২০২১–২২ ইংল্যান্ড ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
২০২১–২২ ইংল্যান্ড ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর | |||||
ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ||||
তারিখ | ২২ জানুয়ারি ২০২২ – ২৮ মার্চ ২০২২ | ||||
অধিনায়ক | ক্রেইগ ব্র্যাথওয়েট (টেস্ট) কায়রন পোলার্ড (টি২০আই) |
জো রুট (টেস্ট) ওইন মর্গান (টি২০আই) | |||
টেস্ট সিরিজ | |||||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১–০ ব্যবধানে জয়ী হয় | ||||
সর্বাধিক রান | ক্রেইগ ব্র্যাথওয়েট (৩৪১) | জো রুট (২৮৯) | |||
সর্বাধিক উইকেট | কেমার রোচ (১১) জেডেন সিলস (১১) |
জ্যাক লিচ (১১) | |||
সিরিজ সেরা | ক্রেইগ ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) | ||||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩–২ ব্যবধানে জয়ী হয় | ||||
সর্বাধিক রান | নিকোলাস পুরান (১৬৪) | জেসন রয় (১৩০) | |||
সর্বাধিক উইকেট | জেসন হোল্ডার (১৫) | আদিল রশিদ (৭) | |||
সিরিজ সেরা | জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) |
ইংল্যান্ড ক্রিকেট দল ২০২২ সালের জানুয়ারি ও মার্চ মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ও তিনটি টেস্ট ম্যাচ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করে।[১][২][৩][৪] টেস্ট সিরিজটি ২০২১-২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হয়।[৫] ২০২১ সালের অক্টোবর মাসে সফরের সূচি নিশ্চিত করা হয়।[৬] ২০২২ সালের জানুয়ারি মাসে টি২০আই ম্যাচগুলো[৭] এবং ২০২২ সালের মার্চ মাসে টেস্ট ম্যাচগুলো রাখা হয়।[৮]
টি২০আই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩–২ ব্যবধানে জয়লাভ করে।[৯] টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১–০ ব্যবধানে জয়ী হয়।[১০]
দলীয় সদস্য[সম্পাদনা]
![]() |
![]() | ||
---|---|---|---|
টেস্ট[১১] | টি২০আই[১২] | টেস্ট[১৩] | টি২০আই[১৪] |
|
|
|
|
ওয়েস্ট ইন্ডিজের টি২০আই দলে আলজারি জোসেফ, জেডেন সিলস ও ডেভন থমাসকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৫] হোবার্টে অনুষ্ঠিত পঞ্চম অ্যাশেজ টেস্টের জন্য স্যাম বিলিংস ডাক পাওয়ায় তাঁর স্থানে হ্যারি ব্রুককে ইংল্যান্ডের টি২০আই দলে যোগ করা হয়।[১৬]
প্রস্তুতিমূলক ম্যাচ[সম্পাদনা]
ব
|
||
শামার স্প্রিংগার ৩৬ (২৩)
টিম্যাল মিলস ৩/২৫ (৪ ওভার) |
- ইংল্যান্ড একাদশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
টি২০আই সিরিজ[সম্পাদনা]
১ম টি২০আই[সম্পাদনা]
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
২য় টি২০আই[সম্পাদনা]
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই[সম্পাদনা]
ব
|
||
রভমান পাওয়েল ১০৭ (৫৩)
আদিল রশিদ ১/২৫ (৪ ওভার) |
টম ব্যান্টন ৭৩ (৩৯)
রোমারিও শেফার্ড ৩/৫৯ (৪ ওভার) |
- ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- জর্জ গারটন, ফিল সল্ট ও হ্যারি ব্রুক (ইংল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
- রভমান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১৭]
৪র্থ টি২০আই[সম্পাদনা]
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৫ম টি২০আই[সম্পাদনা]
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- জেসন হোল্ডার প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার হিসেবে টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।[১৮]
- জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৯]
- জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) চতুর্থ পুরুষ ক্রিকেটার হিসেবে টি২০আই ক্রিকেটে চার বলে চার উইকেট লাভ করেন।[১৮]
টেস্ট সিরিজ[সম্পাদনা]
১ম টেস্ট[সম্পাদনা]
৮–১২ মার্চ ২০২২
স্কোরকার্ড |
ব
|
||
- ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- চতুর্থ দিনে বৃষ্টির কারণে ২৩.৪ ওভার খেলা সম্ভব হয়নি।
- অ্যালেক্স লিজ (ইংল্যান্ড)-এর টেস্ট অভিষেক হয়।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ইংল্যান্ড ৪, ওয়েস্ট ইন্ডিজ ২।[২০]
২য় টেস্ট[সম্পাদনা]
১৬–২০ মার্চ ২০২২
স্কোরকার্ড |
ব
|
||
- ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ম্যাথিউ ফিশার ও সাকিব মাহমুদ (ইংল্যান্ড)-এর টেস্ট অভিষেক হয়।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ৪, ইংল্যান্ড ৪।
৩য় টেস্ট[সম্পাদনা]
২৪–২৮ মার্চ ২০২২
স্কোরকার্ড |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- জশুয়া দা সিলভা (ওয়েস্ট ইন্ডিজ) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।
- কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১২, ইংল্যান্ড ০।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "ECB and CWI announce expanded England Men's Tour of the West Indies in 2022"। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২১।
- ↑ "England extends tours of West Indies in 2022"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২১।
- ↑ "England and West Indies expand the number of matches to be played in the Caribbean in 2022"। বিবিসি স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২১।
- ↑ "CWI and ECB announce expanded England Men's Tour of West Indies in 2022"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২১।
- ↑ "England vs India to kick off the second World Test Championship"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২১।
- ↑ "Antigua, Barbados, Grenada to host England Tests in 2022"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২১।
- ↑ "Schedule confirmed for England Men's Tour of the Caribbean"। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২১।
- ↑ "Host Venues confirmed for England's T20I and Test Series Tours to the West Indies in 2022"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২১।
- ↑ "Jason Holder's four-in-four puts seal on West Indies' series"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২২।
- ↑ "West Indies seal series with 10-wicket demolition"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২।
- ↑ "John Campbell, Anderson Phillip in West Indies squad for first Test against England"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "West Indies name squads to face Ireland and England in upcoming white-ball series"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২২।
- ↑ "England Men's Test squad for the tour of the Caribbean named"। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "England Men name squad for West Indies IT20s"। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১।
- ↑ "Pollard returns as West Indies name squads for Ireland, England series"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২২।
- ↑ "West Indies v England: Yorkshire's Harry Brook added to tourists squad for T20 series"। বিবিসি স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২।
- ↑ "West Indies v England: Rovman Powell hits fine ton to lead hosts to victory in third T20"। বিবিসি স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২২।
- ↑ ক খ "Holder the hero as West Indies get amazing series win"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২২।
- ↑ "Holder claims four in four as West Indies clinch T20I series victory"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২২।
- ↑ "West Indies docked WTC points and drop a place due to slow over-rate against England"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২।