২০১৯ ভারত ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৯ ভারত ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
 
  ওয়েস্ট ইন্ডিজ ভারত
তারিখ ৩ আগস্ট – ৪ সেপ্টেম্বর ২০১৯
অধিনায়ক জেসন হোল্ডার (টেস্ট ও ওডিআই)
কার্লোস ব্রাদওয়েট (টি২০আই)
বিরাট কোহলি
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে ভারত ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান জেসন হোল্ডার (১০৪) হনুমা বিহারী (২৮৯)
সর্বাধিক উইকেট কেমার রোচ (৯)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান এভিন লুইস (১৪৮) বিরাট কোহলি (২৩৪)
সর্বাধিক উইকেট কার্লোস ব্রাদওয়েট (৩) ভুবনেশ্বর কুমার (৪)
মোহাম্মদ শমী (৪)
খলিল আহমেদ (৪)
সিরিজ সেরা খেলোয়াড় বিরাট কোহলি (ভারত)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান কিরণ পোলার্ড (১১৫) বিরাট কোহলি (১০৬)
সর্বাধিক উইকেট শেলডন কট্রিল (৪)
ওশেন টমাস (৪)
নবদীপ সাইনি (৫)
সিরিজ সেরা খেলোয়াড় ক্রুনাল পাণ্ড্য (ভারত)

ভারত ক্রিকেট দল তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক, তিনটি একদিনের আন্তর্জাতিক এবং দুইটি টেস্ট ক্রিকেট খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর করে, যা আগস্ট থেকে সেপ্টেম্বর ২০১৯-এ অনুষ্ঠিত হয়। [১][২]

দলীয় সদস্য[সম্পাদনা]

টেস্ট ওডিআই টি২০আই
 ওয়েস্ট ইন্ডিজ  ভারত  ওয়েস্ট ইন্ডিজ  ভারত  ওয়েস্ট ইন্ডিজ  ভারত

প্রস্তুতিমূলক খেলা[সম্পাদনা]

তিনদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ এ বনাম ভারত[সম্পাদনা]

১৭–১৯ আগস্ট ২০১৯
২৯৭/৫ ঘো (৮৮.৫ ওভার)
চেতেশ্বর পুজারা ১০০* (১৮৭)
জোনাথন কার্টার ৩/৩৯ (১৩.৫)
১৮১/১০ (৫৬.১ ওভার)
কাভিম হোগ ৫১ (১০০)
উমেশ যাদব ৪/১৯ (১০ ওভার)
১৮৮/৫ঘো (৭৮ ওভার)
হনুমা বিহারী ৬৪ (১২৫)
আকিম ফ্র্যাজার ২/৪৩ (১৭ ওভার)
৪৭/৩ (২১ ওভার)
জেরমি সলোজানো ১৬ (৫০)
রবীন্দ্র জাদেজা ১/৩ (৩ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

৩ আগস্ট ২০১৯
১০:৩০
Scorecard
ওয়েস্ট ইন্ডিজ 
৯৫/৯ (২০ ওভার)
 ভারত
৯৮/৬ (১৭.২ ওভার)
কিরণ পোলার্ড ৪৯ (৪৯)
নবদীপ সাইনি ৩/১৭ (৪ ওভার)
রোহিত শর্মা ২৪ (২৫)
সুনীল নারাইন ২/১৪ (৪ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • নবদীপ সাইনি (ভারত) তার টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

৪ আগস্ট ২০১৯
১০:৩০
Scorecard
ভারত 
১৬৭/৫ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
৯৮/৪ (১৫.৩ ওভার)
রোহিত শর্মা ৬৭ (৫১)
শেলডন কট্রিল ২/২৫ (৪ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আলো স্বল্পতার কারণে ওয়েস্ট ইন্ডিজকে ১৫.৩ ওভারে ১২১ রানের নতুন টার্গেট দেয়া হয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

৬ আগস্ট ২০১৯
১০:৩০
ওয়েস্ট ইন্ডিজ 
১৪৬/৬ (২০ ওভার)
 ভারত
১৫০/৩ (১৯.১ ওভার)
কিরণ পোলার্ড ৫৮ (৪৫)
দীপক চাহার ৩/৪ (৩ ওভার)
ঋষভ পন্ত ৬৫* (৪২)
ওশেন টমাস ২/২৯ (৪ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রাহুল চাহার (ভারত) তার টি২০আই অভিষেক হয়।

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

৮ আগস্ট ২০১৯
০৯:৩০
ওয়েস্ট ইন্ডিজ 
৫৪/১ (১৩ ওভার)
এভিন লুইস ৪০* (৩৬)
কুলদীপ যাদব ১/৩ (২ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সময় বৃষ্টি আর কোনও খেলা বাধা দেয়নি।

২য় ওডিআই[সম্পাদনা]

১১ আগস্ট ২০১৯
০৯:৩০
ভারত 
২৭৯/৭ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
২১০ (৪২ ওভার)
বিরাট কোহলি ১২০ (১২৫)
কার্লোস ব্রাদওয়েট ৩/৫৩ (১০ ওভার)
এভিন লুইস ৬৫ (৮০)
ভুবনেশ্বর কুমার ৪/৩১ (৮ ওভার)

৩য় ওডিআই[সম্পাদনা]

১৪ আগস্ট ২০১৯
০৯:৩০
ওয়েস্ট ইন্ডিজ 
২৪০/৭ (৩৫ ওভার)
 ভারত
২৫৬/৪ (৩২.৩ ওভার)
ক্রিস গেইল ৭২ (৪১)
খলিল আহমেদ ৩/৬৮ (৭ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ভারত ৩৫ ওভার থেকে ২৫৫ রানের সংশোধিত লক্ষ্য নির্ধারণ করেছিল।

টেস্ট সিরিজ[সম্পাদনা]

১ম টেস্ট[সম্পাদনা]

২২–২৬ আগস্ট ২০১৯
২৯৭ (৯৬.৪ ওভার)
অজিঙ্কা রাহানে ৮১ (১৬৩)
কেমার রোচ ৪/৬৬ (২৫ ওভার)
২২২ (৭৪.২ ওভার)
রস্টন চেজ ৪৮ (৭৪)
ইশান্ত শর্মা ৫/৪৯ (১৭ ওভার)
৩৪৩/৭ঘো (১১২.৩ ওভার)
অজিঙ্কা রাহানে ১০২ (২৪২)
রস্টন চেজ ৪/১৩২ (৩৮ ওভার)
১০০ (২৬.৫ ওভার)
কেমার রোচ ৩৪ (৩১)
জসপ্রীত বুমরাহ ৫/১ (৮ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ২১.১ ওভারের খেলা বৃষ্টির কারণে প্রথম দিনেই হেরে গেছে।
  • শামারহ ব্রুকস (ওয়েস্ট ইন্ডিজ) তার টেস্ট অভিষেক হয়।
  • জসপ্রীত বুমরাহ টেস্টে ভারতের হয়ে একজন বোলার সস্তার পাঁচ-উইকেট প্রাপ্তি নিয়েছিলেন সাত রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়ে।
  • এটি বিরাট কোহলি বাড়ি থেকে দূরে দ্বাদশ জয়, টেস্টে ভারতের কোনও অধিনায়কের পক্ষে সর্বাধিক।
  • টেস্টে হোম থেকে দূরে রানের দিক থেকে এটি ভারতের সবচেয়ে বড় জয়।
  • টেস্টে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসটি সর্বমোট ১০০।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ভারত ৬০, ওয়েস্ট ইন্ডিজ ০।

২য় টেস্ট[সম্পাদনা]

৩০ আগস্ট–৩ সেপ্টেম্বর ২০১৯
৪১৬ (১৪০.১ ওভার)
হনুমা বিহারী ১১১ (২২৫)
জেসন হোল্ডার ৫/৭৭ (৩২.১ ওভার)
১১৭ (৪৭.১ ওভার)
শিমরন হেটমায়ার ৩৪ (৫৭)
জসপ্রীত বুমরাহ ৬/২৭ (১২.১ ওভার)
১৬৮/৪ঘো (৫৪.৪ ওভার)
অজিঙ্কা রাহানে ৬৪* (১০৯)
কেমার রোচ ৩/২৮ (১০ ওভার)
২১০ (৫৯.৫ ওভার)
শামারহ ব্রুকস ৫০ (১১৯)
রবিচন্দ্রন অশ্বিন ৩/৫৮ (১৯.৫ ওভার)
ভারত ২৫৭ রানে জয়ী
সাবিনা পার্ক, কিংস্টন
আম্পায়ার: রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: হনুমা বিহারী (ভারত)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "2018 Men's Future Tour Programme" (পিডিএফ)International Cricket Council। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮ 
  2. "India tour of West Indies to start early August"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]