কর্মজীবন | |
আনুগত্য | মার্কিন যুক্তরাষ্ট্র |
সেবা/ | মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা বিমান বাহিনী |
কার্যকাল | ১৯৪৪–১৯৪৬ |
পদমর্যাদা | স্টাফ সার্জেন্ট |
ইউনিট | ৭৭তম বোম্বার্ডমেন্ট স্কোয়ার্ডন |
যুদ্ধ/সংগ্রাম | দ্বিতীয় বিশ্বযুদ্ধ |
স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের ১৬তম সভাপতি | |
কাজের মেয়াদ ১৯৬৫ – ১৯৭১ | |
পূর্বসূরী | ড্যানা অ্যান্ড্রুজ |
উত্তরসূরী | জন গ্যাভিন |
চার্লটন হেস্টন (ইংরেজি: Charlton Heston; জন্ম: জন চার্লস কার্টার, ৪ অক্টোবর ১৯২৩ - ৫ এপ্রিল ২০০৮)[১] ছিলেন একজন মার্কিন অভিনেতা ও রাজনৈতিক কর্মী।[২] হলিউডের তারকা অভিনেতা হেস্টন তার ৬০ বছরের অভিনয় জীবনে এক শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি মহাকাব্যিক দ্য টেন কমান্ডমেন্টস (১৯৫৬) চলচ্চিত্রে মোজেস চরিত্রে অভিনয় করে তার প্রথম সেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ১৯৫৯ সালে তিনি বেন-হার চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। পরবর্তী কালে তিনি টাচ অব ইভল (১৯৫৮), এল সিড (১৯৬১), প্ল্যানেট অব দ্য এপস (১৯৬৮), দ্য গ্রেটেস্ট শো অন আর্থ (১৯৫২), সিক্রেট অব দি ইনকাস (১৯৫৪), দ্য বিগ কান্ট্রি (১৯৫৮) এবং দ্য গ্রেটেস্ট স্টোরি এভার টোল্ড (১৯৬৫) চলচ্চিত্রে অভিনয় করেন
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]চার্লটন হেস্টন ১৯২৩ সালের ৪ঠা অক্টোবর জন্মগ্রহণ করেন। বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে তার জন্মস্থান ইলিনয় অঙ্গরাজ্যের ইভানস্টন;[৩]।[৪][৫] কিন্তু তার আত্মজীবনীতে অন্য স্থানের উল্লেখ রয়েছে।[৬] তার প্রকৃত নাম জন চার্লস কার্টার।[১] তার পিতা রাসেল উইটফোর্ড কার্টার (১৮৯৭-১৯৬৬) ছিলেন একজন স'মিল কর্মী এবং মাতা লিলা (বেইন্স; ১৮৯৯-১৯৯৪)।[৭]
কর্মজীবন
[সম্পাদনা]হেস্টন বাইবেলীয় মহাকাব্যিক দ্য টেন কমান্ডমেন্টস (১৯৫৬) চলচ্চিত্রে মোজেস চরিত্রে অভিনয় করে ব্যাপক সফলতা অর্জন করেন। পরিচালক সেসিল বি. ডামিল তাকে মিকেলাঞ্জেলোর মোজেসের মূর্তি প্রতিবিম্ব হওয়ার শিক্ষা দেন।[৮] ডামিল হেস্টনের তিন মাস বয়সী পুত্র ফ্র্যাজার ক্লার্ক হেস্টনকে দিয়ে বাচ্চা মোজেস চরিত্রের কাজ করান। দ্য টেন কমান্ডমেন্টস বক্স অফিসে অন্যতম সফল চলচ্চিত্র হয়ে ওঠে এবং মুদ্রাস্ফীতি সংযোজন করার পর এটি সপ্তম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। হিব্রু নবী চরিত্রে তার কাজ চলচ্চিত্র সমালোচকদের নিকট থেকে প্রশংসা অর্জন করে। এই কাজের জন্য তিনি তার প্রথম সেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
মার্লোন ব্র্যান্ডো, বার্ট ল্যাঙ্কেস্টার ও রক হাডসন বেন-হার (১৯৫৯) চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে, তিনি এই চরিত্রটি গ্রহণ করেন। ছবিটি অপ্রত্যাশিতভাবে ১১টি বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করে এবং হেস্টন তার কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। পরবর্তী কালে তিনি ২০০৩ সালে লিউ ওয়ালেসের একই উপন্যাস অবলম্বনে নির্মিত অ্যানিমেটেড টিভি চলচ্চিত্রে বেন-হার চরিত্রের জন্য কণ্ঠ দেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ এলিয়ট, মার্ক (২০১৭)। Hollywood's Last Icon: Charlton Heston (ইংরেজি ভাষায়)। হারপার কলিন্স। পৃষ্ঠা ১১–১২। আইএসবিএন 978-0-06-242043-5।
- ↑ রেমন্ড, এমিলি (২০০৬)। From My Cold, Dead Hands: Charlton Heston and American Politics (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৪–৫, ৩৩।
- ↑ ওয়েরলিং, ক্যারেন (১৬ এপ্রিল ২০০৮)। "Appreciation: Charlton Heston's life as a Wildcat"। নর্থ বাই নর্থওয়েস্টার্ন। ৩০ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৯।
- ↑ বার্কবিস্ট, রবার্ট (৬ এপ্রিল ২০০৮)। "Charlton Heston, Epic Film Star and Voice of N.R.A., Dies at 84"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৮।
- ↑ "Charlton Heston Biography"। বায়োগ্রাফি। মার্চ ১৮, ২০১০। সেপ্টেম্বর ২৪, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৯।
- ↑ হেস্টন ১৯৯৫।
- ↑ The 1900 United States Census; Cook County, Chicago, Illinois, United States।
- ↑ ওরিসন, ক্যাথরিন (১৯৯৯)। Written in Stone: Making Cecil B. DeMille's Epic The Ten Commandments। ভেস্টাল প্রেস। পৃষ্ঠা ১৫। আইএসবিএন 978-1461734819।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- হেস্টন, চার্লটন (১৯৯৫)। In The Arena। সিমন অ্যান্ড শুস্টার। আইএসবিএন 0-684-80394-1।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে চার্লটন হেস্টন (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে চার্লটন হেস্টন (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে চার্লটন হেস্টন (ইংরেজি)
- ১৯২৩-এ জন্ম
- ২০০৮-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২০শ শতাব্দীর মার্কিন লেখক
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন লেখক
- ইংরেজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- কানাডীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- স্কটিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ইলিনয়ের অভিনেতা
- ইলিনয়ের লেখক
- মার্কিন আত্মজীবনীকার
- মার্কিন কণ্ঠাভিনেতা
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন টেলিভিশন পরিচালক
- মার্কিন মঞ্চ অভিনেতা
- মার্কিন সামরিক কর্মকর্তা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্কিন সামরিক কর্মকর্তা
- নিউমোনিয়ায় মৃত্যু
- স্ক্রিন অ্যাক্টরস গিলদের সভাপতি
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- জিন হারশল্ট মানবহিতৈষী পুরস্কার প্রাপক
- কেনেডি সেন্টার সম্মাননা প্রাপক
- গোল্ডেন গ্লোব সেসিল বি. ডামিল পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ বিদেশি অভিনেতা বিভাগে দাভিদ দি দোনাতেল্লো বিজয়ী
- স্ক্রিন অ্যাক্টরস গিল্ড আজীবন সম্মাননা পুরস্কার প্রাপক
- মার্কিন যুক্তরাষ্ট্রে রক্ষণশীলতা
- ২০শ শতাব্দীর মার্কিন পুরুষ লেখক
- ২০শ শতাব্দীর মার্কিন অ-কল্পকাহিনী লেখক
- ২১শ শতাব্দীর মার্কিন অ-কল্পকাহিনী লেখক
- ক্যালিফোর্নিয়ার সমাজকর্মী
- মার্কিন অভিনয়শিল্পী-রাজনীতিবিদ
- ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট
- দাভিদ দি দোনাতেল্লো বিজয়ী
- ক্যালিফোর্নিয়ার চলচ্চিত্র পরিচালক
- ক্যালিফোর্নিয়ার অভিনেতা
- প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রাপক
- স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের সভাপতি