অ্যালান আলডা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যালান আলডা
Alan Alda
২০০৮ সালে অ্যালান আলডা
জন্ম
আলফোনসো জোসেফ দাবরুজ্জো

(1936-01-28) ২৮ জানুয়ারি ১৯৩৬ (বয়স ৮৮)
মাতৃশিক্ষায়তনফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, কৌতুকাভিনেতা, লেখক
কর্মজীবন১৯৫৫-বর্তমান
দাম্পত্য সঙ্গীআর্লিন আলডা (বি. ১৯৫৭)
সন্তান
পিতা-মাতারবার্ট আলডা (পিতা)
জোন ব্রাউন (মাতা)

অ্যালান আলডা (ইংরেজি: Alan Alda; জন্ম: আলফোনসো জোসেফ দাবরুজ্জো, ২৮ জানুয়ারি ১৯৩৬)[১] হলেন একজন মার্কিন অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, কৌতুকাভিনেতা ও লেখক। টেলিভিশনে কাজের জন্য তিনি ছয়টি এমি পুরস্কার ও ছয়টি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন। ২০০৪ সালে জীবনীমূলক দি অ্যাভিয়েটর চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

আলডা যুদ্ধভিত্তিক টেলিভিশন ধারাবাহিক ম্যাশ (১৯৭২-১৯৮৩)-এ হকআই পিয়ার্স চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তার অভিনীত অন্যান্য টেলিভিশন কর্মগুলো হল সায়েন্টিফিক আমেরিকান ফ্রন্টিয়ার্স,[২] দ্য ওয়েস্ট উইং, এবং থার্টি রক। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল সেম টাইম, নেক্সট টাইম (১৯৭৮) ও ক্রাইমস অ্যান্ড মিসডেমিনর্স (১৯৮৯)। তিনি ১৯৮১ সালের দ্য ফোর সিজনস্‌ চলচ্চিত্র পরিচালনা করে সফলতা অর্জন করেন।

টেলিভিশনে অবদানের জন্য ১৯৯৪ সালে টেলিভিশন হল অব ফেমে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। ২০১৯ সালে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে।[৩]

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

পুরস্কার বছর বিভাগে মনোনীত কর্ম ফলাফল সূত্র
এমি পুরস্কার ১৯৭৪ হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা মুখ্য অভিনেতা ম্যাশ বিজয়ী
১৯৭৪ বর্ষসেরা অভিনেতা - ধারাবাহিক ম্যাশ বিজয়ী
১৯৭৭ হাস্যরসাত্মক ধারাবাহিক পরিচালনা ম্যাশ: "ডিয়ার সিগমুন্ড" বিজয়ী
১৯৭৯ হাস্যরসাত্মক-বিচিত্রানুষ্ঠান বা সঙ্গীত ধারাবাহিকের সেরা লেখনী ম্যাশ: "ইঙ্গা" বিজয়ী
১৯৮০ হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা মুখ্য অভিনেতা ম্যাশ বিজয়ী
২০০৬ নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেতা দ্য ওয়েস্ট উইং বিজয়ী
গোল্ডেন গ্লোব পুরস্কার ১৯৭৫ সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক টিভি ধারাবাহিক অভিনেতা ম্যাশ বিজয়ী
১৯৭৬ বিজয়ী
১৯৮০ বিজয়ী
১৯৮১ বিজয়ী
১৯৮২ বিজয়ী
১৯৮৩ বিজয়ী
একাডেমি পুরস্কার ২০০৫ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা দি অ্যাভিয়েটর মনোনীত [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Alan Alda"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯ 
  2. "অ্যালান আলডা, season 4"সায়েন্টিফিক আমেরিকান ফ্রন্টিয়ার্সPBS। ১৯৯৩–১৯৯৪। ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. শাফস্টাল, ক্যাথরিন (২৭ জানুয়ারি ২০১৯)। "SAG Life Achievement Honoree Alan Alda Highlights Actors' Important Role "When a Culture is Divided""দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯ 
  4. "The 77th Academy Awards | 2005"অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]