উইন্ডসর পার্ক (ডোমিনিকা)

স্থানাঙ্ক: ১৫°১৮′৭″ উত্তর ৬১°২৩′৩″ পশ্চিম / ১৫.৩০১৯৪° উত্তর ৬১.৩৮৪১৭° পশ্চিম / 15.30194; -61.38417
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইন্ডসর পার্ক
Windsor Park
অবস্থানরোসেউ, ডোমিনিকা
স্বত্ত্বাধিকারীডোমিনিকা সাধারণতন্ত্র
ভাড়াটেএক্সোডাস এফসি
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল
ডোমিনিকা জাতীয় ফুটবল দল
উইন্ডওয়ার্ড আইল্যান্ডস ক্রিকেট দল
উৎস: espncricinfo

উইন্ডসর পার্ক দ্বীপ দেশ ডোমিনিকার রোসেউতে অবস্থিত একটি বহু-উদ্দেশ্যে ব্যবহৃত স্টেডিয়াম। এটি জাতীয় স্টেডিয়াম হিসেবে স্বীকৃত। অধিকাংশ ক্ষেত্রেই এ স্টেডিয়ামটি ক্রিকেট খেলায় ব্যবহার করা হয়। এছাড়াও এখানে মিস ডোমিনিকা সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১২,০০০ আসনবিশিষ্ট স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি’র মানদণ্ডে প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে ব্যক্তিগত বক্স, গণমাধ্যম কেন্দ্র, অণুশীলনী জাল, খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা, ডিজিটাল স্কোরবোর্ডসহ পাঁচটি ক্রিকেট পীচ রয়েছে।

আন্তর্জাতিক ক্রীড়া[সম্পাদনা]

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম দুইটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা ডোমিনিকা কর্তৃপক্ষ এ স্টেডিয়ামে আয়োজন করে। ২৬ ও ২৮ জুলাই, ২০০৯ তারিখে ঐ দু’টি খেলা অনুষ্ঠিত হয়।[১] ৬-১০ জুলাই, ২০১১ তারিখে ভারত দলের বিপক্ষে অনুষ্ঠিত টেস্টের মাধ্যমে উইন্ডসর পার্ক টেস্ট মাঠের মর্যাদা পায়।[২]

২০১০ সালের ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে ডোমিনিকা ফুটবল দল তাদের প্রথম ফুটবল খেলায় অংশগ্রহণ করে। বার্বাডোসের বিপক্ষে অনুষ্ঠিত খেলায় এখানে ৪,২০০ দর্শকের সমাগম ঘটেছিল।[৩]

টেস্ট ক্রিকেট[সম্পাদনা]

এখানে ৫ টি টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছে।

একদিনের আন্তর্জাতিক[সম্পাদনা]

এখানে ৪ টি একদিবসীয় ম্যাচ আয়োজন করা হয়েছে। ২০১০ সালে হাশিম আমলাজ্যাক ক্যালিস এখানে ১১৯ রানের জুটি করেন যা এখানে সর্বোচ্চ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dominica to host ODIs in 2009 – Cricinfo.com
  2. "Windsor Park to host first Test in 2011"। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৪ 
  3. Barbados tie Dominica ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে – CONCACAF.com

আরও দেখুন[সম্পাদনা]