চার্লস ডারনিং
চার্লস ডারনিং | |
---|---|
ইংরেজি: Charles Durning | |
![]() ২০০৮ সালে মে মাসে ওয়াশিংটন ডিসিতে ডারনিং | |
জন্ম | চার্লস এডওয়ার্ড ডারনিং ২৮ ফেব্রুয়ারি ১৯২৩ হাইল্যান্ড ফলস, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২৪ ডিসেম্বর ২০১২ ম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৯)
সমাধি | আর্লিংটন জাতীয় সমাধি ৩৮°৫২′২৫″ উত্তর ৭৭°০৩′৫১″ পশ্চিম / ৩৮.৮৭৩৭° উত্তর ৭৭.০৬৪১° পশ্চিম |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৫১-২০১২ |
দাম্পত্য সঙ্গী | ক্যারোল ডটি (বি. ১৯৫৯; বিচ্ছেদ. ১৯৭২) ম্যারি অ্যান অ্যামেলিও (বি. ১৯৭৪; বিচ্ছেদ. ২০১০) |
সন্তান | ৩ |
চার্লস এডওয়ার্ড ডারনিং (ইংরেজি: Charles Edward Durning; ২৮ ফেব্রুয়ারি ১৯২৩ - ২৪ ডিসেম্বর ২০১২) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি দুই শতাধিক চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান ও মঞ্চনাটকে অভিনয় করেন।[১] তিনি দ্য বেস্ট লিটল হোরহাউজ ইন টেক্সাস (১৯৮২) ও টু বি অর নট টু বি (১৯৮৩) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি দ্য স্টিং (১৯৭৩), ডগ ডে আফটারনুন (১৯৭৫), টুটসি (১৯৮২), ডিক ট্রেসি (১৯৯০) ও ও ব্রাদার, হোয়ার আর্ট দো? (২০০০) চলচ্চিত্রে অভিনয় করে প্রসিদ্ধি লাভ করেন। অভিনয় জীবন শুরুর পূর্বে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনা কর্মকর্তা ছিলেন।[২]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ডারনিং ১৯২৩ সালের ২৮শে ফেব্রুয়ারি নিউ ইয়র্কের হাইল্যান্ড ফলসে জন্মগ্রহণ করেন। তার পিতা জেমস ই. ডারনিং (১৮৮৩ – আনু. ১৯৩৫) এবং মাতা লুইস (কুমারী নাম: লিওনার্ড; ১৮৯৪ – ১৯৮২) ওয়েস্ট পয়েন্টের ধোপানী ছিলেন।[৩] তার পিতা আইরিশ অভিবাসী ছিলেন[৪] এবং মাতাও আইরিশ বংশোদ্ভূত ছিলেন।[৫] তিনি তার পিতামাতার দশ সন্তানের মধ্যে নবম ছিলেন। তার বড় তিন ভাই – জেমস (রজার নামেও পরিচিত, ১৯১৫-২০০০), ক্লিফোর্ড (১৯১৬-১৯৯৪) ও জেরাল্ড (১৯২৬-২০০০) এবং এক বোন - ফ্রান্সেস (১৯১৮-২০০৬) বার্ধক্য পর্যন্ত বেঁচে ছিলেন; বাকিদের মধ্যে পাঁচ বোন শিশু অবস্থায় আরক্ত জ্বর ও গুটিবসন্তে মারা যান।[৩] ডারনিং ক্যাথলিক ধর্মবিশ্বাস নিয়ে বেড়ে ওঠেন।[৬][৭]
কর্মজীবন
[সম্পাদনা]ডারনিং পেশাদার বলরুম নৃত্যশিল্পী ছিলেন এবং অভিনয়শিল্পী হিসেবে কর্মজীবন শুরু করার সময় তিনি নিউ ইয়র্ক সিটির ফ্রেড অ্যাস্টেয়ার ড্যান্স স্টুডিওতে নৃত্য শিখাতেন।[৮] ১৯৫১ সালে একটি বারলেস্ক মঞ্চে সহকারী হিসেবে কাজ করার সময় একজন মদ্যপ অভিনেতার স্থলে তাকে সুযোগ দেওয়া হয়। এরপর তিনি স্টক কোম্পানির ৫০টি নাটকে এবং অসংখ্য অফ-ব্রডওয়ে মঞ্চনাটকে অভিনয় করেন। সে সময়ে তিনি দ্য পাবলিক থিয়েটার ও নিউ ইয়র্ক শেকসপিয়ার উৎসবের প্রতিষ্ঠাতা জোসেফ প্যাপের নজর কাড়েন। ১৯৬১ সালে থেকে শুরু করে তিনি শেকসপিয়ার উৎসবের অংশ হিসেবে ৩৫টি মঞ্চনাটকে অভিনয় করেন।[৮]
১৯৬৪ সালে পুওর বিটোস মঞ্চনাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক ঘটে। এরপর তিনি ব্রডওয়েতে ড্র্যাট! দ্য ক্যাট! (১৯৬৫),[৯] পাউস-ক্যাফে (১৯৬৬), দ্য হ্যাপি টাইম (১৯৬৮),[১০] ইন্ডিয়ান্স (১৯৬৯)-এ অভিনয় করেন।
১৯৭২ সালে ডারনিং অফ-ব্রডওয়ে মঞ্চে দ্যাট চ্যাম্পিয়নশিপ সিজন মঞ্চনাটকে অভিনয় করে[১১] সেরা অভিনয়শিল্পী বিভাগে ড্রামা ডেস্ক পুরস্কার অর্জন করেন। পরিচালক জর্জ রয় হিল টনি পুরস্কার ও পুলিৎজার পুরস্কার বিজয়ী এই নাটকে তার অভিনয় দেখে মুগ্ধ হন এবং তাকে দ্য স্টিং (১৯৭৩) চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন।[১২] পল নিউম্যান ও রবার্ট রেডফোর্ড অভিনীত একাডেমি পুরস্কার বিজয়ী এই চলচ্চিত্রে ডারনিং লেফটেন্যান্ট স্নাইডার চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। ১৯৭৫ সালে তিনি আল পাচিনোর সাথে ডগ ডে আফটারনুন (১৯৭৫) চলচ্চিত্রে সার্জেন্ট ইউজিন মোরেটি চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৩] একই বছর তিনি কুইন অব দ্য স্টারডাস্ট বলরুম টিভি চলচ্চিত্রে অভিনয় করে সীমিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেতা বিভাগে এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৪] পরের বছর তিনি এনবিসির সীমিত ধারাবাহিক ক্যাপ্টেন্স অ্যান্ড দ্য কিং-এ অভিনয় করে টেলিভিশন ধারাবাহিকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার[১৫] ও হাস্যরসাত্মক বা নাট্যধর্মী ধারাবাহিকে পার্শ্ব অভিনেতার সেরা একক অভিনয় বিভাগে এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৬] এই দশকের শেষভাগে তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল দ্য হিন্ডেনবার্গ (১৯৭৫); বার্ট ল্যাঙ্কেস্টারের সাথে টোয়াইলাইট্স লাস্ট গ্লিমিং (১৯৭৭); ও হোয়েন আ স্ট্রেঞ্জার কলস (১৯৭৯)। ১৯৭৯ সালে তিনি দ্য মাপেট মুভি-তে খল ভূমিকায় একটি রেস্তোরাঁর মালিক ডক হপার চরিত্রে অভিনয় করেন।[১৭]

১৯৮০ সালে তিনি এটিকা কারাগারের দাঙ্গা ও এর পরিণতি নিয়ে নির্মিত টেলিভিশন চলচ্চিত্র এটিকা-য় কমিশনার রাসেল অসওয়াল্ড চরিত্রে অভিনয় করে সীমিত ধারাবাহিক বা বিশেষ অনুষ্ঠানে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৮] এরপর তিনি দ্য ফাইনাল কাউন্টডাউন (১৯৮০); রবার্ট ডি নিরো ও রবার্ট ডুভলের সাথে ট্রু কনফেশন্স (১৯৮১) এবং ডাস্টিন হফম্যানের সাথে টুটসি (১৯৮২) চলচ্চিত্রে অভিনয় করেন।[১২] তিনি দ্য বেস্ট লিটল হোরহাউজ ইন টেক্সাস (১৯৮২) ও টু বি অর নট টু বি (১৯৮৩) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১২] ১৯৮৪ সালে তিনি ডেথ অব আ সেলসম্যান নাটকের ব্রডওয়ে পুনঃমঞ্চায়নে হফম্যানের সাথে অভিনয় করেন। পরের বছর এই নাটকের টেলিভিশন চলচ্চিত্ররূপে তাদের পুনরায় একসাথে দেখা যায়। এই টিভি চলচ্চিত্রে অভিনয়ের জন্য ডারনিং সীমিত ধারাবাহিক বা বিশেষ অনুষ্ঠানে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৯]
১৯৯০ সালে তিনি টেলিভিশনে সীমিত ধারাবাহিক দ্য কেনেডিস অব ম্যাসাচুসেটস-এ মার্কিন ডেমোক্র্যাটিক রাজনীতিবিদ জন এফ. ফিট্জেরাল্ডের ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[২০] একই বছর তিনি টেনেসি উইলিয়ামসের ক্যাট অন আ হট টিন রুফ-এর ব্রডওয়ে পুনঃমঞ্চায়নে "বিগ ড্যাডি" চরিত্রে অভিনয় করেন। মঞ্চে তার এই অভিনয়ের জন্য তিনি মঞ্চনাটকে শ্রেষ্ঠ চরিত্রাভিনেতা বিভাগে টনি পুরস্কার ও ড্রামা ডেস্ক পুরস্কার অর্জন করেন।[৮][২১]
১৯৯৯ সালে ব্রডওয়েতে থিয়েটার হল অব ফেমে ডারনিংয়ের নাম অন্তভুক্ত করা হয়। ১৪তম বার্ষিক স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে সম্মানিত করা হয়।[২২] ২০০৮ সালের ৩১শে জুলাই হলিউড ওয়াক অব ফেমে তার শ্রদ্ধেয় জেমস ক্যাগনির নামাঙ্কিত তারকার পাশে তার নামাঙ্কিত তারকা খচিত হয়।[২৩]
মৃত্যু
[সম্পাদনা]চার্লস ডারনিং ২০১২ সালের ২৪শে ডিসেম্বর বড়দিনের সন্ধ্যায় ম্যানহাটনে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯।[২৪][২৫] তাকে আর্লিংটন জাতীয় সমাধিতে সমাহিত করা হয়।[৩][২৬]
২০১২ সালের ২৭শে ডিসেম্বর ব্রডওয়ে মঞ্চগুলো তার সম্মানার্থে মঞ্চের আলো কমিয়ে রাখে। দ্য নিউ ইয়র্ক টাইমস তাকে এবং একই দিনে মৃত্যুবরণকারী অভিনেতা জ্যাক ক্লুগম্যানকে "সাধারণকে উজ্জীবিত করা অসাধারণ অভিনেতা" বলে অভিহিত করে।[২৭] দ্য হাফিংটন পোস্ট তাদের দুজনকে "বিরাট চরিত্রাভিনেতা" বলে আখ্যায়িত করে।[২৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ শুডেল, ম্যাট (২৬ ডিসেম্বর ২০১২)। "In real life and on the screen, he played countless roles"। দ্য ওয়াশিংটন পোস্ট।
- ↑ "Famous Veteran: Charles Durning"। মিলিটারি.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ ক খ গ টমাস, বব (২৪ ডিসেম্বর ২০১২)। "Charles Durning Obituary"। লস অ্যাঞ্জেলেস: লিগ্যাসি। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ ব্রেনান, প্যাট্রিশিয়া (২৯ মে ১৯৯৪)। "Charles Durning"। দ্য ওয়াশিংটন পোস্ট। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫।
His father, an Irish immigrant who had joined the Army to gain U.S. citizenship, lost a leg during World War I and died when Charles was 12.
- ↑ স্মিথ, লিজ (১৯৮৪)। The Mother Book। ক্রাউন পাবলিশার্স। পৃষ্ঠা ১৮০। আইএসবিএন 978-0-517-55221-6। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫।
...as he describes her, his maternal parent, Mrs. Louis Leonard Durning, is the quintessential Irish mother...
- ↑ "No Bleeps for Durning's Role"
। লস অ্যাঞ্জেলেস টাইমস। ২ মার্চ ১৯৮১। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ মাইকেলসন, জুডিথ (১৫ সেপ্টেম্বর ১৯৮৭)। "Durning Takes On The 'Peasant Pope' For Pbs"। লস অ্যাঞ্জেলেস টাইমস। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ ক খ গ ক্লাইনফিল্ড, এন আর। "Man of a Thousand Roles, but Who Is He?", দ্য নিউ ইয়র্ক টাইমস (২০ এপ্রিল ১৯৯৭) প্রোকুয়েস্ট 430764513 থেকে সংগৃহীত।
- ↑ "The Theater: 'Drat! the Cat!' Arrives; Musical Brightened by Lesley Ann Warren"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "The Happy Time (Broadway, Broadway Theatre, 1968)"। প্লেবিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "That Championship Season Original Off-Broadway Play Cast 1972 | Off-Broadway World"। ব্রডওয়ে ওয়ার্ল্ড। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ ক খ গ বার্কভিস্ট, রবার্ট। "Charles Durning, Prolific Character Actor (From Nazi to Priest), Dies at 89", দ্য নিউ ইয়র্ক টাইমস (২৬ ডিসেম্বর ২০১২), প্রোকুয়েস্ট 1243273609 থেকে সংগৃহীত।
- ↑ "Winners & Nominees 1976"। গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "Outstanding Comedy Series 1975 - Nominees & Winners"। টেলিভিশন একাডেমি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "The 34th Annual Golden Globe Awards (1977)"। গোল্ডেন গ্লোব। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। ১২ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "Outstanding Single Performance By A Supporting Actor In A Comedy Or Drama Series 1977 - Nominees & Winners"। টেলিভিশন একাডেমি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ ব্লাউয়েন, মাইকেল। "Why Supporting Actors Try Harder", দ্য বস্টন গ্লোব (৩ জানুয়ারি ১৯৮৩), প্রোকুয়েস্ট 294167712 থেকে সংগৃহীত।
- ↑ "Outstanding Supporting Actor In A Limited Series Or A Special 1980 - Nominees & Winners"। টেলিভিশন একাডেমি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "Outstanding Supporting Actor In A Miniseries Or A Special 1986 - Nominees & Winners"। টেলিভিশন একাডেমি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "The 48th Annual Golden Globe Awards (1991)"। গোল্ডেন গ্লোব। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। ১২ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "Broadway Awards Database Browse by Year - 1990"। ব্রডওয়ে ওয়ার্ল্ড। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ ম্যাকনারি, ডেভ (২৪ সেপ্টেম্বর ২০০৭)। "SAG honors Charles Durning"। ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ কিং, সুজান (৭ জুলাই ২০১০)। "Charles Durning"। লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "Charles Durning"। দ্য ডেইলি টেলিগ্রাফ। লন্ডন। ২৬ ডিসেম্বর ২০১২। জানুয়ারি ১২, ২০২২ তারিখে মূল
থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "Charles Durning, Oscar-nominated king of the character actors, dies at 89 in NYC"। দ্য ওয়াশিংটন পোস্ট। ২৬ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "WWII Soldier, character actor Charles Durning to be interred at Arlington"। মার্কিন সেনাবাহিনী। ১৭ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ গেঞ্জলিঙ্গার, নিল (২৬ ডিসেম্বর ২০১২)। "An Appraisal– Remembering Jack Klugman and Charles Durning"। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "Charles Durning, Jack Klugman Deaths Bring New Appreciation For Character Actor Titans"। দ্য হাফিংটন পোস্ট। ২৫ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে চার্লস ডারনিং (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে চার্লস ডারনিং (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে চার্লস ডারনিং (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে চার্লস ডারনিং (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে চার্লস ডারনিং (ইংরেজি)
- ১৯২৩-এ জন্ম
- ২০১২-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- আইরিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- নিউ ইয়র্ক শহরের অভিনেতা
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন মঞ্চ অভিনেতা
- মার্কিন রোমান ক্যাথলিক
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্কিন সেনা কর্মকর্তা
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - টেলিভিশন) বিজয়ী
- টনি পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার বিজয়ী
- স্ক্রিন অ্যাক্টরস গিল্ড আজীবন সম্মাননা পুরস্কার প্রাপক
- ইংরেজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- জার্মান বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- লেজিওঁ দনর প্রাপক
- মার্কিন কণ্ঠাভিনেতা
- নিউ ইয়র্কের অভিনেতা