বিষয়বস্তুতে চলুন

হার্ভি কাইটেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হার্ভি কাইটেল
ইংরেজি: Harvey Keitel
২০১২ সালে ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে কাইটেল
জন্ম (1939-05-13) ১৩ মে ১৯৩৯ (বয়স ৮৫)
জাতীয়তামার্কিন
পেশাঅভিনেতা, প্রযোজক
কর্মজীবন১৯৬৬-বর্তমান
দাম্পত্য সঙ্গীড্যাফনা ক্যাস্টনার (বি. ২০০১)
সঙ্গীলরেন ব্রাকো (১৯৮২-১৯৯৩)
সন্তান

হার্ভি কাইটেল (ইংরেজি: Harvey Keitel; জন্ম: ১৩ মে ১৯৩৯)[] হলেন একজন মার্কিন অভিনেতা ও প্রযোজক। তিনি একবার করে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কারে মনোনীত হয়েছেন এবং একবার দাভিদ দি দোনাতেল্লো জয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে থিও আঙ্গেলোপোলসের ইউলিসেস গেজ, মার্টিন স্কোরসেজির মিন স্ট্রিটস, ট্যাক্সি ড্রাইভারদ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট; রিডলি স্কটের দ্য ডুয়েলিস্টসথেলমা অ্যান্ড লুইস; পিটার ইয়েটসের মাদার, জাগস অ্যান্ড স্পিড; কোয়েন্টিন টারান্টিনোর রিজারভয়ার ডগ্‌সপাল্প ফিকশন; জেন ক্যাম্পিয়নের দ্য পিয়ানো; অ্যাবেল ফেরারার ব্যাড লেফটেন্যান্ট; রবার্ট রদ্রিগ্রেজের ফ্রম ডাস্ক টিল ডন; জেমস ম্যানগোল্ডের কপ ল্যান্ড, ওয়েস অ্যান্ডারসনের মুনরাইজ কিংডম, দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেলআইল অব ডগস্‌; এবং পাওলো সরেন্টিনোর ইয়ুথআল পাচিনোএলেন বার্স্টিনের সাথে যৌথভাবে তিনি অ্যাক্টরস স্টুডিওর বর্তমান সভাপতি।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কাইটেল ১৯৩৯ সালের ১৩ই মে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন শহরে জন্মগ্রহণ করেন।[][] তার পিতা হ্যারি কাইটেল ও মাতা মিরিয়াম (ক্লেইন)। তারা দুজনেই আশকেনাজি ইহুদি। তার পিতা পোল্যান্ড ও মাতা রোমানিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন।[] তার বড় বোন রেনে ও বড় ভাই জেরি।[][]

কাইটেল ব্রুকলিনের পার্শ্ববর্তী ব্রাইটন বিচে বেড়ে ওঠেন।[] তিনি আব্রাহাম লিংকন হাই স্কুলে পড়াশোনা করেন এবং ১৭ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে ভর্তি হন। সেখান থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি ১০-১২ বছর আদালতের শ্রুতিলেখক হিসেবে কাজ করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

কাইটেল স্টেলা অ্যাডলারলি স্ট্র্যাসবার্গের অধীনে এবং এইচবি স্টুডিওতে অভিনয় নিয়ে অধ্যয়ন করেন[] এবং কয়েকটি অফ-ব্রডওয়ে মঞ্চনাটকে অভিনয় করেন।[] এই সময়ে তিনি চলচ্চিত্র নির্মাতা মার্টিন স্কোরসেজির চলচ্চিত্রের জন্য অডিশন দেন এবং স্কোরসেজির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হু'জ দ্যাট নকিং অ্যাট মাই ডোর (১৯৬৭) চলচ্চিত্রে "জে.আর." চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এরপর তারা দুজন একত্রে একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। কাইটেল স্কোরসেজির মিন স্ট্রিটস (১৯৭৩)-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করেন, এটি রবার্ট ডি নিরোরও প্রথম আলোচিত সফল চলচ্চিত্র।[] কাইটেল এরপর স্কোরসেজির পরিচালনায় অ্যালিস ডাজন্ট লিভ হিয়ার অ্যানিমোর (১৯৭৪)-এ খল চরিত্রে এবং ডি নিরো অভিনীত ট্যাক্সি ড্রাইভার (১৯৭৬)-এ জোডি ফস্টারের চরিত্রের দালালের ভূমিকায় অভিনয় করেন।[]

তিনি জ্যাক নিকোলসনের সাথে চায়নাটাউন (১৯৭৪)-এর পরবর্তী পর্ব দ্য টু জ্যাকস (১৯৯০) চলচ্চিত্রে অভিনয় করেন। পরের বছর তিনি রিডলি স্কটের থেলমা অ্যান্ড লুইস (১৯৯১)-এ সহানুভূতিশীল পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করেন। একই বছর তিনি ব্যারি লেভিনসনের বাগসি চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১০][১১] এরপর তিনি উপি গোল্ডবার্গ অভিনীত হাস্যরসাত্মক চলচ্চিত্র সিস্টার অ্যাক্ট-এ মবস্টার চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসায়িকভাবে সফল হয়।[১২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Person details for Harvey Kutel"। familyserarch.org। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮ 
  2. লিপটন, জেমস (১৮ অক্টোবর ২০০৭)। Inside Inside। ডাটন পেঙ্গুইন। পৃষ্ঠা 14আইএসবিএন 9780525950356 
  3. "Harvey Keitel"ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। জানুয়ারি ২৭, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ 
  4. "Person details for Harvey Kutel"। ফ্যামিলি সার্চ। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ 
  5. শোমার, কারেন (৭ নভেম্বর ১৯৯৩)। "Harvey Keitel Tries A Little Tenderness"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮ 
  6. লম্বার্ডি, জন (১২ জানুয়ারি ১৯৯৮)। "Scenes From a Bad Movie Marriage"নিউ ইয়র্ক ম্যাগাজিন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ 
  7. ম্যাকেনা, ক্রিস্টিন (১৮ অক্টোবর ১৯৯২)। "MOVIES : Leaps of Faith : Harvey Keitel's search for God often involves confronting his darker self; case in point: 'Reservoir Dogs'"লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ 
  8. Inside the Actors Studio। দি অ্যাক্টরস স্টুডিও, ব্র্যাভো নেটওয়ার্ক, বেটেলগেজ প্রডাকশন্স। ১৯৯৮। ২০১৫-০১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ 
  9. "HB Studio - Notable Alumni | One of the Original Acting Studios in NYC"এইচবি স্টুডিও (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ 
  10. "The 64th Academy Awards (1992) Nominees and Winners"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। জুলাই ৬, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ 
  11. "Bugsy"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ 
  12. "Sister Act (1992)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
পূর্বসূরী
পল নিউম্যান
অ্যাক্টরস স্টুডিওর সভাপতি
১৯৯৪–বর্তমান
সাথে: আল পাচিনো
এলেন বার্স্টিন
উত্তরসূরী
-